সম্প্রতি অক্টোবর মাসে পোস্ট অফিসের সমস্ত স্কিমে ইন্টারেস্টের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পোস্ট অফিসে বিভিন্ন জনপ্রিয় স্কিম রয়েছে এছাড়াও পোস্ট অফিসে এমন একটি স্কিম রয়েছে যে স্কিমটি ১০০ টাকা থেকে শুরু পাঁচ বছর পর্যন্ত টাকা জমা করলে আপনি পেয়ে যাবেন ১৪ লাখ টাকা পর্যন্ত। পোস্ট অফিসের এই জনপ্রিয় স্কিমটির নাম হল রেকারিং ডিপোজিট স্কিম। আজকের এই প্রতিবেদনে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এই স্কিমে আপনি প্রতি মাসে কত টাকা জমা করলে পাঁচ বছর পর কত টাকা রিটার্ন পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যেহেতু আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme)
পোস্ট অফিসে যেসকল স্কিমগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্কিম হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme)। পোস্ট অফিসের এই স্কিমে প্রতি মাসে আপনাকে কিছুটা পরিমাণ টাকা জমা করতে হবে এবং পাঁচ বছর পর আপনি সুদ সমেত বিপুল পরিমাণ অর্থ রিটার্ন পাবেন।
স্কিমের সুবিধা
যেহেতু পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম একটি সরকারি স্কিম অর্থাৎ ভারত সরকার দ্বারা এটি পরিচালনা করা হয় তাই এটি সুরক্ষিত বিনিয়োগ। এই স্কিমে বিনিয়োগ করা অর্থ আপনি যথাসময়ে হাতে পেয়ে যাবেন।
এই স্কিমে একাউন্ট খুলতে কি কি যোগ্যতা প্রয়োজন
পোস্ট অফিসের এই স্কিমে যেকোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি অর্থাৎ ১৮ বছরের উর্ধ্বে যেকোন ব্যক্তি এই স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারবেন এক্ষেত্রে বয়সের কোন উচ্চ সীমা নেই। এছাড়াও ১০ বছর বা তার উর্ধ্বে যে কোন মাইনর নিজের নামে এই স্কিমে একাউন্ট খুলতে পারবে।
১০ বছরের কম বয়সের যেকোনো মাইনরের নামে তার বাবা-মা একাউন্ট খুলতে পারবেন। এছাড়াও প্রতিবন্দী ব্যক্তির নামে তার পরিবারের অভিভাবক একাউন্ট খুলতে পারেন। এই স্কিমে আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট (Single Account) এবং জয়েন্ট অ্যাকাউন্ট (Joined Account) দুই প্রকার একাউন্টে খুলতে পারবেন।
সুদের পরিমাণ
অক্টোবর মাসে নতুন সুদের হার অনুযায়ী পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে সুদের পরিমাণ হল ৬.৭ শতাংশ। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের ইন্টারেস্ট রেট ভারত সরকার প্রতি কোয়ার্টারে পরিবর্তন করে অর্থাৎ ইন্টারেস্ট রেট বৃদ্ধি বা হ্রাস সবই ভারত সরকারের হাতে রয়েছে।
অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম এর অ্যাকাউন্ট আপনি যে কোন পোস্ট অফিসে খুলতে পারবেন এছাড়াও বিভিন্ন ব্যাংকেও আপনি রেকারিং ডিপোজিট স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবার দেখে নেওয়া যাক এই স্কিমে একাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস লাগবে।
(১) পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিমে একাউন্ট খোলার ফর্ম, (২) আপনার নিজস্ব প্যান কার্ড, (৩) আইডি প্রুফ (যেমন:- আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি), (৪) বাসস্থানের প্রমাণপত্র (যেমন:- রেশন কার্ড, আধার কার্ড ইত্যাদি), (৫) সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ।
অর্থ ডিপোজিটের পরিমাণ
এই স্কিমে আপনি প্রতি মাসে সর্বনিম্ন ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। ১০০ টাকার উর্ধ্বে আপনি এরপর ১০ টাকার গুনিতকে টাকা জমা করতে পারেন অর্থাৎ ১১০ টাকা, ৫০০ টাকা, ১০০০০ টাকা ইত্যাদি। পোস্ট অফিসের এই স্কিমে অর্থ বিনিয়োগ করার সর্বোচ্চ কোন সীমা নেই।
অর্থ ডিপোজিটের সময়সীমা
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম এ প্রতিমাসে আপনাকে টাকা জমা করতে হবে। যদি আপনি অ্যাডভান্স টাকা জমা করেন সেক্ষেত্রে আপনি কিছুটা অর্থ ছাড় পাবেন এবং যদি আপনি সময়ের পরে টাকা জমা করেন সেক্ষেত্রে আপনাকে বাড়তি অর্থ জমা করতে হবে অর্থাৎ আপনাকে ফাইন দিতে হবে।
অ্যাডভান্স অর্থ জমা করার ক্ষেত্রে
যদি আপনি ন্যূনতম ৬ মাস এবং সর্বোচ্চ ১২ মাস এর টাকা একসঙ্গে জমা করেন সেক্ষেত্রে আপনি কিছুটা ছাড় পাবেন। উদাহরণঃ ধরে নিন পোস্ট অফিসের এই স্কিমে আপনার একাউন্ট রয়েছে আপনি প্রতি মাসে ১০০ টাকা জমা দেন, সেক্ষেত্রে আপনি যদি ৬ মাসের টাকা একসঙ্গে জমা দেন তাহলে আপনি ১০ টাকা ছাড় পাবেন এবং আপনি যদি ১২ মাসের টাকা একসঙ্গে দেন সেক্ষেত্রে আপনি ৪০ টাকা ছাড় পাবেন।
সময়ের পরে অর্থ জমা করার ক্ষেত্রে
আপনি যদি পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম এ মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে একাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে টাকা জমা করতে হবে না হলে আপনাকে ফাইন দিতে হবে। এবং আপনি যদি ১৫ থেকে ৩০ তারিখের মধ্য একাউন্ট খুলেন তাহলে প্রত্যেক মাসের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে টাকা জমা করতে হবে না হলে আপনাকে বাড়তি টাকা জমা করতে হবে। এই স্কিমে ফাইন হিসেবে প্রত্যেক মাসে ১০০ টাকায় ১ টাকা হিসেবে কেটে নেওয়া হবে।
যদি আপনি পরপর তিন মাস টাকা জমা না দেন এবং কারেন্ট মাস বা চলতি সহকারে মোট ৪ মাসের টাকা একসঙ্গে দিতে পারেন অথবা ১ মাসের টাকাও আপনি দিতে পারেন।
যদি আপনি পরপর চার মাসের টাকা জমা না দেন এবং চলতি মাস সহকারে মোট পাঁচ মাসের টাকা একসঙ্গে আপনাকে জমা করতে হবে। নইলে আপনার একাউন্টে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। এরপর আপনি যদি পরপর পাঁচ মাস এই স্কিমে টাকা না জমা করেন সেক্ষেত্রে আপনার একাউন্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। এবং আপনি আপনার জমা করার টাকা তিন বছর পর অথবা ম্যাচুরিটির পর তুলে নিতে পারবেন।
ম্যাচুরিটির সময়সীমা
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম এর ম্যাচুরিটির সময়সীমা হল পাঁচ বছর। এছাড়াও আপনি চাইলে আপনার রেকারিং ডিপোজিট স্কিমকে পাঁচ বছরের জন্য বৃদ্ধি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ম্যাচুরিটির আগে পোস্ট অফিসে একটি লিখিত দরখাস্ত দিতে হবে।
নমিনির সুবিধা
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে আপনি নমিনির সুবিধা পেয়ে যাবেন। দুর্ঘটনা বসত মৃত্যুর ফলে বা আপনার অবর্তমানে আপনার টাকা আপনার নমিনি তুলতে পারবে। পোস্ট অফিসের এই স্কিমে আপনি একজন বা একাধিক জনকে (সর্বোচ্চ তিনজন) নমিনি হিসেবে নির্বাচন করতে পারেন। আপনি চাইলে নমিনি পরিবর্তন বা নমিনি বাতিল করতে পারেন। যদি আপনার নমিনি করা না থাকে তাহলে আপনার বংশগত উত্তরাধিকার আপনার অবর্তমানে আপনার টাকার ভাগীদার হবে। আপনি যাকে নমিনি করবেন সে ১৮ বছরের নিচে হয় তাহলে একজন অ্যাপয়েন্টমেন্ট ব্যক্তি রাখতে পারেন আপনার নমিনিকে টাকা তুলতে সাহায্য করার জন্য।
মিস করবেন না » Post Office – পোস্ট অফিসের ধামাকা স্কিম মাত্র ৫ বছরে টাকা ডবল, সুদের হার ১৩.৬%। সঙ্গে ১ লাখ টাকা বাড়তি পাবেন
লোনের সুবিধা
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম এ আপনি যে টাকাটি আপনি জমাবেন সেই টাকা থেকে আপনি লোন নিতে পারবেন। আপনি একাউন্ট খোলার এক বছর পর লোন নিতে পারবেন। আপনি শুধুমাত্র আপনার জমা করা টাকার ৫০ শতাংশ লোন নিতে পারবেন। লোন নেওয়ার দিন থেকে লোন পরিশোধ করার আগে পর্যন্ত আপনাকে মোট সুদ দিতে হবে রেকারিং ডিপোজিট স্কিমের মোট ইন্টারেস্ট রেট + ২ %।
অর্থাৎ বর্তমানে রেকারিং ডিপোজিট স্কিমে ইন্টারেস্ট রেট হল ৬.৭% সেক্ষেত্রে আপনি যদি লোন নেন তাহলে আপনাকে সুদ দিতে হবে ৮.৭ শতাংশ হারে। লোন নেওয়া অর্থ আপনি একবারে শোধ করতে পারেন এছাড়াও কিছুটা কিছুটা করে ম্যাচুরিটির আগে শোধ করতে পারেন। যদি আপনি লোনের টাকা শোধ না করেন সেক্ষেত্রে ম্যাচুরিটির সময় লোনের টাকা এবং ইন্টারেস্টের টাকা কেটে নিয়ে আপনাকে আপনার টাকা ফেরত দেওয়া হবে।
প্রিম্যাচিউর ক্লোজ এর সুবিধা
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme) এ আপনি প্রিম্যাচিউর ক্লোজ এর সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ ম্যাচুরিটির আগে আপনি আপনার টাকা তুলে নিতে পারবেন। অ্যাকাউন্ট খোলার তিন বছর পর আপনি প্রিম্যাচিউর ক্লোজ করতে পারবেন। আপনি যদি প্রিম্যাচিউর ক্লোজ করেন সেক্ষেত্রে আপনি সেভিংস একাউন্টের ইন্টারেস্ট রেট পাবেন বর্তমানে পোষ্ট অফিসের সেভিংস একাউন্টে ইন্টারেস্ট রেট এর পরিমাণ হলো মাত্র ৪ শতাংশ।
পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইট » https://www.indiapost.gov.in/
কত টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন তার তালিকা
প্রতিমাসে জমার পরিমাণ | পাঁচ বছরে মোট জমবে | পাঁচ বছরে মোট সুদ পাবেন | রিটার্ন এর পরিমাণ |
---|---|---|---|
৫০০ টাকা | ৩০,০০০ টাকা | ৫,৬৮৩ টাকা | ৩৫,৬৮৩ টাকা |
১,০০০ টাকা | ৬০,০০০ টাকা | ১১,৩৬৬ টাকা | ৭১,৩৬৬ টাকা |
৫,০০০ টাকা | ৩,০০,০০০ টাকা | ৫৬,৮২৯ টাকা | ৩,৫৬,৮২৯ টাকা |
১০,০০০ টাকা | ৬,০০,০০০ টাকা | ১,১৩,৬৫৮ টাকা | ৭,১৩,৬৫৮ টাকা |
২০,০০০ টাকা | ১২,০০,০০০ টাকা | ২,২৭,৩১৬ টাকা | ১৪,২৭,৩১৬ টাকা |
অবশ্যই দেখুন » Post Office Interest Rate: পোস্ট অফিসের নতুন সুদ! কোন স্কিমে কত সুদ দিচ্ছে দেখুন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Us |
আমাদের টেলিগ্রাম চ্যানেল | Join Us |
আমাদের ফেসবুক পেজ | Follow Us |
Google নিউজে ফলো করুন | Follow Us |
F.A.Q
রেকারিং ডিপোজিটে সুদের পরিমাণ
পোস্ট অফিস রেকারিং ডিপোজিটে সুদের পরিমাণ হল 6.7%
পোস্ট অফিস আরডি এর সুদের পরিমাণ
পোস্ট অফিসের আরডি স্কিমের সুদের পরিমাণ হলো 6.7%
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম
পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে Finance Barta ওয়েবসাইটে ভিজিট করুন।
ami post office a account khutla chai
please help me
Nice
I am interest
I am interested
Aurelio Glover