শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Gold Price: পুরো দেশ জুড়ে একই দামে বিক্রি হবে সোনা! নতুন নীতি বাস্তবায়নের পথে ভারত।

Updated on:

One Nation One Gold Rate: বর্তমানে আমাদের দেশে প্রতিটি রাজ্যে সোনার দাম ভিন্ন হয়ে থাকে। কখনো কখনো এই পার্থক্য রাজ্যভেদে অনেকটা ফারাক দেখা যায়। কিন্তু এই সমস্যা দূর করতে সরকার খুব শীঘ্রই চালু করতে চলেছে “এক দেশ এক দাম” সরকারের এই পলিসি নাম দেওয়া হয়েছে “ওয়ান ন্যাশেন ওয়ান গোল্ড রেট”। আজকের এই প্রতিবেদনে সরকার এই পলিসি বাস্তবায়িত করতে কি কি পদক্ষেপ নিয়েছে এবং এই পলিসি বাস্তবায়নের ফলে সাধারণ মানুষের কি কি সুবিধা হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ওয়ান ন্যাশেন ওয়ান গোল্ড রে

ওয়ান ন্যাশেন ওয়ান গোল্ড রেট বাস্তবায়নের কথা জানিয়েছেন সরকার এক্ষেত্রে সাধারণ মানুষসহ অধিকাংশ জুয়েলার্স এ বিষয়ে তাদের মতামত জানিয়েছেন। সাধারণ ব্যক্তি, গ্রাহক থেকে শুরু করে সমস্ত জুয়েলার্স উপকৃত হবে যদি পুরো দেশ জুড়ে একই রেটে সোনা বিক্রি হয়। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে এ বিষয়ে অফিশিয়াল বা আনুষ্ঠানিকভাবে এই নীতি বাস্তবায়নের ঘোষণা করা হয়নি আগামী সেপ্টেম্বর মাসে এ বিষয়ে সরকার ঘোষণা করতে পারে বলে জানা গিয়েছে।

আরোও পড়ুন » সোনার গহনা কিনতে চান? জুয়েলার্সরা কত টাকা মেকিং চার্জ নিয়ে থাকে উদাহরণ সহ হিসেবে দেখে নিন।

গ্রাহকদের কি কি সুবিধা হবে

দেশজুড়ে যদি “ওয়ান নেশন ওয়ান গোল্ড রেট” চালু হয় তাহলে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত নাগরিক সবারই সুবিধা হবে। এই পলিসি চালু হলে যে কোন গ্রাহক যেকোনো রাজ্য থেকে একই দামে সোনা কিনতে পারবে এক্ষেত্রে সোনার দামের স্বচ্ছতা বজায় থাকবে। সোনা কেনার সঙ্গে সঙ্গে স্বচ্ছ দামের সঙ্গে সোনা বিক্রিও করতে পারবেন যে কোনো সাধারণ ব্যক্তি। অর্থাৎ যদি প্রতি রাজ্যে সোনার দাম এক হয় তাহলে সোনার বাজারে স্বচ্ছতা আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোনার দাম সংক্রান্ত দেশজুড়ে যদি এই নীতি চালু হয় তাহলে সোনার দাম কিছুটা কমবে বলে আশা করা যায় এবং সোনার দাম একটি সাম্যবস্থায় থাকবে। এক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে সঙ্গে জুয়েলার্সরাও উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে।

অবশ্যই পড়ুন » সোনার ওজন ও বিশুদ্ধতা পরিমাপ! ১০ গ্রাম= কত ভরি সোনা? কোন ক্যারেট সোনা সবথেকে বেশি খাঁটি?

এই ধরনের তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।