Pradhan Mantri Jan Dhan Yojana Benefits: দেশের নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে। যার মধ্যে একটি হলো প্রধানমন্ত্রী জন-ধান যোজনা (PMJDY)। ভারতের যে সমস্ত ব্যাক্তিরা ব্যাঙ্কিং পরিষেবা থেকে বঞ্চিত, এতে তারা মৌলিক সঞ্চয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুলতে পারবেন। প্রধানমন্ত্রী জন-ধান অ্যাকাউন্ট সক্রিয় রাখার জন্য কোনো নূন্যতম ব্যালান্স বজায় রাখার প্রয়োজন নেই, আবার এতে ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধাও পাওয়া যায়। এছাড়াও আরো একাধিক সুবিধা পাবেন একদম বিনামূল্যে, যেগুলি সম্পর্কে নিচে উল্লেখ করা হয়েছে। তবে তার আগে জেনেনিন Pradhan Mantri Jan Dhan Yojana কি?
প্রধানমন্ত্রী জন-ধান অ্যাকাউন্ট (PMJDY Account)
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ আগস্ট, ২০১৪ সালে স্বাধীনতা দিবসের একটি ভাষণে প্রথম প্রধানমন্ত্রী জন-ধান যোজনার (PMJDY) ঘোষণা করেন, এবং সেই বছরেই ২৮ আগস্ট এই প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মুল্য উদ্দেশ্য হলো ব্যাঙ্কিং পরিষেবা থেকে বঞ্চিত দেশের নাগরিকদের সঞ্চয় ব্যাঙ্কিং, বিমা, রেমিট্যান্স, ক্রেডিট, পেনশন এবং আমানত অ্যাকাউন্ট সহ বিভিন্ন আর্থিক পরিষেবাগুলিতে অ্যাক্সেস প্রদান করা।
প্রধানমন্ত্রী জন-ধান অ্যাকাউন্ট হলো একটি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট (Zero Balance Account)। ২০২৪ সালের ২২ মে, পর্যন্ত প্রায় ৫২.৩০ কোটি ভারতবাসী প্রধানমন্ত্রী জন-ধান অ্যাকাউন্ট খুলেছেন, এবং এর মোট আমানত প্রায় ২,২৮,০৫৭.৪৭ কোটি টাকা। এই অ্যাকাউন্টে বিনামূল্যে একাধিক সুবিধাও প্রদান করা হয়, যেগুলির সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: PMEGP Loan – আধার কার্ড থেকে ৫০ লক্ষ টাকা লোন নিন! কেন্দ্র সরকার দেব ৩৫ শতাংশ ভর্তুকি।
PMJDY Account এর সুবিধা
প্রধানমন্ত্রী জন-ধান অ্যাকাউন্ট খুললে বিনামূল্যে ডেবিট কার্ড, বীমা এবং আরও একাধিক সুবিধা পাবেন, যেগুলি নিম্নরূপ:
- গ্রাম এবং শহর, উভয় অঞ্চলের বাসিন্ধা PMJDY Account খুলতে পারবেন।
- বেশিরভাগ ব্যাঙ্কের শাখা বা বিজনেস করেসপন্ডেন্ট আউটলেটে PMJDY অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- এতে নূন্যতম ব্যালান্স রাখার প্রয়োজন নেই, এটি একটি জিরো ব্যালান্স অ্যাকাউন্ট।
- অ্যাকাউন্টে সঞ্চয় করা টাকার উপর চক্রবৃদ্ধি সুদ পাবেন।
- প্রধানমন্ত্রী জন-ধান অ্যাকাউন্টে জমানো টাকার উপর ঋণ নিতে পারবেন।
- PMJDY অ্যাকাউন্ট হোল্ডাররা বিনামূল্যে RuPay ডেভিট কার্ড পাবেন।
- এই ডেবিট কার্ডে মাত্র ২০ টাকার বার্ষিক প্রিমিয়ামে ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা কভার পাবেন।
- এছাড়াও ৪৩৬ টাকার বার্ষিক প্রিমিয়ামে ২ লক্ষ টাকার লাইফ কভার পাবেন।
- আপনি এতে ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফ্টের সুবিধা পাবেন।
- প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা (PMJJBY), প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (PMSBY), অটল পেনশন যোজনার মত বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা এতে নিতে পারবেন।
- জাতীয় টোল ফ্রি নম্বর 1800 11 0001 এবং 1800 180 1111-এ কল করে গ্রাহক সেবা কেন্দ্রের সুবিধা পাবে।
আরও পড়ুন: PMJJBY In Bengali – প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা! যোগ্যতা, সুবিধা ও আবেদন পদ্ধতি দেখে নিন।
এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇