Branch Post Office vs Sub-post Office: বর্তমান সময়ে অনেকেই পোস্ট অফিসে একাউন্ট ওপেন করতে চাই কারণ পোস্ট অফিসে বিভিন্ন সরকারি এবং বেসরকারি ব্যাংকের তুলনায় বেশি সুদ পেয়ে থাকেন গ্রাহকরা। এছাড়াও পোস্ট অফিসে সেভিংস একাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের সাথে সাথে আরো একাধিক স্কিম রয়েছে যে স্কিমগুলোতে সাধারণ মানুষ বিনিয়োগ করে খুব ভালো রিটার্ন পেতে পারেন। কিন্তু পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার কি কি সুবিধা রয়েছে? এবং গ্রামীণ পোস্ট অফিসে নাকি সাব-পোস্ট অফিসে কোথায় একাউন্ট করলে বেশি সুবিধা পাওয়া যাবে জেনে নিন আজকের এই প্রতিবেদন থেকে।
পোস্ট অফিসে একাউন্ট খোলার সুবিধা
পোস্ট অফিসে একাউন্ট ওপেন করার আগে অবশ্যই জেনে নেওয়া দরকার যে পোস্ট অফিসে একাউন্ট ওপেন করলে কি কি সুবিধা পাওয়া যাবে।
- পোস্ট অফিসের অ্যাকাউন্ট সবচেয়ে সুরক্ষিত, পোস্ট অফিস আপনি নিরাপদে টাকা জমা রাখতে পারেন।
- ব্যাংকের তুলনায় পোস্ট অফিসের সেভিংস একাউন্ট, ফিক্সড ডিপোজিট ও অন্যান্য স্কিমে বেশি সুদ পাওয়া যায়।
- গ্রাম থেকে শহরের সর্বত্রই পোস্ট অফিস রয়েছে তাই পোস্ট অফিসের লেনদেন করার জন্য কোন অসুবিধা হবে না
- পোস্ট অফিসে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, কিষান বিকাশ পত্র ও সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো একাধিক স্কিম রয়েছে।
- পোস্ট অফিসে একাউন্ট খোলার জন্য কোন রকম টাকা পয়সা লাগবে না।
- পোস্ট অফিসের স্কিম গুলোতে টাকা রাখলে আপনি ট্যাক্সের ছাড় পাবেন
অবশ্যই পড়ুন: Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে মূলের চেয়েও বেশি সুদ পাবেন! জানুন বিনিয়োগের কৌশল
গ্রামীণ পোস্ট অফিস নাকি সাব-পোস্ট অফিস কোথায় বেশি সুবিধা
পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার কথা উঠলে আমাদের কাছে দুটি রাস্তা খোলা থাকে প্রথমত গ্রামীণ পোস্ট অফিসে একাউন্ট ওপেন করা এবং দ্বিতীয়ত সাব-পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খোলা। এক্ষেত্রে কোন জায়গায় বেশি সুবিধা পাবেন সেটি যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- গ্রামীন পোস্ট অফিসের সুবিধা: আপনি যদি গ্রামীন পোস্ট অফিসে একাউন্ট খুলেন তাহলে দেশের যে কোন গ্রামীন পোস্ট অফিস এবং সাব-পোস্ট অফিস থেকে টাকা লেনদেন করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি সাব-পোস্ট অফিসে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি শুধুমাত্র সাব-পোস্ট অফিসগুলি থেকে টাকা লেনদেন করতে পারবেন।
- সাব-পোস্ট অফিসের সুবিধা: আপনি যদি সাব-পোস্ট অফিসে একাউন্ট ওপেন করেন তাহলে একসাথে অধিক পরিমাণ টাকা লেনদেন করতে পারবেন কিন্তু আপনি যদি গ্রামীণ পোস্ট অফিস একাউন্ট ওপেন করে গ্রামীন পোস্ট অফিসে টাকা তুলতে চান তাহলে সেখান থেকে বেশি টাকা তুলতে পারবেন না, কারণ গ্রামীণ পোস্ট অফিস খুলে যে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না। এক্ষেত্রে আপনি যদি বেশি টাকা তুলতে চান তাহলে আপনাকে গ্রামীন পোস্ট অফিস থেকে সাব-পোস্ট অফিসে পাঠিয়ে দেওয়া হবে।
জেনে রাখুন: Post Office MIS: পোস্ট অফিসের এই স্কিম থেকে প্রতি মাসে পাবেন ৯,০০০ টাকা! কিভাবে একাউন্ট খুলবেন জানুন।
এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇