শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Jio BP Dealership: এইভাবে Jio-র পেট্রোল পাম্প খুলে আয় করুন, ৩৫০০টি নতুন পেট্রোল পাম্প খুলবে জিও

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Jio BP Petrol Pump Dealership 2024 Apply Online: ভারতে ৩টি সরকারি কোম্পানি রয়েছে, যারা পেট্রোল পাম্প খোলার লাইসেন্স প্রদান করে। লাইসেন্স এর সমস্ত কাজ সরকারি সংস্থান দ্বারায় করা হয়। তবে আপনি প্রাইভেট কোম্পানির ফ্র্যাঞ্চাইজ নিয়েও পেট্রোল পাম্প খুলে আয় করতে পারেন। ভারতে অনেক পেট্রোল পাম্প এর প্রাইভেট কোম্পানি রয়েছে। কিন্তূ আজ আমরা Jio-র পেট্রোল পাম্প খোলার জন্য কিভাবে আবেদন করতে হবে এই বিষয়ে জানবো। কারণ Jio BP ভারতে আরও ৩৫০০টি নতুন পেট্রোল পাম্প খুলবে বলে সোনা যাচ্ছে। আপনি সেখানে চার্জিং পয়েন্টও লাগাতে পারবেন।

Jio-র পেট্রোল পাম্প খুলে আয় করুন 

নিজের পেট্রোল পাম্প খুলে আপনি যদি প্রতিমাসে মোটা টাকা আয় করতে চান, তাহলে আপনার জন্য একটি বড়ো সুযোগ রয়েছে। Jio BP ভারতে আরও ৩৫০০টি নতুন পেট্রোল পাম্প খোলার কথা ভাবছে। আপনি Jio BP-র ফ্র্যাঞ্চাইজ নিয়ে পেট্রোল পাম্প খুলতে পারবেন। Jio BP ডিলারশিপ এর জন্য আপনি অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কি কি শর্তাবলী মানতে হবে? এবং কিভাবে আপনি আবেদন করবেন? এই বিষয়ে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। 

Jio BP ডিলারশিপ এর শর্তাবলী 

Jio BP ডিলারশিপ এর জন্য আবেদন করতে আপনাকে বেশকিছু শর্তাবলী মানতে হবে। যেগুলি নিম্নরূপ: 

  • আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাস হতে হবে (আরও উচ্চ শিক্ষিত হলে ভালো হয়)।
  • হাইওয়েতে হলে ৩০০০ বর্গফুট, অন্যান্য সড়কে হলে ২০০০ বর্গফুট বা কোনো শহরে হলে ১২০০ বর্গফুট জায়গা থাকতে হবে।
  • মালিকানা / ইজারা অধিকারের সমর্থনে জমির নথির অনুলিপি এবং মাত্রা সহ প্রস্তাবিত জমির স্কেচ/সাইট ম্যাপ থাকতে হবে।
  • বিনিয়োগ করার জন্য প্রায় ২ কোটি টাকা প্রয়োজন হবে (রাজ্য অনুযায়ী কমবেশি হতে পারে)। 

Jio BP ডিলারশিপ এর জন্য আবেদন করার মূল শর্তাবলীগুলো উপরে উল্লিখিত রয়েছে। এছাড়াও আরো বিস্তারিত জানতে Jio BPএর অফিসিয়াল ওয়েবসাইট https://www.jiobp.com-তে যাতে পারেন। 

আরও পড়ুন: Buisness Idea – ওষুধের দোকান খোলে আয় করুন, কেন্দ্রীয় সরকার করবে সাহায্য।

Jio BP ডিলারশিপ অনলাইন আবেদন করার পদ্ধতি (Jio BP Petrol Pump Dealership 2024 Apply Online) 

আপনি বাড়িতে বসে খুব সহজেই ল্যাপটপ/কম্পিউটার বা আপনার স্মার্ট ফোনের মাধ্যমে অনলাইনে Jio BP ডিলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে। 

  • প্রথমে jiobp.com-তে যান এবং Partner বিকল্পে ক্লিক করুন।
  • এরপর আপনি ডিলারশিপ এর জন্য ৩টি বিকল্প দেখতে পাবেন।
  • শুধু পেট্রোল পাম্প, চার্জিং পয়েন্ট সহ পেট্রোল পাম্প এবং পেট্রোল বা ডিজেল বিক্রেতার ডিলারশিপ এর  বিকল্প।
  • আপনি আপনার পছন্দের বিকল্পে ক্লিক করুন।
  • এরপর Apply Online-তে ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে যে ফর্ম টিআসবে, সেটি সঠিকভাবে পূরণ করুন।
  • এরপর প্রয়োজনীয় নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করুন।
  • সর্বশেষে আবেদনটি সাবমিট করুন এবং আবেদন রশিদটি প্রিন্ট/সংরক্ষিত করে রাখুন।

আরও পড়ুন: Business Idea – মাসে মাসে পাবেন ৫০০০০ টাকা! মাত্র ২০০০০ টাকার এই মেশিন দিয়ে শুরু করুন ব্যাবসা।

উপসংহার 

আপনি যদি প্রতিমাসে মোটা টাকা আয় করার জন্য পেট্রোল পাম্প খুলতে চান, তাহলে Jio BP ডিলারশিপ এর জন্য আবেদন করতে পারেন। আপনি jiobp.com-তে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার শর্তাবলী এবং আবেদন করার পদ্ধতি উপরে উল্লিখিত রয়েছে।

আরও পড়ুন: Business Idea – কম খরচে এইভাবে শুরু করুন প্যাকিং ব্যবসা, প্রতি মাসে প্রচুর আয় করবেন আপনিও।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us