শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

পোস্ট অফিসের এই স্কিমে ৫ হাজার টাকা জমা করে পাবেন ৩ লক্ষ ৫৬ হাজার টাকা! কিভাবে একাউন্ট খুলবেন দেখে নিন।

Updated on:

By Depositing 5 Thousand Rupees in this Post Office Scheme, you will get 3,56830 Rupees: পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে যে স্কিম গুলিতে অল্প টাকা বিনিয়োগ করেও খুব ভালো রিটার্ন পাওয়া যায়। পোস্ট অফিসের ১০ টিরোও বেশি স্কিম রয়েছে তার মধ্যে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমটি গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয়। এই স্কিমে আপনি যদি ৫,০০০ টাকা করে জমা করেন তাহলে মেয়াদ শেষে অর্থাৎ ৫ বছর পর ৩ লক্ষ ৫৬ হাজার টাকা পেয়ে যাবেন। কিভাবে পোস্ট অফিসের এই স্ক্রিনে অ্যাকাউন্ট খুলবেন? কারা এই স্কিমের সুবিধা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে।

পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিম

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে আপনাকে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ৫ বছরের জন্য জমা করতে হবে, এক্ষেত্রে আপনি ৬.৭% হারে সুদ পাবেন। দেশের যেকোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি পোস্ট অফিসের এই স্কিমে একাউন্ট খুলতে পারেন এক্ষেত্রে আপনি সিঙ্গেল একাউন্ট বা আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টও খুলতে পারেন।

অবশ্যই পড়ুন: Post Office RD Scheme: পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট স্কিম! সুবিধা-অসুবিধা সমস্ত নিয়মকানুন জেনে নিন

৫০০০ টাকা জমা করে ৩ লক্ষ ৫৬ হাজার টাকা

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে আপনি যদি প্রতি মাসে ৫০০০ টাকা ৫ বছর পর্যন্ত জমা করেন তাহলে পোস্ট অফিসের এই স্কিম থেকে ৬.৭ শতাংশ হারে মোট সুদ পাবেন ৫৬ হাজার ৮৩০ টাকা। ৫ বছরে প্রতি মাসে 5000 টাকা করে জমা করলে আপনার জমা করা টাকার পরিমান হবে ৩ লাখ এক্ষেত্রে উৎসাহ আপনি সুদ সহ মোট ৩ লক্ষ ৫৬ হাজার ৮৩০ টাকা রিটার্ন পাবেন।

কিভাবে পোস্ট অফিসের RD একাউন্ট খুলবেন

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে একাউন্ট খোলার জন্য প্রথমেই আপনাকে এই স্কিমে একাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করতে হবে এরপর সে ফর্মটি সংগ্রহ করে প্রয়োজনীয় ডকুমেন্টসহ আপনার নিকটবর্তী পোস্ট অফিসে জমা করতে হবে। এই স্কিমে আবেদন করার ফর্ম ডাউনলোড করুন » Download pdf

অবশ্যই পড়ুন: Post Office RD 333: এই ভাবে পোস্ট অফিসের ৩৩৩ টাকার আরডি পরিকল্পনায় ১৭ লক্ষ টাকা রিটার্ন পাবেন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।