শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

HDFC RD Scheme: HDFC ব্যাঙ্কে প্রতি মাসে ১,০০০ টাকা জমা করে কত টাকা রিটার্ন পাবেন।

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

HDFC RD Scheme: অর্থ বিনিয়োগ করার জন্য সাধারণ মানুষ অনেক সময় ব্যাংকিং পরিষেবার উপর ভরসা রাখেন। অর্থ বিনিয়োগের জন্য ব্যাংকেও রয়েছে বিভিন্ন ধরনের স্কিম। তার মধ্যে জনপ্রিয় স্কিম গুলি হল ফিক্সড ডিপোজিট বা FD, রেকারিং ডিপোজিট বা RD ইত্যাদি। ফিক্সড ডিপোজিটে যেমন একটি নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করা টাকা লক ইন পিরিয়ডের মধ্যে রেখে মোটা টাকা রিটার্ন পাওয়ার সম্ভব হয়। ঠিক তেমনি RD স্কিমও গ্রাহকদের চড়া সুদের হারে মোটা টাকা রিটার্ন দেয়। তবে কোন মেয়াদে রেকারিং ডিপোজিট স্কিমে টাকা রাখলে সবথেকে বেশি লাভবান হবেন জেনে নিন।

রেকারিং ডিপোজিট বা RD স্কিম কি?

ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে রেকারিং ডিপোজিট বা RD একটি অতি জনপ্রিয় স্কিম। এই স্কিমের অধীনে গ্রাহককে প্রতি মাসে নির্দিষ্ট পরিমান টাকা জমা রাখতে হয়। মেয়াদ শেষে জমা করা টাকা রিটার্ন পাওয়ার পাশাপাশি চড়া সুদের হারে অনেকটা বেশি টাকা হাতে পান গ্রাহক। গ্রাহক নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন মেয়াদের রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারেন।

সুদের পরিমাণ

বর্তমানে আমাদের দেশের বিভিন্ন ব্যাংক ১ বছর থেকে ৫ বছর মেয়াদী রিকারিং ডিপোজিট স্কিমের জন্য ৫.৫০ শতাংশ থেকে ৭.৫৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। তবে প্রবীণ নাগরিকরা সাধারণ গ্রাহকদের তুলনায় কিছুটা বেশি সুদ লাভ করেন। সাধারণ গ্রাহকদের তুলনায় প্রবীণ নাগরিকদের ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদ দেয় ব্যাংক।

অবশ্যই পড়ুন » Post Office RD: পোস্ট অফিসে ১০০ টাকা করে জমা করলে ৫ বছর পর কতো রিটার্ন পাবেন? জেনেনিন সম্পূর্ন তথ্য

কোন ব্যাংক বর্তমানে RD স্কিমে বেশি সুদ দিচ্ছে

বর্তমান RD স্কিমে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে HDFC ব্যাংক। এই ব্যাংকের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে নিচে সুদের হার দেওয়া হয়েছে।

  • ৬ মাসের রেকারিং ডিপোজিট স্কিমে সুদের পরিমাণ ৪.৫০ শতাংশ।
  • ৯ মাস মেয়াদে সুদ দেওয়া হয় ৫.৭৫ শতাংশ।
  • ১২ মাস মেয়াদে ৬.৬০ শতাংশ সুদ পান গ্রাহক।
  • ১৫ মাস মেয়াদে ৭.১০ শতাংশ সুদ মেলে।
  • ২৪ মাস মেয়াদে সুদের পরিমাণ ৭ শতাংশ।
  • ২৭ মাস, ৩৬ মাস, ৩৯ মাস, ৪৮ মাস, ৬০ মাস, ৯০ মাস ও ১২০ মাস মেয়াদে সুদের পরিমাণ ৭ শতাংশ।

HDFC ব্যাংকে ৫ বছরে মাসিক ১,০০০ টাকার RD-তে রিটার্নের পরিমাণ

এইচডিএফসি ব্যাংকের ক্যালকুলেটর অনুসারে ৫ বছরের জন্য রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সুদের পরিমাণ হবে ৭ শতাংশ। এই সুদের হারে ম্যাচুরিটিতে সুদসহ ৭১,৯৩৩ টাকা রিটার্ন পাবেন। এক্ষেত্রে আপনার জমানো টাকার পরিমাণ ৬০,০০০ টাকা এবং আপনি সুদ পাচ্ছেন ১১,৯৩৩ টাকা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের পরিমাণ হবে ৭.৫০ শতাংশ। এক্ষেত্রে সুদসহ রিটার্নের পরিমাণ হবে ৭২,৮৮৬ টাকা। এক্ষেত্রে আপনার জমানো টাকার পরিমাণ হল ৬০,০০০ টাকা এবং আপনি সুদ পাচ্ছেন ১২,৮৮৬ টাকা।

অবশ্যই পড়ুন » SBI RD: স্টেট ব্যাংকের RD তে প্রতিমাসে 1,000 টাকা জমা করে কত টাকা রিটার্ন পাবেন দেখুন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us