দিনের পর দিন স্টক মার্কেটে বিনিয়োগকারীর সংখ্যা বেড়েই চলেছে। স্টক মার্কেটে বিনিয়োগ করার জন্য প্রয়োজন একটি Demat Account। এই ডিম্যাট অ্যাকাউন্ট 18 বছরের উর্ধ্বে যেকোনো ব্যক্তি খুলতে পারেন। ডিম্যাট একাউন্টগুলিকে পরিচালনা করে CDSL [Central Depository Services (India) Limited] ও NSDL [National Securities Depository Limited]। Up stock, Grow এর মত বিভিন্ন কোম্পানি বিনিয়োগকারীদের একাউন্ট খোলার সুবিধা প্রদান করে। শুধুমাত্র মে 18 বছরের উপরে হলেই ডিম্যাট একাউন্ট খুলতে পারবেন তা কিন্তু নয়, ১৮ বছরের নিচে অর্থাৎ একজন নাবালক বা বাচ্চার নামেও খোলা যাবে ডিম্যাট অ্যাকাউন্ট। একজন বাচ্চার নামে কিভাবে ডিম্যাট একাউন্ট খুলবেন কি কি কাগজপত্র প্রয়োজন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
বাচ্চাদের নামেও খোলা যাবে Demat Account
১৮ বছরের নিচে কোন বাচ্চার নামে Demat Account অফলাইনে এবং অনলাইনে দুইভাবেই খোলা যাবে। বাচ্চার নামে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময় ওই বাচ্চা বিভিন্ন নথিপত্র সহ তার অভিভাবকেরাও বিভিন্ন নথিপত্র প্রয়োজন। ১৮ বছরের নিচে কোন বাচ্চার নামে ডিম্যাট একাউন্ট খোলা গেলেও সেটি পরিচালনা তার অভিভাবকেরা করতে পারবে। এছাড়াও নাবালকের নামে ডিম্যাট একাউন্টের অনেক সীমাবদ্ধতা রয়েছে।
কি কি কাগজপত্র প্রয়োজন
এবার জেনে নেওয়া যাক একজন নাবালকের একাউন্ট খোলার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন।
- প্যান কার্ড
- আধার কার্ড
- ব্যাংকের স্টেটমেন্ট
- নাবালকের বয়সের প্রমাণপত্র
- অভিভাবকের ঠিকানার প্রমাণপত্র
কিভাবে নাবালকের নামে ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন
জেরোধার মাধ্যমে ডিম্যাট একাউন্ট খেলার ক্ষেত্রে বয়সের কোন সীমাবদ্ধতা নেই। নাবালকের নামে ডিম্যাট একাউন্ট খোলার জন্য তার অভিভাবকের ডিম্যাট একাউন্ট থাকা প্রয়োজন। এবার স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক কিভাবে একজন নাবালকের একাউন্ট খুলবেন।
মিস করবেন না » Options Trading: সহজ বাংলা ভাষায় অপশন ট্রেডিং বুঝুন, মোটা টাকা আয় করার একটি রাস্তা
(১) নাবালকের নামে ডিম্যাট একাউন্ট খোলার জন্য প্রথমে অভিভাবকের ডিবিট একাউন্টটি জেরোধাতে লগইন করতে হবে।
(২) এরপর প্রোফাইল ভেরিফাই করে Continue অপশনে ক্লিক করতে হবে।
(৩) এরপর রেজিস্টার করা মোবাইল নাম্বারটি দিতে হবে এবং সেই নাম্বারে একটি ওটিপি আসবে সেটিও ফিলাপ করতে হবে।
(৪) এরপর জন্মতারিখ এবং প্যান কার্ডের নম্বর বসিয়ে পুনরায় Continue অপশনে ক্লিক করতে হবে।
(৫) এরপর ডিজিলকার পেজে গিয়ে আধার নাম্বার দিয়ে Next অপশনটিতে ক্লিক করতে হবে।
(৬) এরপর নাবালকের ব্যাংকের তথ্য দিয়ে Continue অপশনটিতে ক্লিক করতে হবে এবং শেষে Proceed অপশনটিতে ক্লিক করে ভেরিফাই করতে হবে।
(৭) এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
(৮) সর্বশেষে অভিভাবকের ই সাইনের মাধ্যমে নাবালকের নামে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন হবে।
(৯) এরপর ৪৮ ঘণ্টার মধ্যে আবেদনের তথ্য ইমেইলে আইডিতে পাঠিয়ে দেওয়া হবে।
অবশ্যই পড়ুন » Share Market: টেকনিক্যাল এনালাইসিস করে ভাল শেয়ার কেনার কৌশল, শেয়ার বাজারে থেকে ধনী হতে সাহায্য করবে
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇
teiah lundorph
Brantson Schoettler