শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Bank Holiday: ফেব্রুয়ারি মাসে 11 দিন ব্যাংক বন্ধ! আগে থেকেই জেনে নিন ব্যাংক বন্ধের তালিকা।

Updated on:

February Bank Holiday List 2024: বর্তমানে ছোট থেকে বড় সবারই ব্যাংকে একাউন্ট রয়েছে। ব্যাংকে আমরা আমাদের উপার্জন করা টাকা নিশ্চিন্তে রেখে থাকি। এরপর আমাদের দরকার মতো ব্যাংক থেকে টাকা তুলে ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আপনি যদি কোন গুরুত্বপূর্ণ এমার্জেন্সি কাজের জন্য টাকা তুলতে গিয়ে দেখেন ব্যাংক বন্ধ তাহলে খুবই সমস্যার মুখে পড়বেন কিন্তু আপনি যদি আগে থেকেই পুরো মাসের তালিকা জেনে থাকেন তাহলে আপনি ব্যাংকে গিয়ে সমস্যায় পড়ার আগেই অন্য সিদ্ধান্ত নিতে পারবেন। তাই আপনার অবশ্যই আগামী মাসের ব্যাংকের ছুটির তালিকা জেনে নেওয়া জরুরী।

ফেব্রুয়ারি মাসে ব্যাংক বন্ধের তালিকা (February Bank Holiday List 2024)

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেক মাস শুরুর আগেই সেই মাসের ছুটির তালিকা প্রকাশ করে। ঠিক এবারেও ফেব্রুয়ারি মাস শুরুর আগেই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হয়েছে ফেব্রুয়ারি মাসের ছুটির তালিকা।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে কোন কোন তারিখে ব্যাংক বন্ধ রয়েছে এবং কি উপলক্ষে বন্ধ রয়েছে? ও সেই দিন কি বার পড়ছে বিস্তারিত দেওয়া রয়েছে নিচের তালিকাটিতে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন বিভিন্ন জায়গা অঞ্চলের ক্ষেত্রে ব্যাংক বন্ধের তালিকা ভিন্ন। আজকের এই তারিখ আজকে পুরো দেশ জুড়ে কতদিন বন্ধ থাকবে এবং কোন কোন জায়গায় বন্ধ থাকবে তা দেওয়া হয়েছে।

নংতারিখব্যাংক বন্ধের কারণবার
১)০৪.০২.২০২৪রবিবার হওয়ার কারণে পুরো দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে।রবিবার
২)১০.০২.২০২৪ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় শনিবার, তাই ঐদিন পুরো দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে।শনিবার
৩)১১.০২.২০২৪রবিবার এর কারণে পুরো দেশ জুড়ে ব্যাংক বন্ধ।রবিবার
৪)১৪.০২.২০২৪বসন্ত পঞ্চমী এবং সরস্বতী পূজা উপলক্ষে ত্রিপুরা, উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ থাকবে।বুধবার
৫)১৫.০২.২০২৪লুই-নাগি-নি উপলক্ষে মনিপুর রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।বৃহস্পতিবার
৬)১৮.০২.২০২৪এই দিন যেহেতু রবিবার তাই পুরো দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে।রবিবার
৭)১৯.০২.২০২৪ছত্রপতি শিবাজী মহারাজ এর জন্মজয়ন্তী উপলক্ষে মহারাষ্ট্রে ব্যাংক বন্ধ থাকবেসোমবার
৮)২০.০২.২০২৪রাজ্য দিবস উপলক্ষে মিজোরামে ব্যাংক বন্ধ থাকবেমঙ্গলবার
৯)২৪.০২.২০২৪চতুর্থ শনিবার উপলক্ষে পুরো দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকবেশনিবার
১০)২৫.০২.২০২৪রবিবারের কারণে পুরো দেশ জুড়ে ব্যাংক বন্ধ।রবিবার
১১)২৬.০২.২০২৪নয়অকুম উপলক্ষে ইটানগরের ব্যাংক বন্ধ থাকবে।সোমবার

অবশ্যই পড়ুন » BOB 360 Scheme: বাম্পার সুদ পাবেন ১ বছরের কম সময়েই! ২০২৪ সালের এই নতুন FD স্কিম সম্পর্কে জানেন?

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।