Cheapest Personal Loan Tips: ব্যাংকে লোন নিতে গিয়ে যদি দেখা যায় অনেক কম সুদ লাগছে, তাহলে এর চেয়ে ভালো আর কিছু নেই। তাই আজ আমরা সস্তায় ব্যাক্তিগত ঋণ (Personal Loan) নেওয়ার ৫টি টিপস্ সম্পর্কে জানবো, যা আপনাকে যেকোনো ব্যাংক থেকে অনেক কম সুদে লোন পেতে সাহায্য করবে।
সস্তায় ঋণ নেওয়ার টিপস্ (Cheapest Personal Loan Tips)
আপনি কোনো ব্যাংকে লোন নিতে গেলে দেখবেন, আপনার ক্রেডিট স্কোর ভালো থাকলে কম সুদে ব্যাক্তিগত ঋণ পাবেন। আবার, যদি আপনার ক্রেডিট স্কোর খারাপ হয়, তাহলে ব্যাক্তিগত ঋণ নিতে অনেক বেশি সুদ লাগবে। এরকম আরো কিছু বিষয় মাথায় রাখলে আপনি সস্তায় পার্সোনাল লোন নিতে পারবেন। নিচে কিছু সস্তায় ব্যাক্তিগত ঋণ নেয়ার টিপস্ (Cheapest Personal Loan Tips) উল্লেখ করা হলো, যা আপনাকে কম সুদে লোন নিতে সাহায্য করবে।
১) ভালো ক্রেডিট স্কোর রাখুন
আপনার ক্রেডিট স্কোর ভালো থাকা মানে ব্যাংক আপনার উপর বিশ্বাস করতে পারবে যে, আপনি সময় মতো ঋণ শোধ করবেন। যার কারণে ব্যাংক আপনাকে কম সুদের হারে ব্যাক্তিগত ঋণ দেয়। তাই ভালো ক্রেডিট স্কোর বজায় রাখা সবথেকে বেশি গুরুত্বপূর্ন।
২) সঠিক ঋণ নির্বাচন করুন
আপনি যদি ব্যাক্তিগত ঋণ নিতে যান, তাহলে সঠিক ঋণ নির্বাচন করা অত্যন্ত গুরত্বপূর্ণ। অসুরক্ষিত ঋণের তুলনা সুরক্ষিত ঋণের সুদের হার কম হয়। অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে সুরক্ষিত ঋণ নিন, এতে আপনাকে কম সুদ দিতে হবে। আপনি আপনার FD, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগের বিপরীতে সুরক্ষিত ঋণ নিতে পারবেন।
৩) ঋণের মেয়াদ ছোট রাখুন
আপনি লক্ষ্য করে দেখবেন বেশি মেয়াদের জন্য লোন নিলে, সুদের হার কম থাকে। কিন্তূ সুদের হার কম হলেও এতে আপনাকে বেশি সুদ গুনতে হবে। কারণ, আপনাকে বেশি সময়ের জন্য EMI দিতে হবে। তাই সব সময় ঋণের মেয়াদ যতটা সম্ভব ছোট রাখার চেষ্টা করুন।
৪) একাধিক ব্যাংকের তুলনা করুন
কম টাকা লোন নেওয়ার জন্য এই কাজ করার প্রয়োজন নেই। তবে, আপনি যদি বেশি টাকা লোন নেওয়ার পরিকল্পনা করছেন তাহলে একাধিক ব্যাংকের তুলনা করুন। শুধুমাত্র সুদের হার নয়, সঙ্গে প্রসেসিং ফি এবং অন্যান্য চার্জগুলিরও তুলনা করে দেখুন।
৫) ব্যাংকের সঙ্গে আলোচনা করুন
ব্যাংক থেকে লোন নেওয়ার সময় তাদের সঙ্গে সুদের হার সম্পর্কে আলোচনা করুন। আপনি তাদেরকে সুদের হার কিছুটা কমানোর জন্য অনুরোধ করুন। ব্যাংকের সঙ্গে দর কষাকষি করতে লজ্ঞা করা যাবে না। এতে আপনি কিছুটা সস্তায় ঋণ পেতে পারেন।
অবশ্যই পড়ুন » Cibil Score: ভালো সিবিল স্কোর থাকলে ব্যাংক থেকে সহজেই লোন পাওয়ার সাথে পাবেন একাধিক সুবিধা, জেনে নিন বিস্তারিত।
উপসংহার
আপনার ভালো ক্রেডিট স্কোর আপনাকে সস্তায় ব্যাক্তিগত ঋণ নিতে সাহায্য করবে। তাছাড়া কম সুদের হারে ঋণ নেওয়ার জন্য আপনাকে সঠিক ঋণ নির্বাচন করতে হবে এবং ঋণের মেয়াদ ছোট রাখার চেষ্টা করতে হবে। এছাড়াও একাধিক ব্যাংকের তুলনা এবং ব্যাংকের সঙ্গে আলোচনা করাও জরুরি।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇