Post Office RD: যখনি সুরক্ষিত বিনিয়োগের কথা আসে, তখন সবার প্রথমে পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির কথা মনে পড়ে। যে সমস্ত ব্যাক্তিরা তাদের জমাকৃত অর্থের উপর টুকুও ঝুঁকি নিতে পছন্দ করেন না, তাদের জন্য এই স্কিমগুলি বেশ ভালো। আপনি কি জানেন? পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে (Post Office RD Scheme) মাসে মাসে টাকা জমা করে ৫ বছর পর ১০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। কিভাবে করবেন জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
পোস্ট অফিসের RD স্কিম (Post Office RD Scheme)
আপনি যদি একমস্তে অনেকগুলি টাকা বিনিয়োগ করতে না পারেন, তাহলে প্রতিমাসে অল্প অল্প পরিমাণ অর্থ সঞ্চয় করেও একটি বিরাট তাহাবিল তৈরি করতে পারবেন। এরজন্য আপনাকে পোস্ট অফিসের Recurring Deposit (RD) স্কিমে বিনিয়োগ করতে হবে। এই স্কিমে আপনি প্রতিমাসে সর্বনিম্ন ১০ টাকা থেকেই বিনিয়োগ করতে পারবেন এবং সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা নেই।
বর্তমানে পোস্ট অফিসের RD স্কিমে ৬.৭০ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমের মেয়াদ হলো ৫ বছর। তবে, এর মেয়াদ পূর্ণ হবার পর আপনি আরও ৫ বছরের জন্য মেয়াদ বাড়াতে পারবেন। এটি দীর্ঘ্যমেয়াদী বিনিয়োগের জন্য বেশ ভালো পরিকল্পনা।
৫ বছরে কিভাবে ১০ লক্ষ টাকা পাবেন?
পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হার (Interest Rate) প্রতি ৩ মাস ছাড়া ছাড়া সংশোধন করে সরকার। রেকারিং ডিপোজিট (RD) স্কিমের উপর বর্তমানে ৬.৭০ শতাংশ সুদ দিচ্ছে পোস্ট অফিস। সুদটি ত্রৈমাসিকভাবে চক্রবৃদ্ধি করা হয়, যা পরিপক্কতার তারিখ পর্যন্ত গুনতে দেওয়া অর্থকে অনুমতি দেয়। আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করে ৫ বছরে কিভাবে ১০ লক্ষ টাকা পেতে চান, তাহলে আপনাকে প্রতিমাসে ১৪,০০০ টাকা বিনিয়োগ করতে হবে।
আপনি যদি পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে প্রতিমাসে ১৪,০০০ টাকা জমা করেন, তাহলে ৬.৭০ শতাংশ সুদের হার অনুযায়ী ৫ বছর পর সুদ সমিত মোট ৯,৯৯,১২২ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ, ৫ বছরে আপনি মোট ১,৫৯,১১২ টাকা সুদ পাবেন। এইভাবে আপনি পোস্ট অফিসের RD স্কিম থেকে প্রায় ১০ লক্ষ টাকা পেতে পারেন।
কিভাবে বিনিয়োগ করবেন?
আপনি নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন। এরজন্য আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে যেতে হবে। তারপর পোস্ট অফিস থেকে RD স্কিমের ফর্ম সংগ্রহ করে সেটিকে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের কপি যুক্ত করে জমা করতে হবে। বিনিয়োগ করার আগে পোস্ট অফিসের কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: Post Office NSC Scheme – পোস্ট অফিসের NSC স্কিমে ১০,০০০ টাকা বিনিয়োগ করলে কতো রিটার্ন পাবেন?
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇