Post Office Interest Rate 2024-25: বর্তমান দিনে গরিব থেকে শুরু করার মধ্যবিত্ত সকল ব্যক্তিদের টাকা সঞ্চয়ের জনপ্রিয় হয়ে উঠেছে পোস্ট অফিস। যেহেতু আগামী এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে ২০২৪-২৫ অর্থবছর তাই পোস্ট অফিসের তরফ থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত স্কিমের সুদ সম্পর্কে জানানো হয়েছে। এক্ষেত্রে ২০২৪ সালের ১লা এপ্রিল থেকে ৩০শে জুন পর্যন্ত কোন স্কিমে কত সুদ দেওয়া হবে তা নিচে দেওয়া হয়েছে।
এক্ষেত্রে প্রথমেই জানিয়ে রাখি প্রতিবছর অর্ধ বর্ষ শুরু হয় এপ্রিল মাস থেকে এবং প্রতিটি অর্থবর্ষে চারটি কোয়ার্টার হয়। এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রথম কোয়ার্টার, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় কোয়ার্টার, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তৃতীয় কোয়ার্টার এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত চতুর্থ কোয়ার্টার।
পোস্ট অফিসের সুদ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি
পোস্ট অফিসের স্কিমের সুদ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম কোয়ার্টার শুরু হচ্ছে আগামী ১লা এপ্রিল, ২০২৪ থেকে এবং প্রথম কোয়ার্টার শেষ হবে আগামী ৩০শে জুন ২০২৪ তারিখ। এক্ষেত্রে জানানো হয়েছে, ২০২৪-২৫ অর্থবছের প্রথম কোয়ার্টারে পোস্ট অফিসের স্কিম গুলির সুদের হার কোনরকম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছের শেষ কোয়ার্টারে যে সুদ দেওয়া হতো সেই সুদ ২০২৪-২৫ অর্থবছের শুরুর কোয়ার্টারে দেওয়া হবে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি এক কথায় বললে পোস্ট অফিসের স্কিমগুলির সুদের হারে কোনরকম পরিবর্তন হচ্ছে না। অফিসিয়াল নোটিফিকেশনের স্ক্রিনশট নিচে দেওয়া হয়েছে বিস্তারিত দেখে নিন।
অবশ্যই পড়ুন » Post Office RD: পোস্ট অফিসের এই স্কিমে ১৫০ টাকা করে জমা করলে ৫ বছর পর ৩ লাখ টাকা পাবেন
পোস্ট অফিসের অপরিবর্তিত সুদ
যেহেতু ২০২৪-২৫ অর্থবছরে শুরুর কোয়ার্টারে সুদের হার পরিবর্তন করা হয়নি তাই সেক্ষেত্রে ২০২৩-২৪ অর্থ বছরের সুদের হার এক নজরে দেখে নিন। ২০২৩-২৪ অর্থবছরে পোস্ট অফিসের কোন স্কিমে কত সুদ দিচ্ছে নিচের তালিকা থেকে দেখে নিন।
পোস্ট অফিস সেভিংস একাউন্ট (POSB) | 4% |
ফিক্সড ডিপোজিট (FD | 1 বছরের FD » 6.90% 2 বছরের FD » 7.00% 3 বছরের FD » 7.10% 5 বছরের FD » 7.50% |
রেকারিং ডিপোজিট (RD) | 6.70% |
মান্থলি ইনকাম স্কিম (MIS) | 7.40% |
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) | 8.20% |
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC) | 7.50% |
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) | 8.20% |
কিষান বিকাশ পত্র (KVP) | 7.50% |
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) | 7.10% |
ন্যাশেনাল সেভিংস সার্টিফিকেট (NSC) | 7.70% |
অবশ্যই পড়ুন » Post Office Scheme: ৫ বছর পর ৫ লাখ টাকা পেতে প্রতিমাসে কতো টাকা জমা করতে হবে? জেনেনিন বিস্তারিত
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇