Lumpsum Investment: মিউচুয়াল ফান্ডে লাম্পসাম বিনিয়োগ কি? লাম্পসাম বিনিয়োগের সুবিধা, ঝুঁকি ও বিনিয়োগ পদ্ধতি জেনে নিন

Mutual Fund Lumpsum Investment in Bengali: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা একইসঙ্গে বিভিন্ন সিকিউরিটিজ যেমন শেয়ার, বন্ড, এবং অন্যান্য সম্পদে বিনিয়োগ করা যায়। ফলে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ সরাসরি কোন স্টকে বিনিয়োগের তুলনায় অনেকটা ঝুঁকিহীন। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের দুইটি পদ্ধতি রয়েছে প্রথমত, SIP ও দ্বিতীয়ত Lumpsum Investment। আজকের প্রতিবেদনে আমরা লাম্পসাম বিনিয়োগ সম্পর্কে আলোচনা করব।
লাম্পসাম বিনিয়োগ কি?
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ SIP এর বিপরীত হল লাম্পসাম বিনিয়োগ। এসআইপিতে যেরকম প্রতি মাসে মাসে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হয় কিন্তু লাম্পসাম বিনিয়োগের ক্ষেত্রে এক সঙ্গে সম্পূর্ণ টাকা নির্দিষ্ট একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। হাতে যখন একসঙ্গে কোন জায়গা থেকে মোটা টাকা আসে তখন বিনিয়োগকারীরা লাম্পসাম বিনিয়োগ করে থাকে।
লাম্পসাম বিনিয়োগ সুবিধা সমূহ
এবার দেখে নাও যাক লাম্পসাম বিনিয়োগ কয়েকটি সুবিধা সমূহ।
- আপনি যদি সঠিক সময় লাম্পসাম বিনিয়োগ করতে পারেন তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র খুব ভালো রিটার্ন পেতে পারেন।
- লাম্পসাম বিনিয়োগের ক্ষেত্রে আপনি যদি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেন তাহলে কমপাউন্ডিং এর খুব ভালো লাভ ওঠাতে পারবেন।
- লাম্পসাম বিনিয়োগে আপনি একবার রিসার্চ করে ভালো মিউচুয়াল ফান্ডে জমা করার পর বারবার পোর্টফোলিয়েশন করার কোন ঝামেলা নেই এবং এসআইপির মতন আপনাকে প্রতিমাসেই নির্দিষ্ট টাকা জমা করা ঝামেলা পোহাতে হবে না।
লাম্পসাম বিনিয়োগ করার পদ্ধতি
মিউচুয়াল ফান্ডে এসআইপি হোক কিংবা লাম্পসাম বিনিয়োগ আপনি ব্যাংকের মাধ্যমে অফলাইনে করতে পারেন অথবা নিজে ডিম্যাট একাউন্ট ওপেন করে সরাসরি ইনভেস্ট করতে পারেন। আপনি যদি ব্যাংকের মাধ্যমে ইনভেস্ট করেন তাহলে একটু বাড়তি চার্জ পে করতে হবে কিন্তু সরাসরি নিজর নামে ডিম্যাট একাউন্ট ওপেন করে যদি ইনভেস্ট করেন তাহলে কোনরকম বাড়িতে চার্জ দিতে হয় না।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Us |
আমাদের টেলিগ্রাম চ্যানেল | Join Us |
আমাদের ফেসবুক পেজ | Follow Us |
Google নিউজে ফলো করুন | Follow Us |
Disclaimer~ শেয়ার বাজারে বিনিয়োগ হোক কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সমস্ত ক্ষেত্রে ঝুঁকির সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই বিনিয়োগ করার পূর্বে নিজের এনালাইসিস ও রিসার্চ এর মাধ্যমে এবং নিজের ঝুঁকিতে বিনিয়োগ করবেন। ফাইন্যান্স বার্তা কখনোই কোন ব্যক্তিকে শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য প্ররোচনা দেই না।