শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Credit Card: ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন? এড়িয়ে চলুন এই ৫টি ভুল

Updated on:

উৎসবের মরশুমে কেনাকাটার জন্য ক্রেডিট কার্ড ব্যবহার বৃদ্ধি পায়। কিন্তু অযথা ভুলে ঋণের বোঝা বাড়িয়ে ফেলতে পারেন। এখানকার কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চললে আপনি আর্থিক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। 

বাজেট নির্ধারণ করুন

উৎসবের সময় কেনাকাটা করার আগে একটি বাজেট নির্ধারণ করা জরুরি। সঠিক বাজেট তৈরি না করলে, আপনি নিজের ক্রেডিট কার্ডের লিমিটের অধিক ব্যবহার করতে পারেন যা ঋণের বোঝা বাড়িয়ে দিতে পারে। 

ক্রেডিট লিমিট ব্যবহার করুন বিবেচনার সাথে

প্রতি ক্রেডিট কার্ডের একটি নির্দিষ্ট লিমিট থাকে। উৎসবের সময় এই লিমিটের ৭০ থেকে ৮০ শতাংশ ব্যবহার করা উচিত নয়। আপনার সিবিল স্কোর খারাপ হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে ঋণ নিতে সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং, ক্রেডিট লিমিটের ৩০ শতাংশের নিচে থাকুন।

বিলের সময়সীমা মনে রাখুন

প্রতি মাসে নির্দিষ্ট তারিখে ক্রেডিট কার্ডের বিল জেনারেট হয়। কেনাকাটার সময় সেই তারিখের কথা মনে রেখে চলুন। বিলের সময়সীমা মিস করলে অতিরিক্ত সুদ ও ফাইন আপনাকে দিতে হতে পারে।

আরো পড়ুন: Filpkart Axis Bank Credit Card: ফ্লিপকার্ট থেকে যেকোনো কেনাকাটায় পাবেন ৫ শতাংশ ছাড়! কিভাবে পাবেন দেখে নিন।

অতিরিক্ত কেনাকাটা এড়িয়ে চলুন

ক্রেডিট কার্ডে রিওয়ার্ড পয়েন্ট অর্জনের জন্য অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকুন। এতে ঋণের বোঝা বাড়তে পারে এবং পরবর্তীতে পরিশোধের সমস্যা হতে পারে। 

সুদের হার নিয়ে সতর্ক থাকুন

ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটা করা হলেও মাসে মাসে বিল পরিশোধের সুবিধে থাকলেও এটি সুদ সহ্য করতে হতে পারে। সুদের হার ৩০-৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। তাই, মাসে মাসে পরিশোধ করতে সচেষ্ট থাকুন এবং ঋণের বোঝা এড়িয়ে চলুন।

এই সতর্কতাগুলির মেনে চললে উৎসবের সময়ও আর্থিক সমস্যায় পড়বেন না এবং আপনার ক্রেডিট স্কোর ভালো থাকবে।

অবশ্যই পড়ুন: Credit Card: ক্রেডিট কার্ড ব্যাবহার করলে পাবেন এই ৭ টি সুবিধা! অনেকেই এগুলি জানে না

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।