শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Kolkata Sonar Dam koto aaj ke: কলকাতায় সোনার দাম আজ কত! সোনা কেনার আগে অবশ্যই জেনে রাখুন।

Updated on:

Kolkata Sonar Dam koto aaj ke: ভবিষ্যতের জন্য সঞ্চয় হোক বা অলংকার সোনা কেনার চাহিদা রয়েছে সকালেরই। সোনার দাম বাড়লে যে রকম দুশ্চিন্তায় পড়েন সাধারণ গ্রাহকরা, সেরকমই সোনার দাম কমলে ভিড়ে ঠাসা থাকে সোনা দোকানগুলো। সম্প্রতি বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামন সোনা ও রুপোর থেকে সামান্য কর তুলে নেওয়ার ঘোষণা করেন। এর ফলে বাজেটের পর থেকে কমতে শুরু করে সোনার দাম। কিন্তু আগস্টের শুরুতেই আবার ঊর্ধ্বমুখী সোনার দাম। আজকের এই প্রতিবেদনে কলকাতাতে বর্তমান সোনার দাম কত চলছে এ নিয়ে আলোচনা করা হয়েছে।

কলকাতায় সোনার দাম আজ কত (Kolkata Sonar Dam koto aaj ke Today)

আজকের এই প্রতিবেদনে ১৮ ক্যারেট, ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার ৩১ শে জুলাই এবং ১লা আগস্ট ২০২৪ এর দাম নিয়ে আলোচনা করা হয়েছে। এই সময় আপনি যদি সোনা কিনতে চান তাহলে অবশ্যই সোনার দাম জেনে নেওয়া জরুরি।

১৮ ক্যারেট সোনার দাম 

১ই আগস্ট এবং ৩১শে জুলাই ১৮ ক্যারেট সোনার মূল্য 1 গ্রাম থেকে ১০০ গ্রামে কত ছিল সেটি নিচে দেওয়া হয়েছে।।

সোনার পরিমাণ (গ্রাম)বৃহস্পতিবার (০১.০৮.২০২৪)বুধবার (৩১.০৭.২৯২৪)
১ গ্রাম৫,২৭৮ টাকা৫,২৩৭ টাকা
৮ গ্রাম৪২,২২৪ টাকা৪১,৮৯৬ টাকা
১০ গ্রাম৫২,৭৮০ টাকা৫২,৩৭০টাকা
১০০ গ্রাম৫২,২৭,৮০০টাকা৫২,৩৭,০০টাকা

২২ ক্যারেট সোনার দাম

গত বৃহস্পতিবার এবং বুধবার তথা ১লা আগস্ট ২০২৪ এবং ৩১ শে জুলাই ২০২৪ ২২ ক্যারেট সোনার মূল্য ১ গ্রাম থেকে শুরু করে ১০০ গ্রামের দেওয়া হয়েছে নিচর তালিকাতে।

সোনার পরিমাণ (গ্রাম)বৃহস্পতিবার (০১.০৮.২০২৪)বুধবার (৩১.০৭.২৯২৪)
১ গ্রাম৬,৪৫০ টাকা৬,৪০০ টাকা
৮ গ্রাম৫১,৬০০ টাকা৫১,২০০ টাকা
১০ গ্রাম৬৪,৫০০টাকা৬৪,০০০ টাকা
১০০ গ্রাম৬৪,৫০,০০ টাকা৬৪,০০,০০ টাকা

আরোও পড়ুন » Gold Investment: আগামী ২০৩০ সালে সোনার দাম হবে আকাশছোঁয়া! বিশেষজ্ঞরা কি পরামর্শ দিচ্ছেন দেখে নিন।

২৪ ক্যারেট সোনার দাম

গত বৃহস্পতিবার এবং বুধবার তথা ১লা আগস্ট ২০২৪ এবং ৩১ শে জুলাই ২০২৪ ২৪ ক্যারেট সোনার মূল্য ১ গ্রাম থেকে শুরু করে ১০০ গ্রামের দেওয়া হয়েছে নিচর তালিকাতে।

সোনার পরিমাণ (গ্রাম)বৃহস্পতিবার (০১.০৮.২০২৪)বুধবার (৩১.০৭.২৯২৪)
১ গ্রাম৭,০৩৬ টাকা৬,৯৮২ টাকা
৮ গ্রাম৫৬,২৮৮ টাকা৫৫,৮৫৬ টাকা
১০ গ্রাম৭০,৩৬০ টাকা৬৯,৮২০ টাকা
১০০ গ্রাম৭০,৩৬,০০ টাকা৬৯,৮২,০০০ টাকা

অবশ্যই পড়ুন » Gold Investment: সোনা কিনলে ব্যাঙ্কের FD-র থেকে দ্রুত টাকা বাড়বে! ১ বছরের মুনাফা শুনলে চমকে উঠবেন

এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।