শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

LIC ডুবে গেলে কি হবে? LIC তে আপনার টাকা কতটা নিরাপদ! জেনে নিন বিস্তারিত।

Updated on:

LIC Sovereing Guarantee: ভারতে জনপ্রিয় ইন্স্যুরেন্স কোম্পানি গুলির কথা বলতে হলে সবার আগে আসে এলআইসি বা ভারতীয় জীবন বীমা নিগমের নাম। ভারতের সবথেকে প্রাচীন ইন্সুরেন্স কোম্পানি হল এই LIC। জানা যায় ১৯৫৬ সালের ১ সেপ্টেম্বর ভারত সরকারের তরফ থেকে প্রায় ২৪৫ টি ছোট বড় বিমার সংস্থাকে নিয়ে গঠিত হয় LIC। এরপর LIC বা Life insurance corporation of India এতদিন পর্যন্ত ভারতের বীমা বিনিয়োগ ক্ষেত্রে নিজের একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠা করে রেখেছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিষ্ঠা শুরুর পর থেকে ২০০০ সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় ৪৪ বছর ধরে ভারতে LIC ছাড়া আর অন্য কোনো বীমা প্রতিষ্ঠান ছিল না। বর্তমানে ভারতবর্ষে বেশ কিছু ছোট বড় বীমা সংস্থা থাকলেও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এলআইসি।

LIC-র বর্ধিত পরিসর

ভারত সরকার দ্বারা পরিচালিত দেশের সর্ববৃহৎ বীমা সংস্থা হল LIC। বর্তমানে LIC বৃহৎ পরিসরে বিনিয়োগকারী ব্যক্তিদের পরিষেবা প্রদান করে চলেছে। বর্তমানে সারা দেশে ভারতীয় জীবন বীমা নিগমের প্রায় ২ লক্ষ কর্মী এবং ১৩.৫০ লক্ষ এজেন্ট রয়েছেন। বর্তমানে LIC-তে পলিসি হোল্ডারের সংখ্যা রয়েছে প্রায় ৪০ কোটির বেশি। IRDAI এর দেওয়া তথ্য অনুসারে জানা গেছে LIC এর ক্লেম সেটেলমেন্ট রেশিও ৯৮.৪৫%। সেই সঙ্গে LIC এর সব পলিসিতেই ১০০% Sovereing Guarantee। এই Sovereing Guarantee অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পাওয়া যায় না।

আরোও পড়ুন » Safest Bank: ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাংক, যেখানে টাকা রাখলে চিন্তা নেই- স্পষ্ট জানালো আরবিআই।

LIC Sovereing Guarantee কি?

LIC বা Life insurance corporation of India পরিচালিত হয় ভারত সরকারের তত্বাবধানে। তবে অনেকটা মোটা টাকা যে কোনো সংস্থাতে বিনিয়োগ করতে গেলেই সাধারণ মানুষকে ভাবতে হয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার কথা। এক্ষেত্রে গ্রাহকদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে LIC ১০০% Sovereing Guarantee প্রদান করে। ভারতীয় জীবন বীমা নিগমের অধীনে যে কোনো পলিসির ক্ষেত্রেই এই নিরাপত্তা পাওয়া যায়।

LIC এর নির্দেশিকাতে বলা আছে ভারত সরকারের Section 37, of LIC Acr, 1956 অনুসারে যে কোনো জরুরী পরিস্থিতিতে বিনিয়োগকারীদের টাকা ফিরত যোগ্য। এবং গ্রাহকদের কাছে এই টাকা ফিরত দেবে ভারত সরকার। অর্থাৎ যদি কোনো কারণে এই ইন্স্যুরেন্স সংস্থাটি আর্থিক ক্ষতির মুখে পড়ে, সেক্ষেত্রেও গ্রাহকদের টাকা চোট যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারত সরকারের তরফ থেকে সেই সমস্ত টাকা গ্রাহকদের কাছে নিরাপদ ও সুরক্ষিত ভাবে পৌঁছে দেওয়া হবে। Sovereing Guarantee ভারত সরকারের তরফ থেকে শুধুমাত্র এলআইসি কেই দেওয়া হয়েছে। অন্য কোনো ইন্সুরেন্স কোম্পানিতে বিনিয়োগ করলে আর্থিক জরুরি অবস্থায় ১০০ শতাংশ Sovereing Guarantee পাওয়া সম্ভব হয় না।

অবশ্যই পড়ুন » ব্যাংক ডুবে গেলে বা বন্ধ হয়ে গেলে আপনার টাকার কি হবে? আপনি কি আপনার টাকা ফিরে পাবেন জেনেনিন বিস্তারিত

এই ধরনের অর্থ ও টাকা-পয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।