ভারত সরকার বাজেট ২০২৩-‘২৪ এ মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (Mahila Samman Sevings Certificate) স্কিমটির ঘোষণা করেন। এরপর ২০২৩ সালের ১লা এপ্রিল থেকে এই স্কীমটি দেশের সমস্ত পোস্ট অফিসে চালু করা হয়। অর্থাৎ এখন থেকে আপনারা পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমা করতে পারবেন এবং মাত্র ২ বছরেই পোস্ট অফিসের এই স্কিম থেকে ২ লক্ষ টাকার বেশি রিটার্ন পেয়ে যাবেন। আজকের এই প্রতিবেদনে পোস্ট অফিসের মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমটিতে কিভাবে আবেদন করবেন? কারা এই স্কিমটিতে আবেদন করতে পারবে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (Mahila Samman Sevings Certificate)
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট হল পোস্ট অফিসের নতুন একটি স্কিম। এই স্কিমটির সূচনা হয় ১লা এপ্রিল ২০২৩ তারিখ থেকে। কেন্দ্র সরকার শুধুমাত্র মহিলাদের কথা ভেবে সূচনা করেন। পোস্ট অফিসের এই স্কিমে মহিলারা টাকা জমা করে মেয়াদ শেষ বিপুল পরিমাণ রিটার্ন পাবেন।
কারা এই একাউন্ট খুলতে পারবেন
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট নামটা শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন এই স্কিমটি শুধুমাত্র মহিলাদের জন্য। ভারতীয় যেকোন প্রাপ্তবয়স্ক বিবাহিত এবং অবিবাহিত মহিলারা পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট করতে পারেন। এছাড়াও একজন বাচ্চা মেয়ের হয়েও তার অবিভাবক পোস্ট অফিসে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই একাউন্ট শুধুমাত্র সিঙ্গল একাউন্ট হিসেবে ওপেন করতে পারবেন এক্ষেত্রে জয়েন্ট একাউন্টে সুবিধা পাবেন না।
নমিনির সুবিধা
পোস্ট অফিসের এই স্কিমে নমিনির সুবিধা রয়েছে। একাউন্ট হোল্ডারের দুর্ঘটনাবশত মৃত্যুর ফলে সেই টাকা তার নমিনি পেয়ে যাবে। ১৮ বছরের উপরে আপনি যে কাউকে নমিনি রাখতে পারেন এবং আপনি চাইলে কোন বাচ্চাকেও নমিনি হিসেবে রাখতে পারেন, এক্ষেত্রে বাচ্চা যদি অ্যাকাউন্ট থেকে টাকা তোলা সম্পর্কে না জেনে থাকে তাহলে একজন এপয়েন্টমেন্ট রাখতে পারেন। এবং পোস্ট অফিসের এই স্কিমে আপনি যদি নমিনি না করেন তাহলে আপনার বংশ পরম্পরায় যে উত্তরাধিকার রয়েছে মেয়াদ শেষে সেই আপনার সমস্ত টাকা পেয়ে যাবে।
টাকা জমার পরিমাণ
আপনি যদি পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমা করতে চান তাহলে আপনার অবশ্যই জেনে নেওয়া দরকার যে পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমা করার একটি সীমা রয়েছে। পোস্ট অফিসের জনপ্রিয় এই স্কিমে আপনি সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন।
একসঙ্গে কতগুলো একাউন্ট খুলতে পারবেন
পোস্ট অফিসের এই স্কিমে আপনি যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারবেন। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন সব একাউন্ট মিলে আপনার জমা করে টাকার পরিমান ২ লক্ষ টাকার নিচে হতে হবে। একের বেশি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটি শর্ত রয়েছে, একটি অ্যাকাউন্ট খোলার ৩ মাস পরে আপনি আর একটি একাউন্ট খুলতে পারবেন।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এর আবেদন পত্র ডাউনলোড করুন » Download PDF
সুদের পরিমাণ
পোস্ট অফিসের মহিলা সম্মান সেভিংস স্কিমে বর্তমান ইন্টারেস্ট রেট হল ৭.৫ শতাংশ। এই ইন্টারেস্ট রেট প্রত্যেক কোয়ার্টারে হিসাব করা হয় এবং বছরের শেষে দেওয়া হয়।
অবশ্যই দেখুন » Post Office Interest Rate: পোস্ট অফিসের নতুন সুদ! কোন স্কিমে কত সুদ দিচ্ছে দেখুন।
মেয়াদের সময়সীমা
পোস্ট অফিসের এই স্কিমে মেয়াদের সময়সীমা হল মাত্র ২ বছর। অর্থাৎ আপনি পোস্ট অফিসের এই স্কিমে যেদিন অ্যাকাউন্ট ওপেন করবেন তার থেকে দু বছর পর আপনি আপনার সুদ-সহ জমা টাকা ফেরত পাবেন।
প্রিম্যাচিউর ক্লোজের সুবিধা
পোস্ট অফিসের জনপ্রিয় এই স্কিমে আপনি প্রিম্যাচিউর ক্লোজ করতে পারবেন অর্থাৎ মেয়াদের আগেই টাকা তুলে নিতে পারবেন। এক্ষেত্রে ৬ মাস পর আপনি যেকোনো কারণবশত আপনার একাউন্ট থেকে চাইলে টাকা তুলে দিতে পারেন। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন যতদিন পর্যন্ত আপনি টাকা জমা করবেন ওই সময়ের জন্য ৫.৫ শতাংশ হারে সুদ পাবেন।
এক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের যদি মৃত্যু হয় বা অ্যাকাউন্ট হোল্ডার কোনো বিশেষ রোগে আক্রান্ত হয় তাহলে যে কোন সময় এই স্কিম ভাঙ্গিয়ে টাকা তুলে নিতে পারবেন। এই দুই ক্ষেত্রে প্রিম্যাচিউর ক্লোজ করলে ৭.৫ শতাংশ হারেই সুদ পাবেন। অ্যাকাউন্ট খোলার যতদিন পর প্রিম্যাচিউর ক্লোজ করবেন সেই সময়কালের সুদ এবং জমা করা টাকা সুদসহ ফেরত পাবেন।
অবশ্যই পড়ুন » Post Office -এর এই স্কিমে স্বামী-স্ত্রী একসাথে অ্যাকাউন্ট খুলে টাকা রাখলে প্রতি মাসে পাবেন 9,000 টাকা।
কত টাকা জমা করলে কত টাকা সুদ পাবেন দেখে নিন
পোস্ট অফিসের মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমটিতে আপনি ২ বছরের জন্য কত টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন দেখেনিন তার সম্পূর্ণ তালিকাটি।
জমা করা টাকার পরিমান | সুদের পরিমাণ | মেয়াদ শেষে সুদ সহ কত টাকা রিটার্ন পাবেন |
---|---|---|
১০,০০০ টাকা | ১,৬০২ টাকা | ১১,৬০২ টাকা |
৫০,০০০ টাকা | ৮,০১১ টাকা | ৫৮,০১১ টাকা |
১,০০,০০০ টাকা | ১৬,০২২ টাকা | ১,১৬,০২২ টাকা |
১,৫০,০০০ টাকা | ২৪,০৩৩ টাকা | ১,৭৪,০৩৩ টাকা |
২,০০,০০০ টাকা | ৩২,০৪৪ টাকা | ২,৩২,০৪৪ টাকা |
মিস করবেন না » Post Office – পোস্ট অফিসের ধামাকা স্কিম মাত্র ৫ বছরে টাকা ডবল, সুদের হার ১৩.৬%। সঙ্গে ১ লাখ টাকা বাড়তি পাবেন
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇
আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ | Join Us |
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল | Follow Us |
আমাদের টেলিগ্রাম চ্যানেল | Join Us |
আমাদের ফেসবুক পেজ | Follow Us |
Google নিউজে ফলো করুন | Follow Us |
Mahila Samman Sevings Certificate F.A.Q
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম কি?
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট হল পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম। এই স্কিমে মহিলারা টাকা জমা করে খুব ভালো রিটার্ন পেতে পারে।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বর্তমান সুদের পরিমাণ
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বর্তমান সুদের পরিমাণ হলো ৭.৫ শতাংশ।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট এ কত টাকা জমা করতে পারবেন
মহিলা সমান সার্টিফিকেটে আপনি সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন
Eai skim ti sob jelai aache ki
হ্যাঁ
Very good
Tax benifited !
I am interested.