শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

LokSabha Election Results 2024: ফলাফল প্রকাশের সময়! কোথা থেকে রেজাল্ট দেখবেন? বিস্তারিত জেনে নিন।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Lok Sabha election 2024 Result: ২০২৪ সালের লোকসভা ভোটের প্রথম ভোটগ্রহণ শুরু হয়েছিল গত ১৯শে এপ্রিল থেকে এরপর প্রায় ১ মাস ধরে সপ্তম দফার মধ্য দিয়ে এবারের ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে গত ১ই জুন। এবারে দেশ জুড়ে মোট ৫৪৩ টি এবং রাজ্য জুড়ে মোট টি আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এক্সিট পোলের রেজাল্ট, সেই রেজাল্ট দেখে সবারই চক্ষু চড়কগাছ। এবার আজকেই সেই মহেন্দ্র ক্ষন আজকেই ঘোষণা করা হবে ২০২৪ সালের লোকসভা ভোটের রেজাল্ট (lok sabha election result)। কখন থেকে ভোট গণনা শুরু হবে? কখন সম্পূর্ণ রেজাল্ট প্রকাশ করা হবে? এবং কোথা থেকে দেখবেন? বিস্তারিত জেনে নিন।

লোকসভা ভোট ফলাফলের তারিখ

ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে আজ অর্থাৎ ৪ই জুন, ২০২৪ মঙ্গলবার এবারের লোকসভা ভোটের ফলাফল প্রকাশ করা হবে। জানিয়ে রাখি, গত ২ই জুন রবিবার অরুণাচল প্রদেশ এবং সিকিম রাজ্যের ভোট গণনার কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। 

লোকসভা ভোট ফলাফলের সময়

সাধারণ নির্বাচনের পাশাপাশি রাজ্য নির্বাচনে ভোট গণনা শুরু হবে আজ সকাল ৮ টা থেকে। এবং শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত ভোট গণনার কাজ চলবে। এক্ষেত্রে আশা করা যাচ্ছে আজ সন্ধ্যে নাগাদ ২০২৪ সালের লোকসভা (lok sabha) ভোটের সম্পূর্ণ গণনার কাজ সম্পন্ন হবে।

মিস করবেন না » Indian Stock Market: স্টক মার্কেটে রেকর্ড ভাঙবে ভোটের রেজাল্টের দিন! জানালেন মোদি সরকার। ‌

কিভাবে নির্বাচনের লাইভ রেজাল্ট চেক করবেন 

২০২৪ সালের লোকসভা ভোটের লাইভ রেজাল্ট(lok sabha result) আপনি একাধিক উপায়ে চেক করতে পারবেন। 

  • এক্ষেত্রে লাইভ এবং আসল রেজাল্ট দেখতে পারবেন আপনি নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই। 
  • এছাড়া আপনি নির্বাচন কমিশনের ভোটার হেল্পলাইন আ্যপের মাধ্যমেও লাইভ রেজাল্ট চেক করতে পারবেন। 
  • এছাড়াও আপনি দেশের শীর্ষ স্থানীয় নিউজ চ্যানেলগুলি থেকেও রেজাল্ট চেক করতে পারবেন।

নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করার ডাইরেক্ট লিংক » results.eci.gov.in

অবশ্যই পড়ুন » BJP Manifesto: লোকসভা ভোটে BJP-এর প্রতিশ্রুতি! সাধারণ নাগরিক থেকে মহিলা এবং পড়ুয়া সকলেই পাবে একাধিক সুবিধা।

এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us