শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

LPG Gas: এই কাজ না করলে ১ জুন থেকে গ্যাস সংযোগ এবং ভর্তুকি বন্ধ হয়ে যাবে!

Photo of author

By Joydeep

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

LPG Gas: সমস্ত এলপিজি গ্যাস ধারকদের জন্য একটি বিরাট খবর। ১ জুন এর আগে তাদের করতে হবে একটি গুরুত্বপূর্ন কাজ। পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক এই সংক্রান্ত আদেশ জারি করে সতর্ক করলেন সমস্ত LPG গ্রাহকদের। নইলে গ্যাস ভর্তুকি তো বন্ধ হবেই, সঙ্গে গ্যাস সংযোগও বন্ধ হয়ে যাবে। কোন্ কোন্ ব্যাক্তিদের করতে হবে এই কাজ? এবং কিভাবে করবেন? এই নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ন প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

১ জুন থেকে গ্যাস সংযোগ এবং ভর্তুকি বন্ধ হয়ে যাবে 

যে সমস্ত LPG গ্যাস ধারক এখনো পর্যন্ত E-Kyc করেনি তাদের যত তাড়াতাড়ি সম্ভব এটি করার নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক। ই-কেওয়াইসি করার শেষ তারিখ হলো ৩১ মে, ২০২৪। আপনি যদি এই তারিখের মধ্যে  E-Kyc না করেন তাহলে ১ জুন থেকে গ্যাস সংযোগ এবং ভর্তুকি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ১ জুন থেকে আর গ্যাস নিতে পারবেন না এবং গ্যাস এর জন্য সরকার যে ভর্তুকি দিয়ে থাকে সে থেকেও বঞ্চিত হবেন। ১ জুনের পর থেকে আপনার অ্যাকাউন্টে আর গ্যাস ভর্তুকির টাকা ঢুকবে না। তাই আপনি যদি এখনো পর্যন্ত ই-কেওয়াইসি করে না থাকেন, তাহলে অতি শীঘ্রই করুন। নিচে সম্পূর্ন পদ্ধতি উল্লিখিত রয়েছে, যা অনুসরণ করে আপনি খুব সহজেই E-Kyc করতে পারবেন। 

LPG Gas E-KYC করার পদ্ধতি 

আপনি আপনার গ্যাস এজেন্সিতে গিয়ে খুব সহজেই E-Kyc করতে পারবেন। এর জন্য আপনাকে আধার কার্ড, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গ্যাস পাসবুক, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ফটো সঙ্গে নিয়ে আপনার গ্যাস এজেন্সি অফিসে যেতে হবে। যে সমস্ত এলপিজি গ্রাহকদের ই-কেওয়াইসি করা নেই তারা যদি ৩১ মার্চের মধ্যে না করে, তাহলে তাদের গ্যাস সরবরাহ বন্ধ হবে এবং যে সমস্ত ব্যক্তিরা ভর্তুকি পায় তারা আর ভর্তুকি পাবে না বলে জানিয়েছেন ভারত গ্যাসের স্থানীয় উমা গ্যাস এজেন্সির ডিরেক্টর সত্যেন্দ্র সিং। তার মতে, যে সমস্ত ব্যক্তিদের এখনো এলপিজি গ্যাস ই-কেওয়াইসি করা হয়নি তাদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে গ্যাস এজেন্সি অফিসে গিয়ে ই-কেওয়াইসি করতে হবে।

আরও পড়ুন: LPG Gas Cylinder – মাত্র ৫০০ টাকায় পাবেন উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস! কত টাকা ভর্তুকি পাবেন দেখে নিন।

বিভিন্ন শহরে আজ LPG গ্যাসের মুল্য

শহরের নামঘরোয়া (14.2 কেজি)বাণিজ্যিক (19 কেজি)
নতুন দিল্লি₹ 803.00₹ 1745.50
কলকাতা₹ 829.00₹ 1859.00
মুম্বাই₹ 802.50₹ 1698.50
চেন্নাই₹ 818.50₹ 1911.00
গুরগাঁও₹ 811.50₹ 1751.00
নয়ডা₹ 800.50₹ 1736.00
ব্যাঙ্গালোর₹ 805.50₹ 1825.50
ভুবনেশ্বর₹ 829.00₹ 1896.50
চণ্ডীগড়₹ 812.50₹ 1766.50
হায়দ্রাবাদ₹ 855.00₹ 1975.50
জয়পুর₹ 806.50₹ 1767.50
লখনউ₹ 840.50₹ 1858.50
পাটনা₹ 892.50₹ 2004.50
ত্রিভান্দ্রম₹ 812.00₹ 1777.00

আরও পড়ুন: LPG Gas Price – ১মে থেকে সস্তা হচ্ছে রান্নার গ্যাস! কত টাকায় সিলিন্ডার পাবেন দেখে নিন।

এই ধরনের গুরুত্বপূর্ণ সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us