শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

বেশি বয়সে SIP শুরু করেও কিভাবে কোটি টাকার সম্পত্তি করবেন! জেনে নিন সমস্ত হিসেব।

Updated on:

How to Make Crores of Wealth by starting SIP at an Older Age: কোটিপতি হওয়ার স্বপ্ন সবারই থাকে। এক্ষেত্রে অনেকেই মনে করেন কোটিপতি হওয়ার জন্য প্রচুর টাকা ইনকাম করতে হবে। কিন্তু টাকা ইনকাম করে কোটিপতি হওয়ার তুলনায় টাকা ইনভেস্ট করে খুব সহজে কোটিপতি হওয়া সম্ভব। এক্ষেত্রে আপনি যদি অল্প বয়স থেকে টাকা বিনিয়োগ করা শুরু করেন তাহলে খুব কম টাকা দিয়ে কোটিপতি হতে পারবেন কিন্তু আপনি যদি কম বয়স থেকে ইনভেস্ট না করার ভুল করে ফেলেছেন এবং আপনি বর্তমানে ইনভেস্ট করবো বলে ভাবছেন তাহলে আপনার বয়স অনুযায়ী মিউচুয়াল ফান্ডে কত টাকা SIP করে কোটিপতি হতে পারবেন সমস্ত হিসাব জেনে নিন।

৩০ বছর বয়সে SIP করে কোটিপতি

বর্তমানে আপনার বয়স যদি ৩০ বছর হয়ে থাকে এবং আপনি যদি 60 বছর বয়সে রিটায়ার নেবেন বলে ভাবছেন এবং সেই সময় আপনি ১ কোটি টাকার সম্পত্তি তৈরি করতে চাইছেন তাহলে আপনি যদি ৩০ বছর বয়স থেকে ১,৫০০ টাকা করে প্রতিমাসে ইনভেস্ট চালিয়ে যান তাহলে ৩০ বছর পর অর্থাৎ আপনার ৬০ বছর বয়সে আপনি ১ কোটি 5 লক্ষ টাকার সম্পত্তি তৈরি করতে পারবেন।

আরোও পড়ুন » SIP VS SWP: SIP নাকি SWP, কোনটিতে বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন আপনি? জানুন বিস্তারিত

৩৫ বছর বয়সে SIP করে কোটিপতি

এক্ষেত্রে আপনি যদি ৩০ বছর পর থেকে বিনিয়োগ শুরু করতে না পারেন এবং আপনি ৩৫ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করতে চাইছেন এবং আপনি যদি ৬০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ চালিয়ে যান এবং সেই সময় কোটি টাকার সম্পত্তি গড়ে তুলতে চান তাহলে মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে আপনি যদি ৩,১০০ টাকা করে ২৫ বছর পর্যন্ত অর্থাৎ আপনার ৬০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে আপনি ১ কোটি ১ লাখ টাকার সম্পত্তি তৈরি করতে পারবেন।

অবশ্যই পড়ুন: SIP তে বিনিয়োগ করা কালীন যদি বিনিয়োগকারীর অকাল মৃত্যু ঘটে তাহলে বিনিয়োগ করা টাকার কি হবে? কে পাবে এই টাকা?

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।