শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Gold Rate in India: সোনায় বিনিয়োগ করতে চান! দেখে নিন বিগত ৫০ বছরের বেশি সময় ধরে সোনার দাম

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Last 60 years Gold Rate in India: দিনের পর দিন দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে সোনার মূল্য, তাই এই সময় আপনি যদি সোনাই বিনিয়োগ করেন তাহলে ভবিষ্যতে খুব ভালো রিটার্ন পাবেন। আপনি কি সোনায় বিনিয়োগ করবেন বলে ভাবছেন। বিগত ৫০ থেকে ৬০ বছর আগে সোনার দাম কি ছিল এবং আজকে দাঁড়িয়ে সোনার দাম কত হয়েছে‌ সমস্ত কিছু বিচার বিবেচনা করে সোনায় বিনিয়োগ আপনার জন্য নিরাপদ এবং নির্ভরযোগ্য হবে।

ভারতে ১০ গ্রাম সোনার মূল্য

এবার দেখে নেওয়া যাক ভারতে বিগত ৬০ বছর ধরে সোনার মূল্য কত টাকা ছিল। এক্ষেত্রে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার মূল্য আলোচনা করা হয়েছে। নিচের তালিকাটিতে ১৯৬৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আমাদের দেশ ভারতে কোন সালে সোনার কত দাম ছিল সমস্ত কিছু আলোচনা করা হয়েছে

অবশ্যই পড়ুন » Gold Purity Test: এই 3 উপায়ে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করুন, সোনা কেনার আগে অবশ্যই দেখুন।

সালসোনার দাম
১৯৬৪৬৩.২৫ টাকা
১৯৬৫৭১.৭৫ টাকা
১৯৬৬৮৩.৭৫ টাকা
১৯৬৭১০২.৫০ টাকা
১৯৬৮১৬২ টাকা
১৯৬৯১৭৬ টাকা
১৯৭০১৮৪ টাকা
১৯৭১১৯৩ টাকা
১৯৭২২০২ টাকা
১৯৭৩২৭৮ টাকা
১৯৭৪৫০৬ টাকা
১৯৭৫৫৪০ টাকা
১৯৭৬৪৩২ টাকা
১৯৭৭৪৮৬ টাকা
১৯৭৮৬৮৫ টাকা
১৯৭৯৯৩৭ টাকা
১৯৮০১,৩৩০ টাকা
১৯৮১১,৬৭০ টাকা
১৯৮২১,৬৪৫ টাকা
১৯৮৩১,৮০০ টাকা
১৯৮৪১,৯৭০ টাকা
১৯৮৫২,১৩০ টাকা
১৯৮৬২,১৪০ টাকা
১৯৮৭২,৫৭০ টাকা
১৯৮৮৩,১৩০ টাকা
১৯৮৯৩,১৪০ টাকা
১৯৯০৩,২০০ টাকা
১৯৯১৩,৪৬৬ টাকা
১৯৯২৪,৩৩৪ টাকা
১৯৯৩৪,১৪০ টাকা
১৯৯৪৪,৫৯৮ টাকা
১৯৯৫৪,৬৮০ টাকা
১৯৯৬৫,১৬০ টাকা
১৯৯৭৪,৭২৫ টাকা
১৯৯৮৪,০৪৫ টাকা
১৯৯৯৪,২৩৪ টাকা
২০০০৪,৪০০ টাকা
২০০১৪,৩০০ টাকা
২০০২৪,৯৯০ টাকা
২০০৩৫,৬০০ টাকা
২০০৪৫,৮৫০ টাকা
২০০৫৭,০০০ টাকা
২০০৭১০,৮০০ টাকা
২০০৮১২,৫০০ টাকা
২০০৯১৪,৫০০ টাকা
২০১০১৮,৫০০ টাকা
২০১১২৬,৪০০ টাকা
২০১২৩১,০৫০ টাকা
২০১৩২৯,৬০০ টাকা
২০১৪২৮,০০৬.৫০ টাকা
২০১৫২৬,৩৪৩ টাকা
২০১৬২৮,৬২৩.৫০ টাকা
২০১৭২৯,৬৬৭.৫০ টাকা
২০১৮৩১,৪৩৮ টাকা
২০১৯৩৫,২২০ টাকা
২০২০৪৮,৬৫১ টাকা
২০২১৪৮,৭২০ টাকা
২০২২৫৬,০০০ টাকা
২০২৩৬১,১০০ টাকা
২০২৪৬৮,০০০ টাকা
Gold Rate in India [*Source » BankBazzar*]

উপরের তালিকা থেকে সহজেই দেখলেন বিগত ১০ বছরে সোনার মূল্য ডাবল এর থেকেও বেশি হয়েছে এবং বিগত কুড়ি বছরে সোনার মূল্য প্রায় ১২ গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। তাই আপনি যদি এখন সোনা কিনে রাখেন এবং সেটি ১০ বছর কিংবা ২০ বছর পর বিক্রি করেন তাহলে আপনি বিপুল রিটার্ন পাবেন।

অবশ্যই পড়ুন » Gold Price in Kolkata: জেনে নিন আমাদের রাজ্যে সোনার মূল্য! কলকাতাতে সোনার দাম কত দেখে নিন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us