শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

WhatsApp Chat Lock: হোয়াটসঅ্যাপ নিয়ে এলো একটি দুর্দান্ত ফিচার্স, জেনেনিন এটি ব্যাবহার করার নিয়ম

Updated on:

WhatsApp Chat Lock: বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সঙ্গে চ্যাট বা পার্সোনাল ম্যাসেজ করার জন্য আমরা সবাই হোয়াটসঅ্যাপ ব্যাবহার করি। হোয়াটসঅ্যাপ এর “end-to-end encryption” সুবিধার জন্য আজ এই ম্যাসেজিং অ্যাপ এত জনপ্রিয়। এই সুবিধার ফলে আপনার চ্যাট কেউ পড়তে পারবে না, ব্যাক্তিগত ম্যাসেজ পাঠাতে পারেন। এরপর হোয়াটসঅ্যাপ নিয়ে এলো চ্যাট লক (Chat Lock) সুবিধা। কিভাবে আপনারা এটি ব্যাবহার করবেন? জেনেনিন আজকের এই নিবন্ধে। 

হোয়াটসঅ্যাপ চ্যাট লক (WhatsApp Chat Lock) 

হোয়াটসঅ্যাপ আরও একটি নতুন ফিচার্স WhatsApp Chat Lock নিয়ে হাজির হলো। এখনো যদি আপনি এই নতুন সুবিধা উপভোগ করতে পারছেন না, তাহলে এক্ষুনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করুন। এই নতুন ফিচার্স এর জন্য আপনার চ্যাট আরও বেশি নিরাপদ থাকবে। এর সাহায্যে আপনি যেকোন ব্যাক্তির চ্যাট কে লক করে রাখতে পারবেন। ফলে আপনার ফোন অন্য কারও হাতে গেলেও আপনার গোপনীয়তা সুরক্ষিত থাকবে। 

এতে আপনার পুরো হোয়াটসঅ্যাপ অ্যাপ এ লক হবে নে, শুধুমাত্র আপনার নির্বাচন করা ব্যাক্তির চ্যাট লক হবে। এর আগে কিছু ব্যাক্তিগত কথোপকথন অন্যের কাছ থেকে লুকোনোর জন্য পুরো হোয়াটসঅ্যাপ অ্যাপে লক দিতে হলো। যার ফলে কেও আপনার হোয়াটসঅ্যাপ খুতেই পারত না। কিন্তূ এখন আপনি নির্দিষ্ট কিছু ব্যাক্তির চ্যাটকে অন্যের হাত থেকে সুরক্ষিত রাখতে পারবেন। 

হোয়াটসঅ্যাপ চ্যাট লক করার পদ্ধতি 

আপনি নিচের তালিকায় উল্লিখিত সহজ কিছু পদক্ষেপ অনুসরণ করে WhatsApp Chat Lock চালু করতে পারবেন।

  • আপনি যদি হোয়াটসঅ্যাপ এর পুরনো ভার্সন ব্যাবহার করছেন, তাহলে প্রথমে সেটি আপডেট করুন।
  • এরপর হোয়াটসঅ্যাপ অ্যাপটি খুলুন।
  • যে চ্যাট টি লক করতে চান সেটি খুলুন।
  • উপরে ওই ব্যাক্তির পরিচয় এর জায়গায় ক্লিক করুন।
  • এরপর নিচে স্ক্রোল করে Chat Lock বিকল্পে ক্লিক করুন।
  • এরপর ফিঙ্গারপ্রিন্ট লক বা ফেস লক তে ক্লিক করুন।
  • এরপর ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক দিয়ে Ok তে ক্লিক করুন। 

চ্যাট লক বন্ধ করার পদ্ধতি 

যেভাবে আপনি WhatsApp Chat Lock চালু করেছিলেন, ঠিক এইভাবেই বন্ধ করতে পারবেন। নিচের তালিকায় চ্যাট লক বন্ধ করার পদক্ষেপগুলো উল্লেখ করা হয়েছে।

  • প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। 
  • এরপর উপরে স্ক্রোল করলে Locked Chat নামে একটি বিকল্প দেখতে পাবেন।
  • ফিঙ্গারপ্রিন্ট লক বা ফেস লক খুলে সেখানে প্রবেশ করুন।
  • এরপর যে চ্যাট এর চ্যাট লক বন্ধন করতে চান সেটি খুলুন।
  • এরপর ওই ব্যাক্তির পরিচয়ের জায়গায় ক্লিক করুন।
  • এরপর নিচে স্ক্রোল করে Chat Lock-তে ক্লিক করুন।
  • এরপর চ্যাট লকটি বন্ধ করুন।  

হোয়াটসঅ্যাপ চ্যাট লক এর সুবিধা (Benifits) 

WhatsApp Chat Lock ব্যাবহার করার সুবিধাগুলো নিম্নরূপ: 

  • এরফলে আপনার ব্যাক্তিগত কথোপকথন গোপন থাকবে।
  • কেউ আপনার লক করা চ্যাট পড়তে বা ডিলিট করতে পারবে না।
  • গোপনীয় চ্যাট সুরক্ষিত থাকায় আপনার মনে শান্তি থাকবে।  

এর সীমাবদ্ধতা 

হোয়াটসঅ্যাপ এর চ্যাট লক পুরোপুরি ভাবে আপনাকে নিরাপত্তা প্রদান করতে পারে না। যেমন:

  • যে ব্যাক্তির চ্যাট আপনি লক করেছেন তার ব্রডকাস্ট বা স্ট্যাটাস এখনো দেখা যাবে।
  • এছাড়াও হোয়াটসঅ্যাপ কল হিস্টোরি তে ওই ব্যাক্তির কল দেখা যেতে পারে।
  • এই চ্যাট লক শুধুমাত্র যে ডিভাইস থেকে দিয়েছেন ওতেই কাজ করবে। আপনার হোয়াটসঅ্যাপ যদি অন্য কোনো ডিভাইসে লগইন থাকে, ওখানে এই চ্যাট লক কাজ করবে না।
  • যতক্ষণ না চ্যাট লক বন্ধ করছেন ততক্ষন পর্যন্ত আপনার চ্যাট এর মিডিয়া ফাইল আপনার গ্যালারিতে সেভ হবে না।
  • আপনার ডিভাইস এর ফিঙ্গারপ্রিন্ট লক বা ফেস লক অকেজো হলে আপনি লক করা চ্যাট খুলতে পারবেন না। 

আরও পড়ুন: ফোনপে, গুগলপে, পেটিএম! ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন, কিভাবে ফেরত পাবেন জেনে রাখুন

উপসংহার ~

চ্যাট লক একটি দরকারী বৈশিষ্ট্য যা WhatsApp-এ আপনার গোপনীয়তা এবং নিরাপত্তা রক্ষা করতে সাহায্য করতে পারে। উপরের WhatsApp Chat Lock সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে। যেগুলি অনুসরণ করে, আপনি চ্যাট লকের সর্বাধিক সুবিধা নিতে পারেন এবং আপনার কথোপকথনগুলি ব্যক্তিগত রাখতে পারেন।

*এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Joydeep! বিগত ৩ বছর ধরে টাকা বিনিয়োগ ও সঞ্চয় করার পদ্ধতি, অর্থনীতি, ব্যাংকের বিভিন্ন স্কিম, পোস্ট অফিসের স্কিম, এবং সরকারি প্রকল্প সম্পর্কে নিবন্ধ লিখার কাজের সঙ্গে যুক্ত রয়েছে।