শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Bank Holiday – অক্টোবর মাসে 16 দিন ব্যাংক বন্ধ, দুর্ভোগ এড়াতে দেখেনিন ব্যাংক বন্ধের তালিকা

Photo of author

By Anjan Mahata

গ্রুপে যুক্ত হনচ্যানেলে যুক্ত হন

Bank Holiday List in October 2023: সামনেই অক্টোবর মাসে দুর্গাপূজা। সকলে দুর্গাপূজায় নতুন জামা-প্যান্ট, নতুন শাড়ি এবং বাড়ির প্রয়োজনীয় জিনিসের কেনাকাটা করে থাকেন। পূজোর কেনাকাটা করার জন্য সরকারি কর্মচারী থেকে শুরু করে সকলকে ব্যাংকে টাকা তুলতে যেতে হবে। কিন্তু ব্যাংকে গিয়ে যদি দেখেন ব্যাংক বন্ধ তাহলে হয়রানির শিকার হতে হয়। বছরের প্রত্যেক মাসে যেরকম সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি থাকে সেরকম ব্যাংকেও প্রতিমাসে নির্দিষ্ট কয়েকটি দিন ছুটি থাকে।

প্রত্যেক মাসে কোন কোন দিন ছুটি থাকবে তার একটি তালিকা RBI মাস শুরুর আগে প্রকাশ করেন। ঠিক তেমনি এবারও অক্টোবর মাস শুরু হতে না হতেই অক্টোবর মাসের ছুটির তালিকা প্রকাশ করেছে RBI। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা প্রকাশিত হওয়া অক্টোবর মাসে ছুটির তালিকা অনুযায়ী এ মাসে ১৬ দিন ব্যাংক বন্ধ রয়েছে।

আজকের এই প্রতিবেদনটিতে পুজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে কত দিন ব্যাংক বন্ধ রয়েছে তার তালিকা জানতে পারবেন। ব্যাংক বন্ধের (Bank Holiday List) এই তালিকাটি যদি আপনি আগে থেকেই জেনে থাকেন তাহলে আপনাকে অসুবিধায় পড়তে হবে না। কিন্তু সর্বদা মনে রাখবেন জায়গা বিশেষে ব্যাংক বন্ধের তালিকা (Bank Holiday List) ভিন্ন।

অবশ্যই দেখুন » ব্যাংক ডুবে গেলে বা বন্ধ হয়ে গেলে অর্থাৎ ব্যাংক দেওলিয়া হয়ে গেলে আপনার টাকার কি হবে? আপনি কি আপনার টাকা ফিরে পাবেন জেনেনিন বিস্তারিত।

অক্টোবর মাসে ব্যাংক বন্ধের তালিকা (Bank Holiday List in October 2023)

এবার দেখে নেওয়া যাক পূজোর মাসে অর্থাৎ অক্টোবর মাসে কত দিন ব্যাংক বন্ধ (Bank Holiday) রয়েছে এবং কি উপলক্ষে ব্যাংক বন্ধ রয়েছে তার সম্পূর্ণ তালিকা।

নংব্যাংক বন্ধের তারিখব্যাংক বন্ধের কারণ
১)০১.১০.২০২৩অক্টোবর মাসের প্রথম রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
২)০২.১০.২০২৩গান্ধী জয়ন্তী উপলক্ষে পুরো দেশজুড়ে ব্যাংক বন্ধ।
৩)০৮.১০.২০২৩অক্টোবর মাসের দ্বিতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
৪)১৪.১০.২০২৩মহালয়া উপলক্ষে ব্যাংক বন্ধ এবং অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
৫)১৫.১০.২০২৩অক্টোবর মাসের তৃতীয় রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
৬)১৮.১০.২০২৩কাতি বিহু উপলক্ষ্যে এইদিন শুধুমাত্র গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৭)২১.১০.২০২৩মহাসপ্তমী উপলক্ষে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাংক বন্ধ থাকবে।
৮)২২.১০.২০২৩অক্টোবর মাসের চতুর্থ রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)। এছাড়াও ঐদিন মহা অষ্টমী।
৯)২৩.১০.২০২৩মহানবমী উপলক্ষে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাংক বন্ধ।
১০)২৪.১০.২০২৩বিজয়া দশমী উপলক্ষে এবং দশেরা উপলক্ষে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে ব্যাংক বন্ধ।
১১)২৫.১০.২০২৩এই দিন গ্যাংটকে এবং সিকিমে ব্যাংক বন্ধ।
১২)২৬.১০.২০২৩গ্যাংটক, সিকিম, জম্মু, জয়পুর এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৩)২৭.১০.২০২৩এই দিন গ্যাংটকে এবং সিকিমে ব্যাংক বন্ধ।
১৪)২৮.১০.২০২৩অক্টোবর মাসের চতুর্থ শনিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)।
১৫)২৯.১০.২০২৩অক্টোবর মাসের পঞ্চম রবিবার ( পুরো দেশের ব্যাংক জুড়ে সাপ্তাহিক ছুটি)
১৬)৩১.১০.২০২৩সর্দার বল্লবভাই প্যাটেল এর জন্মবার্ষিকী উপলক্ষে গুজরাটে ব্যাংক বন্ধ।

অবশ্যই পড়ুন » ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই ৩০ সেপ্টেম্বরের আগে করতে হবে এই কাজ, RBI এর নির্দেশ

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

5 thoughts on “Bank Holiday – অক্টোবর মাসে 16 দিন ব্যাংক বন্ধ, দুর্ভোগ এড়াতে দেখেনিন ব্যাংক বন্ধের তালিকা”

  1. আমি ত আবেদন করছি তাহলে আমি টাকা পাচ্ছি না কেন ০১৯৯৯১৪২৩২৭ এটা আমার নগদ একাউন্টা ৪৫০০০টাকা দেন

    Reply
  2. Most of the people only find that 16 days holiday. But the news published by you in bengoli. So the bengoli people think 16 days bank close in Bengal. So please rectify your news.

    Reply

Leave a Comment