শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Bank Holiday in in April 2024: এপ্রিল মাসে দেশ জুড়ে ১২ দিন ব্যাংক বন্ধ! ঝামেলায় পড়ার আগে ব্যাংক বন্ধের তালিকা দেখুন।

Updated on:

Bank Holiday in in April 2024: আপনি যদি প্রতিনিয়ত ব্যাংকে টাকা লেনদেন করেন তাহলে আপনার অবশ্যই জানা দরকার কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে নইলে ব্যাংকে গিয়ে হয়রানির শিকার হতে হবে। তাই আপনি যদি আগে ভাগেই জেনে থাকেন এপ্রিল মাসে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে তাহলে আপনাকে হয়রানির শিকার হবে না।

এপ্রিল মাসে ব্যাংক বন্ধের তালিকা (Bank Holiday in in April 2024)

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই সারা বছরের ব্যাংক ছুটির তালিকা প্রকাশ করে থাকে। সেই তালিকাতে সারা দেশ জুড়ে প্রত্যেক মাসে কোন কোন তারিখে ব্যাংক বন্ধ থাকছে এবং কি কারনে ব্যাংক বন্ধ থাকবে সমস্যা কিছু উল্লেখ করা থাকে। সেই তালিকা থেকে ২০২৪ সালে এপ্রিল মাসে কত দিন ব্যাং বন্ধ থাকবে তার একটি লিস্ট তৈরি করা হয়েছে। এবার নিচের তালিকা থেকে দেখে নিন এপ্রিল মাসেই কোন কোন তারিখে কি কি কারণে ব্যাংক বন্ধ থাকছে।

ব্যাংক বন্ধের তারিখব্যাংক বন্ধের বারব্যাংক বন্ধের কারন
০৫/০৪/২০২৪শুক্রবারবাবু জগজীবন রামের জন্মদিন উপলক্ষে তেলেঙ্গানা এবং জম্মুতে ব্যাংক বন্ধ থাকবে।
০৭/০৪/২০২৪রবিবাররবিবার এর কারণে ব্যাংক বন্ধ থাকবে
০৯/০৪/২০২৪মঙ্গলবারনববর্ষের দিন, সাজিবু নংমাপানবা (চেরাওবা), ১ম নবরাত্রের জন্য মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মণিপুর, গোয়া, জম্মু এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে
১০/০৪/২০২৪বুধবারবোহাগ বিহু উপলক্ষে ত্রিপুরা, আসাম, মণিপুর, জম্মু এবং শ্রীনগরে ব্যাংক বন্ধ থাকবে।
১৩/০৪/২০২৪শনিবারদ্বিতীয় শনিবার উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে
১৪/০৪/২০২৪রবিবাররবিবার হওয়ার কারণে সাপ্তাহিক ছুটি থাকবে।
১৫/০৪/২০২৪সোমবারমার্চ মাসের দ্বিতীয় শনিবার তাই সম্পূর্ণ দেশের ব্যাংক বন্ধ থাকবে।
১৬/০৪/২০২৪মঙ্গলবাররাম নবমী এর কারণে বিভিন্ন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে।
২০/০৪/২০২৪শনিবারগড়িয়া পূজা উপলক্ষে ত্রিপুরায় ব্যাংক বন্ধ থাকবে।
২১/০৪/২০২৪রবিবাররবিবার হওয়ার কারণে দেশের সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
২৭/০৪/২০২৪শনিবারএপ্রিল মাসের চতুর্থ শনিবার উপলক্ষে দেশ জুড়ে ব্যাংক বন্ধ।
২৮/০৪/২০২৪রবিবাররবিবারের কারণে দেশের সমস্ত জায়গার ব্যাংক বন্ধ থাকবে।
Bank Holidays In April 2024

আরোও পড়ুন » কতদিন লেনদেন না করলে ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যায়, অবশ্যই জেনে নিন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।