বৃদ্ধ বয়সে আমাদের যাতে টাকার জন্য কারো উপর নির্ভর হতে না হয় তার জন্য পেনশন খুবই গুরুত্বপূর্ণ। চাকরিজীবী কর্মীদের অবসরের পরে সরকার থেকে পেনশন দেওয়া হয় কিন্তু যারা সরকারি চাকরি করেনা বা সরকারি পেনশন এর সঙ্গে আরও বেশি পেনশন পেতে ইচ্ছুক তাদের জন্য সরকারের এই পাঁচটি স্কিম হল খুবই গুরুত্বপূর্ণ। সরকারের এই পাঁচটি স্কিমে পড়তে মাঝে মাঝে অপপ্রচারের পর পেনশন পাবেন। নিচে এই পাঁচটি পেনশন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে।
ন্যাশনাল পেনশন স্কিম (NPS)
কেন্দ্র সরকারের এই পেনশন স্কিমের কথা কেনা জানে। কেন্দ্র সরকারের এই স্কিমে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে যেকোনো ব্যক্তি অর্থ বিনিয়োগ করতে পারেন। এরপর ৬০ বছর বয়স পেরোলে বছরের সময় আপনার জমা করা সুদ সহ টাকার ৬০ শতাংশ টাকা ফেরত পাবেন এবং বাকি ৪০% টাকা বার্ষিক হারে প্রতি মাসে মাসে পেনশন পাবেন। এই স্কিমটি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।
অবশ্যই পড়ুন » NPS Pension: অবসর জীবনে প্রতি মাসে মিলবে ৫০ হাজার টাকা পেনশন! কিভাবে পাবেন জেনে নিন।
পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম
পোস্ট অফিসের মাসিক ইনকাম স্কিমে আপনি যদি এককালীন টাকা জমা করেন তাহলে ওই টাকার উপর বার্ষিক ৭.৪% পাবেন। এরপর আপনার জামানো টাকা থেকে প্রতি মাসে মাসে পাঁচ বছর পর্যন্ত রিটার্ন পেতে থাকবেন। আপনি যদি পোস্ট অফিসের এই স্কিমটি সম্পর্ক বিস্তারিত জানতে চান তাহলে নিচের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।
আরোও পড়ুন » পোস্ট অফিস এম আই এস কি ? পোস্ট অফিস মাসিক ইনকাম স্কিম কি 2024? সুবিধা-অসুবিধা সমস্ত নিয়ম কানুন জেনে নিন
অটল পেনশন যোজনা
কেন্দ্র সরকারের আরো একটি জনপ্রিয় পেনশন স্কিম হল অটল পেনশন যোজনা স্কিম এই স্কিন থেকে আপনি ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ১০০০ টাকা, ২০০০ টাকা, ৩০০০ টাকা এবং সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। এর জন্য এই স্কিমে আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমা করতে হবে। ১৮ থেকে ৪০ বছর বয়সে যে কোন ব্যক্তি এই স্কিমে আবেদন করতে পারে। কেন্দ্র সরকারের এই স্কিমটি সম্পর্কে একটি বিস্তারিত পোস্ট আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনি যদি এই স্কিম সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক তাহলে অবশ্যই ওই প্রতিবেদনটি পড়ে নেবেন।
অবশ্যই পড়ুন: Atal Pension Yojana 2024: মাসে ৫০০০ টাকা পেনশন! জানুন – অটল পেনশন যোজনা কি? এবং আবেদন পদ্ধতি
কর্মচারী পেনশন স্কিম
বেসরকারি খাতে কর্মরত ব্যক্তিরা EPFO তে প্রতি মাসে মাসে টাকা জমা করেন এরসঙ্গে নিয়োগকারী সংস্থাও কর্মচারীর একাউন্টে প্রতি মাসে মাসে টাকা জমা করেন। আপনি যদি ১০ বছর ধরে EPS টাকা জমা করেন তাহলে আপনি এই স্কিম থেকে পেনশন পাওয়ার যোগ্য হয়ে উঠবেন।
SWP স্কিম
বৃদ্ধ বয়সে ভালো পেনশন পেতে হলে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান (SWP) একটি ভালো বিকল্প হতে পারে। এই প্ল্যানের মাধ্যমে, বিনিয়োগকারী একটি মিউচুয়াল ফান্ড স্কিম থেকে মাসিক নির্দিষ্ট পরিমাণ অর্থ পেতে পারেন। SWP কার্যকর করার জন্য, প্রথমে আপনাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP) বা অন্য কোনো বিনিয়োগ স্কিমের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা জমা করতে হবে। অবসর গ্রহণের পর, SWP-এর মাধ্যমে তহবিলের অংশ বিক্রি করে নির্ধারিত পেনশন প্রতি মাসে মাসে পাবেন।
এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇