শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

পোস্ট অফিসের NSC স্কিমে 50 হাজার টাকা জমা করে 5 বছর পর কত টাকা রিটার্ন পাবেন দেখে নিন হিসাব। 

Updated on:

বর্তমানে পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে, যে স্কিম গুলিতে আপনি অল্প সময়ের জন্যই আপনার সঞ্চয়ের অল্প টাকা বিনিয়োগ করে খুব ভালো সুদ সহ রিটার্ন পেতে পারেন। পোস্ট অফিসে সবমিলিয়ে মোট ১০ টি স্কিম রয়েছে যার মধ্য অন্যতম একটি স্কিম হলো পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। আপনার কাছে যদি ৫০ হাজার টাকা থেকে থাকে এবং আপনি যদি সেই টাকা ৫ বছরের জন্য পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে (NSC Scheme) জমা করতে চান তাহলে দেখে নিন কত টাকা রিটার্ন পাবেন। 

পোস্ট অফিসের NSC স্কিম

পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম। দেশের যেকোনো সাধারণ নাগরিক পোস্ট অফিসের এই স্কিমের সুবিধা নিতে পারে। এই স্কিমে একাউন্ট খোলার জন্য পোস্ট অফিসের শুধুমাত্র একটি সেভিংস একাউন্ট থাকতে হবে। ১৮ বছর বয়সের ঊর্ধ্বে যে কোন প্রাপ্ত বয়স্ক নাগরিক পোস্ট অফিসের এই স্কিমে একাউন্ট খুলতে পারবে এছাড়াও 18 বছরের নিচে কোন বাচ্চার নামে তার অবিভাবকরা পোস্ট অফিসের এই  স্কিমে একাউন্ট খুলতে পারবে।

পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের মেয়াদ হলো ৫ বছর। আপনি যদি ৫ বছরের জন্য টাকা জমা রাখেন তাহলে বার্ষিক ৭.৭ শতাংশ হারে সুদ পাবেন। এই স্কিমে আপনি সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে যত খুশি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। কিন্তু আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে আপনি যদি ৫০ হাজার টাকা এককালীন পোস্ট অফিসের এই স্কিমে জমা করেন তাহলে কত টাকা রিটার্ন পাবেন। 

আরোও পড়ুন: Post Office NSC Scheme: পোস্ট অফিসের NSC স্কিমে ১০,০০০ টাকা বিনিয়োগ করলে কতো রিটার্ন পাবেন?

পোস্ট অফিসের NSC স্কিমে ৫০০০০ টাকা রাখলে কত রিটার্ন পাবেন 

আপনি যদি পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে এককালীন ৫ বছরের জন্য ৫০ হাজার টাকার জমা রাখেন এবং যদি ৭.৭% হারে বার্ষিক সুদ পান তাহলে ৫ বছর পর মোট সুদ পাবেন ২২ হাজার ৪৫২ টাকা অর্থাৎ ৫ বছর পর সুদ সহ মোট রিটার্ন পাবেন (২২,৪৫২+৫০,০০০) টাকা= ৭২,৪৫২ টাকা। 

কিভাবে পোস্ট অফিসের NSC স্কিমে একাউন্ট খুলবেন 

আপনি যদি পোস্ট অফিসের এই স্কিমে একাউন্ট খুলতে চান তাহলে আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে, এরপর এই স্কিমে একাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করে সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে আধার কার্ড, প্যান কার্ডের জেরক্স সহ আপনার পাসপোর্ট সাইজ ছবি পোস্ট অফিসে জমা করতে হবে। এই স্কিমটিতে একাউন্ট খোলার ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন » Download pdf 

অবশ্যই পড়ুন: পোস্ট অফিসের NSC স্কিমে ১ লক্ষ টাকা রাখলে ৫ বছর পর কত টাকা রিটার্ন পাবেন, দেখে নিন হিসেব।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।