Multibagger Stock: আপনি হয়তো শেয়ার বাজারে একম কিছু শেয়ার দেখেছেন যার মূল্য এক বছরের দ্বিগুণ বা চারগুণ বেড়েছে। তবে আজ আমরা যে শেয়ার সম্পর্কে জানবো এটি এক বছরের কম সময়ই ৬২ গুন বেড়েছে। এই শেয়ারের নাম হলো ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (DPIL)। এই শেয়ারে আপনি যদি ১১ মাস আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ ৬২ লক্ষ টাকা হতো। কোম্পানিটি আরও একটি নতুন অর্ডার পেয়েছে, যা নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
এক বছরে ৬২ গুন রিটার্ন দিয়েছে DPIL
আজ থেকে প্রায় ১১ মাস আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (DPIL) এর প্রতি শেয়ারের মুল্য ছিল ২৩.৩০ টাকা। যা আজ বেড়ে হয়েছে ১৪৫৯.৮০ টাকা। অর্থাৎ মাত্র ১১ মাসেই এই শেয়ার বিনিয়োগকারীদের প্রায় ৬২ গুন রিটার্ন দিয়েছে। আপনি যদি ঐ সময় এতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন তাহলে আজ প্রায় ৬২ লক্ষ টাকা হতো। ১৪ আগস্ট এই শেয়ারের মুল্য ২ শতাংশ কমে ১৪৪৫.৫০ টাকা বন্ধ হয়েছে। এটির ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হলো ১৬৪৪.৯৫ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হলো ২২.১১ টাকা। এই কোম্পানির মার্কেটক্যাপ ৭৬১৭.৩৭ কোটি টাকা।
কোম্পানিটি আরও একটি অর্ডার পেয়েছে
ভারতের প্রচানিতম কেবল এবং কন্ডাক্টর নির্মাণকারী একটি কোম্পানি ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার। এটি একটি স্মল-ক্যাপ সংস্থা। কোম্পানিটি সম্প্রতি ‘AL 59 জেব্রা কন্ডাক্টর – নিউ জেনারেশন আউয়ামিনিয়া অ্যালয় কন্ডাক্টর’ সরবরাহের জন্য লার্সেন অ্যান্ড টুব্রো কোম্পানির থেকে একটি অর্ডার পেয়েছে। GST সহ এটি মোট ৪০.১২ কোটি টাকার অর্ডার। এই কাজটি ২০২৫ সালের জুন মাসের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে।
আরও পড়ুন » Long Term Investment: এই ২ই সেক্টরে দীর্ঘমেয়াদি বিনিয়োগে পাবেন বিপুল রিটার্ন! জানালেন গণেশরাম জয়রমন।
DPIL-এর ত্রৈমাসি ফলাফলও ভালো ছিল
ডায়মন্ড পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড (DPIL) এর আয় ২০১ শতাংশ বেড়ে ২২৪ কোটি টাকা হয়েছে, যা গত বছরের একই প্রান্তিকে ছিল ৭৪ কোটি টাকা। কোম্পানির পরিচালন ফুনাফা জুন প্রান্তিকে দাড়িয়েছে ২৪ কোটি টাকা, যা গত বছর একই ত্রৈমাসিকে ১১ কোটি টাকা ছিল। কোম্পানির নিট মুনাফা গত বছর একই প্রান্তিকে ছিল ৬ কোটি টাকা, যা এই বছর ১৮০ শতাংশ বেড়ে হয়েছে ১৭ কোটি টাকা। কোম্পানিটির FY24 এর পরিচালন মুনাফা ১৭ কোটি টাকা নিট প্রফিটের সঙ্গে ৪৩ কোটি টাকায় দাড়িয়েছে। সম্পূর্ন FY24-এ কোম্পানিটি মোট রাজস্ব অর্জন করেছে ৩৪৩ কোটি টাকার।
আরও পড়ুন » Share Market এ সর্বনিম্ন কত টাকা ইনভেস্ট করতে পারবেন? ১০ টাকা থেকেও বিনিয়োগ শুরু করতে পারবেন।
দাবিত্যাগ (Disclaimer)
আমরা কোনো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) নিবন্ধিত আর্থিক উপদেষ্টা নই। এই নিবন্ধটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই বিনিয়োগ করার জন্য পরামর্শ প্রদান করে না। আপনার বিনিয়োগ সিদ্ধান্তগুলি আপনার নিজের গবেষণা এবং ঝুঁকি সহনশীলতার উপর ভিত্তি করে নিতে হবে। আপনার বিনিয়োগের ফলাফলের জন্য ফাইনান্স বার্তা কোনোভাবেই দায়ী থাকবে না।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇