EPF Account Balance Check: মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের ২৮ কোটি মানুষকে দিল বিরাট সুখবর। যে সমস্ত ব্যাক্তিরা তাদের প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তাদের প্রতীক্ষার সময় শেষ। প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা ইপিএফ একাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইপিএফও। ভারতের প্রায় ২৮ কোটি মানুষের একাউন্টে পাঠানো হয়েছে এই টাকা। আপনি টাকা পেয়েছেন কিনা তা খুব সহজে চেক করে দেখতে পারবেন। আজকের এই নিবন্ধে আমরা জানবো ইপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পদ্ধতি।
২৮ কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন EPFO
প্রায় ২৮ কোটি মানুষের EPF অ্যাকাউন্টে ২০২২-২৩ আর্থিক বছরের সুদের টাকা ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে পাঠানো হয়েছে। মোদী সরকার EPFO-এর কোটি সদস্যের দিয়েছে বিরাট উপহার। এছাড়াও এ বছর ফেব্রুয়ারিতে ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য সুদের হার ঘোষণা করেছেন কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সংস্থা (EPFO)। গত বছর এই সুদের হার ছিল ৮.১৫ শতাংশ, যা এবারে বাড়িয়ে ৮.২৫ শতাংশ করা হয়েছে।
ইপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার পদ্ধতি
ইপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার অনেক উপায় রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে বা মোবাইলে অ্যাপ ইন্সটল করে বা এসএমএস এর মাধ্যমে ইপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন। নিচে একে একে সমস্ত পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
EPF Account Balance Check Online: অনলাইনের মাধ্যমে ইপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার জন্য আপনাকে প্রথমে অফিসিয়াল EPFO পাসবুক পোর্টালে যেতে হবে। এরপর আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে। এরপর আপনি যে ইপিএফ একাউন্ট দেখতে চান সেটি নির্বাচন করতে হবে। এরপর আপনি ভিউ পাসবুক-তে ক্লিক করে সমস্ত লেনদেন এবং ব্যালান্স দেখতে পাবেন।
Check EPF Balance On Umang App: নতুন যুগের শাসনের একীভূত মোবাইল অ্যাপ্লিকেশন হলো Umang, যা ভারত সরকার সবার চালু করা হয়েছে। উমং অ্যাপ এর মাধ্যমে ইপিএফ একাউন্টের ব্যালেন্স চেক করার জন্য প্রথমে আপনাকে অ্যাপটি ইন্সটল করতে হবে। এরপর আপটি খুলে ইপিএফও-তে যেতে হবে। এরপর আপনার UAN ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নিতে হবে। এরপর আপনি EPF ব্যালান্স দেখতে পাবেন।
আরও পড়ুন: EPFO New Rules – EPFO-র নতুন নির্দেশ! অগ্রিম ১ লক্ষ টাকা তুলতে পারবেন গ্রাহকরা।
EPF Account Balance Check By SMS: আপনার মোবাইলে যদি ইন্টারনেটের পরিষেবা না থাকে তাহলে এসএমএস এর মাধ্যমেও ইপিএফ ব্যালেন্স চেক করতে পারবেন। এর জন্য আপনার UNA এর সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর লিঙ্ক থাকা প্রয়োজন। ওই মোবাইল নম্বর থেকে 7738299899 নম্বরে এসএমএস পাঠাতে পারেন। আপনি এখানে ভাষা নির্বাচন করেতেও পারবেন। বার্তা পাঠানোর কিছু সময় পর এসএমএস এর মধ্যে EPF ব্যালান্স এর তথ্য পেয়ে যাবেন।
EPF Balance Check By Missed Call: আপনি এসএমএস এর বদলে মিসড কল এর মাধ্যমেও নিজের EPF অ্যাকাউন্ট ব্যালান্স জানতে পারেন। এর জন্যেও আপনার UNA এর সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর লিঙ্ক থাকা প্রয়োজন। ওই নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিলে SMS এর মাধ্যমে EPF ব্যালান্স এর তথ্য পেয়ে যাবেন।
আরও পড়ুন: PF Tax Rules – PF একাউন্টের টাকা তোলার সময় দিতে হবে ট্যাক্স! কোন পরিস্থিতিতে দিতে হবে জেনে নিন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇