SBI PPF Scheme: আপনি যদি সেই সমস্ত ব্যাক্তিদের পর্যায়ে পড়েন যারা ঝুঁকি নিতে একদম পছন্দ করেন না, তাহলে স্টেট ব্যাংকের পাব্লিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিমে বিনিয়োগ করতে পারেন। এটি একটি সরকারি স্কিম হওয়ার করেন কোনো রকম ঝুঁকির ভয় থাকে না। এই স্কিমের সুদের হার, মেয়াদ এবং আপনি এতে মাত্র ৫০ হাজার টাকা জমা করে কিভাবে ৬ লাখের বেশি সুদ পাবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনে।
স্টেট ব্যাংকের পাব্লিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (SBI PPF Scheme)
স্টেট ব্যাংকের পাব্লিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিম হলো একটি দীর্ঘ্যমেয়াদী বিনিয়োগ পরিকল্পনা। এই স্কিমের মেয়াদ হল ১৫ বছরের এবং এতে ৭.১০% সুদ দেওয়া হয়। পিপিএফ এর সুদের হার প্রতি তিন মাস ছাড়া সরকার পরিবর্তন করতে পারে, আবার প্রয়োজন না হলে অপরিবর্তিত রাখতেও পারে। একজন ব্যক্তি এতে সর্বনিম্ন বছরে ৫০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। PPF-এ বিনিয়োগ করার সর্বোচ্চ সীমা হল বার্ষিক ১.৫ লাখ টাকা।
কিভাবে এতে ৬ লাখের বেশি সুদ পাবেন?
আপনি যদি স্টেট ব্যাংকের PPF স্কিমে প্রতিবছর ৫০ হাজার টাকা জমা করেন তাহলে ৬ লাখের বেশি সুদ পাবেন। বছরে ৫০,০০০ টাকা বিনিয়োগ করলে ১৫ বছরে আপনার জমা করা টাকার পরিমাণ হবে ৭.৫ লাখ টাকা এবং এর থেকে সুদ পাবেন ৬,০৬,০৭০ টাকা। অর্থাৎ মেয়াদ পূর্ণ হবার পর আপনি মোট ১৩,৫৬,০৭০ টাকা হতে পাবেন।
আরও পড়ুন » SBI FD: স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে 1 লক্ষ টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন? সুদ সহ হিসাব দেখুন।
SBI PPF Scheme এর সুবিধা
স্টেট ব্যাংকের স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল এতে আপনার টাকা সুরক্ষিত থাকবে। কারণ এই স্কিমটি সরকার দ্বারা পরিচালিত। তাছাড়া এতে আপনি কর ছাড়ের সুবিধাও পাবেন। অর্থাৎ ম্যাচিউরিটি টাকার উপর আপনাকে কোন ট্যাক্স দিতে হবে না। এতে বিনিয়োগ করা ৫ বছর পূর্ণ হওয়ার পর আপনি আপনার জমাকৃত অর্থের ৭৫% পর্যন্ত ঋণ নিতেও পারবেন।
কিভাবে বিনিয়োগ করবেন?
আপনি পাব্লিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিমে অনলাইন বা অফলাইন উভয় ভাবেই বিনিয়োগ করতে পারবেন। আপনি এতে পোস্ট অফিসে গিয়েও বিনিয়োগ করতে পারেন। তবে, যেহেতু আমরা স্টেট ব্যাংকের কথা বলছি তাই আপনাকে বিনিয়োগ করার জন্য নিকটবর্তী স্টেট ব্যাংকের শাখায় যেতে হবে। তাছাড়া আপনি এসবিআই এর YONO অ্যাপ থেকে সরাসরি অনলাইন এর মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇