শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

HDFC Bank FD: ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করলো HDFC ব্যাংক! নতুন সুদের হার জানুন।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

HDFC Bank FD: বর্তমান‌ দিনে অর্থ উপার্জন করার পাশাপাশি ভবিষ্যতের জন্য টাকা বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপুর্ণ। টাকা বিনিয়োগ এর ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হল ব্যাংক এর ফিক্সড ডিপোজিট। এবার গ্রাহকদের খুশির খবর শোনালো HDFC ব্যাংক। সম্প্রতি HDFC ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে। কতদিন মেয়াদের জন্য কত শতাংশ সুদ বৃদ্ধি করা হয়েছে বিস্তারিত আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন। 

HDFC ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি 

HDFC ব্যাংক গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিট অফার করে থাকে। গত ১০ই জুন থেকে ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর নতুন সুদের হার কার্যকর করা হয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি ব্যাংক কিন্তু সব মেয়িদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেনি কিছু কিছু মেয়াদের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করেছে।

জেনে রাখুন » SBI নাকি HDFC, কোন ব্যাঙ্কে FD করলে বেশি সুদ পাবেন? দেখেনিন ৫ লাখ টাকার ৫ বছরের FD-র হিসেব

HDFC ব্যাংকের ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার 

এবার নিচের তালিকা থেকে দেখে নিন HDFC ব্যাংকের ফিক্সড ডিপোজিটে নতুন সুদের হার।

HDFC Bank Fixed Deposit Interest Rate 2024
বিনিয়োগের সময়কালসাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের পরিমাণসিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের পরিবার
৭ দিন থেকে ১৪ দিন৩ শতাংশ৩.৫০ শতাংশ
১৫ দিন থেকে ২৯ দিন৩ শতাংশ৩.৫০ শতাংশ
৩০ দিন থেকে ৪৫ দিন৩.৫০ শতাংশ৪ শতাংশ
৪৬ দিন থেকে ৬০ দিন৪.৫০ শতাংশ৫.০০ শতাংশ
৬১ দিন থেকে ৩ মাস৪.৫০ শতাংশ৫.০০ শতাংশ
৩ মাস থেকে ৬ মাস৪.৫০ শতাংশ৫.০০ শতাংশ
৬ মাস থেকে ৯ মাস৫.৭৫ শতাংশ৬.২৫ শতাংশ
৯ মাস থেকে ১ বছর৬ শতাংশ ৬.৫০ শতাংশ
১ বছর থেকে ১৫ মাস৬.৬০ শতাংশ ৭.১০ শতাংশ
১৫ মাস থেকে ১৮ মাস৭.১০ শতাংশ ৭.৬০ শতাংশ 
১৮ মাস থেকে ২১ মাস৭.২৫ শতাংশ ৭.৭৫ শতাংশ 
২১ মাস থেকে ২ বছর৭.০০ শতাংশ ৭.৫০ শতাংশ 
২ বছর থেকে ৩ বছর৭.১০ শতাংশ ৭.৬৫ শতাংশ
৩ বছর থেকে ৫ বছর ৭.২০ শতাংশ ৭.৭০ শতাংশ 
৫ বছর থেকে ১০ বছর ৭.০০ শতাংশ ৭.৭৫ শতাংশ 

অবশ্যই পড়ুন » HDFC RD Scheme: HDFC ব্যাঙ্কে প্রতি মাসে ১,০০০ টাকা জমা করে কত টাকা রিটার্ন পাবেন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us