শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

GST on Life & Health Insurance: এবার থেকে স্বাস্থ্য ও জীবন বীমায় আর দিতে হবে না GST! বড় সিদ্ধান্ত জানালেন মন্ত্রীগোষ্ঠী

Updated on:

GST on Life & Health Insurance: গত ১৯ ই অক্টোবর শনিবার মন্ত্রিসগোষ্টির (Group of Ministers) বৈঠক হয়। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ একটি আলোচ্য বিষয় ছিল স্বাস্থ্য ও জীবন বীমার ক্ষেত্রে পণ্য ও পরিষেবা কর অর্থাৎ GST উঠিয়ে নেওয়া। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে স্বাস্থ্য ও জীবন বীমায় পুরোপুরি জিএসটি তুলে দেওয়া এবং অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য ও জীবন বীমায় জিএসটি ছাড় দেওয়ার পক্ষে মন্ত্রীগোষ্ঠীদের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে কি জানানো হয়েছে? জানাবো আজকের এই প্রতিবেদনে।

স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে জিএসটি

স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামে কেন জিএসটি দিতে হবে এ বিষয়ে বারবার প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়ি এ বছরের জুলাই মাসের শেষ নাগাদ আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামনকে চিঠি লিখে স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামের ক্ষেত্রে জিএসটি তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন। এর পরবর্তীতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠির মাধ্যমে প্রশ্ন করেন স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়ামের ক্ষেত্রে কেন জিএসটি থাকবে? এক্ষেত্রে তিনি জানিয়েছেন স্বাস্থ্য ও জীবন বীমার ক্ষেত্রে জিএসটি তুলে নেওয়ার কথা।

আরোও পড়ুন » Insurance Policy: কোন বয়সে কোন ধরনের বীমা করা উচিত! বয়স অনুযায়ী বীমা পলিসি নির্বাচন পদ্ধতি।

মন্ত্রীসভার বৈঠকে কি জানানো হয়েছে

স্বাস্থ্য বীমা ও জীবন বীমার প্রিমিয়ামের উপর জিএসটি তুলে নেওয়া সম্পর্কে মন্ত্রিসভার বৈঠকে জানানো হয়েছে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে স্বাস্থ্য ও জীবন বীমার প্রিমিয়ামের উপর জিএসটি পুরোপুরি তুলে নেওয়ার কথা। এছাড়াও সাধারন নাগরিকদের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য ও জীবন বীমার GST তুলে নেওয়ার দাবি জানিয়েছেন মন্ত্রীগোষ্ঠী। এক্ষেত্রে ৫ লক্ষ টাকার উপরে ১৮ শতাংশ জিএসটির পক্ষেও জানিয়েছেন মন্ত্রীগোষ্ঠী।

মন্ত্রীগোষ্ঠীর দাবি আগামী ৩১ শে অক্টোবরের মধ্য কেন্দ্রীয় অর্থমন্ত্রককে জানাতে হবে তার সিদ্ধান্ত। খুব শীঘ্রই নভেম্বর নয় তো ডিসেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠক বসবে। সেই বৈঠকে জানানো হবে স্বাস্থ্য ও জীবন বীমার ক্ষেত্রে GST থাকবে কিনা। পরবর্তীতে এ বিষয়ে সমস্ত রকম আপডেট পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো রাখুন।

অবশ্যই পড়ুন » LIC নিয়ে এলো আরো ৪ টি নতুন প্ল্যান! পাবেন ৫ কোটির বীমা সুবিধা! জেনে নিন বিস্তারিত।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।