Google Pay Cricket Fest Offer 2024: অনলাইন অর্থ আদান প্রদান করার জন্য গুগল পে (G-Pay) হলো একটি খুবই জনপ্রিয় অ্যাপ। বর্তমানে প্রায় সবার ফোনেই এই অ্যাপ দেখতে পাওয়া যায়। UPI-এর মাধ্যমে টাকা লেনদেন পরিষেবার সঙ্গে আরও অনেকে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার দিয়ে থাকে অ্যাপটি। এবারও নিয়ে এসেছে একটি আকর্ষণীয় ক্যাশব্যাক অফার, যার নাম হলো Cricket Fest। এতে আপনারা নগদ ১৫১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। কিভাবে নিতে হবে এই ক্যাশব্যাক? জেনেনিন সম্পূর্ন পদ্ধতি।
Google Pay দিচ্ছে নগদ ১৫১ টাকা
আপনি যদি গুগল পে (G-Pay) অ্যাপ ব্যাবহার করেন তাহলে জিতে নিতে পারেন নগদ ১৫১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ২২ মার্চ থেকে ভারতে IPL শুরু হচ্ছে, এরকম সময় Google Pay গ্রাহকদের খুশি করার জন্য Cricket Fest নামে একটি অফার শুরু করেছে। এখানে আপনি ২০০ জন সুপার ফ্যান সংগ্রহ করতে পারলেই পাবেন একটি স্ক্র্যাচ কার্ড। এই কার্ডে আপনি জিততে পারেন সর্বোচ্চ ১৫১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এর জন্য আপনাকে কি করতে হবে? এই বিষয়ে বিস্তারিত জেনেনিন।
Google Pay Cricket Fest অফার কিভাবে পূরণ করবো?
Google Pay Cricket Fest Offer 2024 থেকে ১৫১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জেতার জন্য গুগোল পে (G-Pay) অ্যাপে অ্যাকাউন্ট থাকা আবশ্যক। অ্যাকাউন্ট থাকা সত্বেও যদি আপনি এই অফার দেখতে না পেয়ে থাকেন তাহলে প্লেস্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি আপডেট করতে হবে। এরপর নিচের পদক্ষেপগুলো অনুসরণ করলেই ক্যাশব্যাক জিততে পারবেন।
- প্রথমে আপনাকে গুগল পে অ্যাপে প্রবেশ করতে হবে।
- এরপর একটু নিচে ‘Offers & Rewards‘ বিভাগে ‘Cricket Fest‘-তে ক্লিক করতে হবে।
- এরপর নিচে ‘Gather superfans‘ নামে একটি বটন দেখতে পাবেন।
- বটনে ক্লিক করলে আপনার কন্টাক্ট এর সমস্ত ব্যাক্তিদের দেখতে পাবেন।
- তাদের নামের পাশে ‘Ask‘-তে ক্লিক করে একটি লিঙ্ক পাঠাতে হবে।
- তারা আপনারা লিঙ্কে ক্লিক করে হেল্প করলে আপনার ১টি সুপার ফ্যান বাড়বে।
- তাছাড়া আপনি সেখানে ‘Cricket Match‘-তে ক্লিক করে একটি সহজ গেম খেলতে পারেন।
- এই গেমটি খেলেও আপনি সুপার ফ্যান সংগ্রহ করতে পারেন।
- ২০০ টি সুপার ফ্যান সংগ্রহ হলেই একটি স্ক্র্যাচ কার্ড পাবেন।
- যেটি স্ক্র্যাচ করে আপনি সর্বোচ্চ ১৫১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিততে পারেন।
আরও পড়ুন: Google Pay – আপনার ফোনে গুগল-পে থাকলেই পাবেন সর্বাধিক ১ লাখ টাকা! জেনেনিন পদ্ধতি।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇