শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Joint account Benifits: স্ত্রীর সঙ্গে মিলে যৌথ অ্যাকাউন্ট খুলবেন? কী কী সুবিধা মিলবে জেনে নিন

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

যৌথ বা জয়েন্ট অ্যাকাউন্ট এক প্রকার ব্যাংক বা ব্রোকারেজ অ্যাকাউন্ট। যা মূলত দুই বা তার বেশি ব্যাক্তি মিলে খুলে থাকে। সাধারণত স্বামী স্ত্রী, ব্যবসার পার্টনার কিংবা একাধিক আত্মীয় মিলিত ভাবে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করে। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে যেখানে বেশিরভাগ মানুষই নিজের আর্থিক বিষয়গুলি গোপন রাখতে চায়, সেদিক থেকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধাগুলি কী? আসুন আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক-

জয়েন্ট অ্যাকাউন্ট রেগুলার ব্যাংক অ্যাকাউন্টগুলির মতোই কাজ করে। যেখানে দুই বা তার বেশি সংখ্যক ব্যাক্তি যুক্ত থাকতে পারে। এই জয়েন্ট অ্যাকাউন্ট স্থায়ী ভাবে রাখা যেতে পারে। এই অ্যাকাউন্ট দম্পত্তির জন্য বিশেষত উপকারী। জয়েন্ট অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে চেকিং, সেভিংস অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড এবং লাইন অফ ক্রেডিট ইত্যাদি। জয়েন্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা সকল ব্যাক্তিরা সমান ভাবে অর্থপ্রদান, ফি প্রদান বা টাকা তোলার অনুমোদন পায়।

একক অ্যাকাউন্টের মতো জয়েন্ট অ্যাকাউন্ট খোলা খুব সহজ। জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সময় উভয় ব্যাক্তিকে ব্যাংকে উপস্থিত থাকতে হবে। ভারতের বিভিন্ন ব্যাংক থেকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এর মধ্যে রয়েছে এইচডিএফসি, উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, ইয়েস ব্যাংক, কোটাক মহান্দ্রি ব্যাংক, আরবিএল ব্যাংক, ডিবিএস, আইডিএফসি ফাস্ট ব্যাংক।

আরোও পড়ুন » Sevings Account: সেভিংস একাউন্টের 4 টি নিয়ম! ব্যাংক একাউন্ট থাকলে প্রত্যেকের জানা দরকার এই নিয়মগুলি সম্পর্কে

জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করার সুবিধাগুলি কী কী?

  • জয়েন্ট অ্যাকাউন্ট খুললে দম্পত্তি বা একাধিক অ্যাকাউন্টধারী একসঙ্গে টাকার খরচ বা জমানোর সিদ্ধান্ত নিতে পারে।
  • জয়েন্ট অ্যাকাউন্টে থাকা প্রত্যেকটি অ্যাকাউন্টধারীর ফান্ড এক্সসেস করার সমান অধিকার থাকবে।
  • সাধারণ বা একক সেভিংস অ্যাকাউন্টের তুলনায় জয়েন্ট অ্যাকাউন্টে বেশি সুদ পাওয়া যায়।
  • দুই ব্যাক্তির মধ্যে টাকা আদান প্রদান আরও সহজ হয়ে ওঠে। যে কারণে ব্যবসার পার্টনার যৌথ অ্যাকাউন্ট খুলে থাকে।
  • সাংসারিক খরচের বা সঞ্চয়ের হিসাব রাখার জন্য যৌথ অ্যাকাউন্ট বিশেষ গুরুত্বপূর্ণ।
  • জয়েন্ট অ্যাকাউন্টে চেক বুক, ক্রেডিট কার্ড ইত্যাদি অতিরিক্ত সুবিধাগুলি পাওয়া যায়।

অবশ্যই পড়ুন » Minimum Balance: ব্যাংক অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স না থাকলে কাটা হবে ফাইন! জরুরী নির্দেশিকা RBI এর।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us