শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

KYC Fraud Prevention: kyc এর নামে OTP জালিয়াতি, RBI জানিয়েছে কীভাবে এটি এড়ানো যায়।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

KYC Fraud Prevention: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) বারবার কেওয়াইসি আপডেটের নামে প্রতারণা সম্পর্কে গ্রাহকদের সতর্ক করেছে। বর্তমানে এই ধরনের ঘটনার আরও বাড়ছে। তাই এবার আর মুখের কথায় নয়, আরবিআই বিনিয়োগকারীদের লোকসান এড়াতে কী কী করতে হবে, সবটাই বলে দিয়েছে। দেওয়া হয়েছে একাধিক পরামর্শ, যার মাধ্যমে মানুষ অতি সহজেই অর্থ সংক্রান্ত জালিয়াতি এড়াতে পারে।

কিভাবে প্রতারনা করা হয়

(১) গ্রাহকরা ফোন কল/এসএমএস/ইমেলের মাধ্যমে অনেক ধরনের অবাঞ্ছিত বার্তা পান, যার মাধ্যমে তাঁদের লগইন করতে এবং ব্যক্তিগত তথ্য প্রদান করতে বলা হয়।

(২) বার্তার মাধ্যমে আসা লিঙ্কগুলির মাধ্যমে তাঁদের যাচাই না করা অ্যাপগুলি ইনস্টল করার জন্যও বলা হয়।

(৩) সাধারণত, কল করে প্রতারকরা এই ধরনের কথোপকথনে এমন একটি প্রয়োজন তৈরি করে যে অন্য ব্যক্তি বুঝতে পারে না কী করা উচিত এবং কী করা উচিত নয়। তাঁরা কোনোভাবেই তা না করতে রাজি হলে অ্যাকাউন্টটি ব্লক বা ফ্রিজ করার হুমকি দেন।

(৪) এরপর বাধ্য হয়ে গ্রাহকরা প্রয়োজনীয় ব্যক্তিগত বা লগইন তথ্য প্রদান করার পরে, প্রতারকরা তাঁদের অ্যাকাউন্টে অ্যাক্সেস পায়।

আপনি কিভাবে অভিযোগ করতে পারবেন

আর্থিক সাইবার জালিয়াতির ক্ষেত্রে, জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (www.cybercrime.gov.in) বা সাইবার ক্রাইম হেল্পলাইন (1930) এর মাধ্যমে অবিলম্বে একটি অভিযোগ দায়ের করা উচিত।

অবশ্যই পড়ুন » Business Idea: কম পুঁজির এই ব্যাবসায় নেই প্রতিযোগী, ব্যাবসার শুরু করলেই লাখ লাখ টাকা আয়

কী করবেন?এই বিষয়গুলো মাথায় রাখুন

(১) আপনি যদি KYC আপডেটের জন্য কোনো অনুরোধ পান, যাচাই করতে সরাসরি ব্যাঙ্কের সাথে যোগাযোগ করুন। (২) আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ব্যাঙ্কের যোগাযোগ নম্বর বা কাস্টমার কেয়ার নম্বর পেয়ে যাবেন। (৩) সাইবার জালিয়াতির ক্ষেত্রে অবিলম্বে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে জানাতে হবে। (৪) কেওয়াইসি তথ্য আপডেট করার পদ্ধতি বা বিকল্পগুলি খুঁজে বের করতে আপনার ব্যাঙ্ক শাখার সাথেও যোগাযোগ করা উচিত।

কী করবেন না?

  1. মনে রাখবেন অ্যাকাউন্ট লগইন শংসাপত্র, কার্ডের তথ্য, পিন, পাসওয়ার্ড, ওটিপি কারও সাথে শেয়ার করবেন না।
  2. গ্রাহকদেরকে বলা হয় যে কোনো অযাচাইকৃত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো তথ্য শেয়ার করবেন না।
  3. সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মোবাইল বা ইমেলে পাঠানো সন্দেহজনক বা যাচাই না করা লিঙ্কগুলিতে ক্লিক করবেন না।

অবশ্যই পড়ুন » Bhim App Cashback: ভারত সরকারের এই অ্যাপ থেকে পাবেন ১০৫০ টাকা ক্যাশব্যক, সীমিত সময়ের জন্য এই অফার

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us