শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

SBI ATM: স্টেট ব্যাংকের ATM থেকে কিভাবে টাকা তুলবেন? জেনে নিন এই দুটি সহজ পদ্ধতি

Updated on:

SBI ATM: দিন দিন প্রযুক্তি আরও বেশি উন্নত হচ্ছে। দেশের সমস্ত জনপ্রিয় ব্যাংকগুলির মধ্যে স্টেট ব্যাংক প্রযুক্তির দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে। গত কয়েক বছর আগে হয়তো আপনি এটিএম কার্ড নিয়ে টাকা তুলতে গিয়ে বোতাম বিশিষ্ট এটিএম মেশিন দেখেছেন। কিন্তু বর্তমানে SBI এই সমস্ত পুরনো এটিএম মেশিনের পরিবর্তে টাচ স্ক্রিন এটিএম মেশিন বসিয়েছে। আপনি এগুলি থেকে কিভাবে টাকা তুলতে পারবেন? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

স্টেট ব্যাংকের ATM থেকে টাকা তোলার পদ্ধতি

আজকের দিনে আপনার কাছে যদি স্টেট ব্যাংকের কোন এটিএম কার্ড থাকে এবং আপনি যদি এটিএম থেকে আগে টাকা তুলেননি বা তুলতে জানেন না, তাহলে চিন্তার কোনো কারণ নেই। কারন, ডেবিট কার্ড/এটিএম কার্ড এর মাধ্যমে স্টেট ব্যাংকের ATM থেকে টাকা তোলার পদ্ধতি এবং এটিএম কার্ড ছাড়া ATM থেক থেকে টাকা তোলার পদ্ধতি সম্পর্কে নিচে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

স্টেট ব্যাংকের ATM থেকে কিভাবে টাকা তুলবেন? 

আপনার কাছে যদি ডেবিট কার্ড বা ATM কার্ড থাকে তাহলে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে খুব সহজেই স্টেট ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন – 

  • প্রথমে ডেবিট কার্ডের চিপ বিশিষ্ট অংশটি সামনের দিকে উপরে করে ATM মেশিনে প্রবেশ করান।
  • কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবেন ATM পিন চাইবে।
  • আপনার ATM পিন প্রবেশ করিয়ে “Press Here” তে ক্লিক করতে হবে।
  • এরপর “Withdrawal”-তে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার সেভিংস অ্যাকাউন্ট হলে “Savings Account” বিকল্পে ক্লিক করতে হবে।
  • এরপর আপনি যত টাকা তুলতে চান তার পরিমাণ দিয়ে “Yes”-তে ক্লিক করতে হবে।
  • এরপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার টাকা বেরিয়ে আসবে। 

অবশ্যই পড়ুন » ATM থেকে টাকা তোলার সময় ছেঁড়া নোট বা জাল নোট বেরোলে কি করবেন দেখুন

ATM কার্ড ছাড়া স্টেট ব্যাংকের ATM থেকে কিভাবে টাকা তুলবেন? 

স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনি ডেবিট কার্ড/এটিএম কার্ড ছাড়াও আপনি এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন। তবে এরজন্য আপনার স্মার্ট ফোনে SBI YONO অ্যাপ থাকা জারুনি। SBI YONO অ্যাপ এর সাহায্যে ATM থেকে টাকা তোলার পদ্ধতি নিচে কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হয়েছে – 

  • প্রথমে YONO অ্যাপে লগইন করতে হবে।
  • এরপর “YONO Cash” বিকল্পে ক্লিক করতে হবে। এরপর “ATM” বিকল্পে ক্লিক করতে হবে।
  • এরপর আপনি যত টাকা তুলতে চান তার পরিমাণ লিখে Next-তে ক্লিক করতে হবে।
  • এরপর ৬ অঙ্কের একটি পিন তৈরি করে Next-তে ক্লিক করতে হবে।
  • এরপর সমস্ত বিবরণ দেখতে পাবেন। নিচের বক্সে ঠিক চিহ্ন দিয়ে Confirm-তে ক্লিক করতে হবে।
  • এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ম্যাসেজ পাবেন, যেখানে একটি ট্রানজেকশন নম্বর থাকবে।
  • এরপর ATM-এ গিয়ে “YONO Cash” বিকল্পে ক্লিক করতে হবে।
  • এরপর ম্যাসেজে প্রাপ্ত ট্রানজেকশন নম্বর দিয়ে Confirm-তে ক্লিক করতে হবে।
  • এরপর YONO অ্যাপে দেওয়া টাকার পরিমাণ নিয়ে Yes-তে ক্লিক করুন।
  • এরপর YONO অ্যাপে তৈরি করা ৬ অঙ্কের পিন দিয়ে Confirm-তে ক্লিক করতে হবে।
  • এরপর কয়েক সেকেন্ড পর আপনার টাকা বেরিয়ে আসবে।

আপনি যে ATM মেশিনে টাকা তুলবেন সেটি যদি টাচ স্ক্রিন না হয়, তাহলে ATM মেশিনে প্রদর্শিত বিকল্পের সামনের বোতামে ক্লিক করতে হবে। তাছাড়া, আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ATM-এর সিকিউরিটি গার্ড বা কর্মীর কাছ থেকে সাহায্য নিতে পারেন।

আরোও পড়ুন » অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে কিন্তু ATM থেকে টাকা বেরোয়নি! কিভাবে সমস্যার সমাধান হবে জানুন।

এই ধরনের অর্থ ও টাকা-পয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।