শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

LIC Jeevan Anand Plan: প্রতিদিন ৪৫ টাকা জমা করে পাবেন ২৫ লক্ষ টাকা! সম্পূর্ণ হিসেব দেখে নিন 

Updated on:

LIC Jeevan Anand Plan Details in Bengali: ইন্সুরেন্সের কথা উঠলে সবার প্রথমে আসে LIC (Life Insurance Corporation) এর কথা। লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন বা এলআইসি দেশের মধ্যে বীমা প্রদানকারী সংস্থাগুলির মধ্য সবচেয়ে বেশি জনপ্রিয়। গ্রাম থেকে শহরে সর্বত্রই রয়েছে এলাইসি এর শাখা এবং এলআইসি এজেন্ট। তাই আপনি খুব সহজেই এলআইসির যেকোনো ইন্সুরেন্স প্ল্যানের সুবিধা নিতে পারবেন।

এলআইসি এর বিমা পলিসিগুলোতে নিরাপত্তার সাথে সাথে খুব ভালো রিটার্ন পাওয়া যায়। এলআইসির একাধিক ইন্সুরেন্স প্ল্যান রয়েছে তার মধ্যে জনপ্রিয় একটি  ইন্সুরেন্স প্ল্যান হল LIC জীবন আনন্দ প্লান। আপনি LIC এর ইন্সুরেন্স প্ল্যানে প্রত্যেকদিন ৪৫ টাকা করে জমা করে 25 লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ পেতে পারেন। আজকের এই প্রতিবেদনে LIC এর জনপ্রিয় পলিসি কোথায় এনআইসি জীবন আনন্দ পলিসি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

এলআইসি জীবন আনন্দ পলিসি (LIC Jeevan Anand Plan)

এলআইসি এর জীবন আনন্দ পলিসি গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় কারণ এই পলিসিতে কম প্রিমিয়ামেই উচ্চ রিটার্ন পাওয়া যায়। এলআইসি এর এই পলিসিতে আপনি যদি প্রতিদিন ৪৫ টাকা করে জমা করেন তাহলে ২৫ লক্ষ টাকা বীমা কভারেজ পেয়ে যাবেন। এটি একটি দীর্ঘ মেয়াদী টার্ম ইন্সুরেন্স প্ল্যান। এই ইন্সুরেন্স প্ল্যিনে আপনাকে ১৫ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত টাকা বিনিয়োগ করতে হবে। আপনি যদি প্রতিদিন ৪৫ টাকা করে ৩৫ বছরের জন্য নিয়োগ করেন তাহলে ২৫ লক্ষ টাকা পেতে পারেন। 

আরোও পড়ুন » LIC Policy: প্রতিদিন ৩০ টাকা জমিয়ে পাবেন ৪ লক্ষ টাকা! এলআইসির এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানুন

এলআইসি জীবন আনন্দ পলিসির মধ্যে কি কি সুবিধা পাবেন 

এটি একটি টার্ম ইন্সুরেন্স প্ল্যান তাই পলিসি হোল্ডারকারী ব্যক্তি যদি মারা যান তাহলে নামিনি এই ইন্সুরেন্স প্ল্যানের কভারেজের টাকা পাবে। এক্ষেত্রে কোনরকম করের সুবিধা পাবে না গ্রাহকরা। 

২৫ লক্ষ টাকা বীমা কভারেজ 

আপনি যদি এলআইসি এর এই প্ল্যানে প্রতিদিন ৪৫ টাকা করে জমা করেন তাহলে বছরে ৩৬৫ দিনে আপনাকে মোট ১৬৩০০ টাকা জমা করতে হবে। ৩৫ বছর পর্যন্ত জমা করেন তাহলে আপনার জমা করে টাকার প্রয়োজন হলো ৫ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা। 

মেয়াদোত্তীর্ণ হলে  ৮ লক্ষ ৬০ হাজার টাকার রিভিশনারি বোনাস এবং ১১ লক্ষ ৫০ হাজার লাখ টাকার চূড়ান্ত বোনাস পাবেন। এই বোনাসের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই আপনার পলিসি ন্যূনতম ১৫ বছরের হতে হবে। 

অবশ্যই পড়ুন » আপনি কি LIC তে টাকা জমা করেছেন? তাহলে অবশ্যই জেনে নিন LIC আপনার জমানো টাকা দিয়ে কি করে?

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।