শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে মিলবে দুর্দান্ত রিটার্ন! ১ লাখে কত রিটার্ন পাবেন দেখুন।‌

Updated on:

অর্থ বিনিয়োগের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট। এক্ষেত্রে বিভিন্ন ব্যাংক বিভিন্ন সময়ে তাদের গ্রাহকদের জন্য ফিক্সড ডিপজিটে দারুন সুদ সহ অফার দিয়ে থাকে। আপনি যদি নির্দিষ্ট ওই সময়ের মধ্যে ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি অল্প সময়ের মেয়াদে দুর্দান্ত সুদ সহ রিটার্ন পেতে পারেন। সম্প্রতি দেশের জনপ্রিয় ব্যাংক কানাডা ব্যাঙ্ক ৪৪৪ দিনের ফিক্স ডিপোজিট লঞ্চ করেছে। আপনি যদি এই ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন তাহলে এই অল্প সময়ের মেয়াদী আপনি দুর্দান্ত সুচ পাবেন এবং আরো একাধিক সুবিধা পাবেন আজকের এই প্রতিবেদনে কানাডা ব্যাংকের এই ফিক্সড ডিপোজিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

কানাড়া ব্যাঙ্ক এর ৪৪৪ দিনে ফিক্সড ডিপোজিট 

দেশের জনপ্রিয় ব্যাংক গুলির মধ্যে অন্যতম একটি ব্যাংক হল কানাড়া ব্যাংক। সম্প্রতি কানাড়া ব্যাঙ্ক ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিট স্কিম লঞ্চ করেছে। যে সকল ব্যক্তির কানাড়া ব্যাংকে একাউন্ট রয়েছে সেই সকল ব্যক্তিরা এই অল্পমেয়াদি ফিক্সড ডিপোজিট এর সুবিধা নিতে পারবে। এছাড়াও, যে সকল ব্যক্তির এই ব্যাংকে অ্যাকাউন্ট নেই তারাও এই ফিক্সড ডিপোজিটের সুবিধার নিতে পারবে এর জন্য নিকটবর্তী ব্যাংক বা ব্যাংকের শাখা থেকে এই ব্যাংকে ৪৪৪ দিনের এই ফিক্সড ডিপোজিট স্কিমের বিনিয়োগ করার জন্য অ্যাকাউন্ট খুলতে হবে। 

আরও পড়ুন: SBI FD: স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে 1 লক্ষ টাকা জমা করলে কত টাকা রিটার্ন পাবেন? সুদ সহ হিসাব দেখুন।

সুদের হার 

কানাড়া ব্যাঙ্কের ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিক অর্থাৎ যে সকল ব্যক্তির বয়স ১৮ থেকে ৪০ বছর তারা বার্ষিক ৭.২৫ শতাংশ হারে সুদ পাবে এবং সিনিয়র সিটিজেন অর্থাৎ ৬০ বছরের ঊর্ধ্বে যেসকল ব্যক্তির বয়স তারা এই ফিক্সড ডিপোজিট থেকে সাধারণ নাগরিকদের তুলনায় ০.৫০ শতাংশ বেশি তথা বার্ষিক ৬.৭৫ শতাংশ আ

হারে সুদ পাবে। 

১ লক্ষ টাকা রিটার্নের পরিমাণ

এক্ষেত্রে আপনি যদি কানাড়া ব্যাংকের ৪৪৪ দিনের ফিক্স ডিপোজিটে এক লক্ষ টাকা জমা করেন তাহলে কত রিটার্ন পাবেন দেখে নিন। 

  • সাধারণ নাগরিক: ১ লক্ষ টাকায় ৭.২৫ শতাংশ সুদের হারে রিটার্ন পাবেন ১ লক্ষ ৯ হাজার টাকা 
  • সিনিয়র সিটিজেন ১ লক্ষ টাকা জমা করে ছাত্র পঁচাত্তর শতাংশ সুদের হারে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন ১ লক্ষ ১০ হাজার টাকা। 

আরও পড়ুন: Post Office FD Scheme: পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম কি? জানুন সুদের হার, মেয়াদ এবং নিয়মাবলী

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।