Bangiya Gramin Vikash Bank FD Interest Rate: অর্থ বিনিয়োগের কথা উঠলে সবার প্রথমে আসে ফিক্সড ডিপোজিটের কথা, কারণ ফিক্সড ডিপোজিটে অর্থ বিনিয়োগ সম্পূর্ণ নিরাপদ। কিন্তু ফিক্সড ডিপোজিট করার আগে অবশ্যই একটি ভাল ব্যাংক নির্বাচন করতে হবে যেখানে আপনি সর্বাধিক সুদ পাবেন। আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় ব্যাংক বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের সুদের হার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট
পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় ব্যাংক হল বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক। এই ব্যাংক তার গ্রাহকদের সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছরের ফিক্সড ডিপোজিট অফার করে থাকে। ৭ দিন থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটে আপনি সর্বনিম্ন ৩ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।
Bangiya Gramin Vikash Bank FD Interest Rate: বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট এ সুদের হার
বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে সুদের হার অন্যান্য ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতই ব্যক্তির বয়সের উপর নির্ভর করে। ১৮ থেকে ৬০ বছর বয়সের ব্যক্তি অর্থাৎ সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে সুদের আর ভিন্ন এবং সিনিয়র সিটিজেন অর্থাৎ যে সকল ব্যক্তির বয়স 60 বছরের ঊর্ধ্বে তাদের জন্য সুদের হার ভিন্ন। নিচে বঙ্গীয় বিকাশ ব্যাংকের মেয়াদ অনুযায়ী ফিক্সড ডিপোজিটে সুদের হার দেওয়া হয়েছে।
আরোও পড়ুন » PNB Fixed Deposit Interest Rate: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের হার, সম্পূর্ণ তালিকা দেখুন
ফিক্সড ডিপোজিটের মেয়াদ | সাধারণ নাগরিকদের সুদের হার (বয়স: ১৮ থেকে ৬০) | সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে (সুদের হার বয়স: ৬০+…) |
৭ থেকে ১৪ দিন | ৩.৫০ শতাংশ | ৩.৫০ শতাংশ |
১৫ থেকে ২৯ দিন | ৩.৫০ শতাংশ | ৩.৫০ শতাংশ |
৩০ থেকে ৪৫ দিন | ৩.৫০ শতাংশ | ৩.৫০ শতাংশ |
৪৬ থেকে ৯০ দিন | ৪.৫০ শতাংশ | ৪.৫০ শতাংশ |
৯১ থেকে ১৭৯ দিন | ৪.৫০ শতাংশ | ৪.৫০ শতাংশ |
১৮০ থেকে ২৭০ দিন | ৫.৫০ শতাংশ | ৫.৫০ শতাংশ |
২৭১ থেকে ১ বছরের কম | ৫.৫০ শতাংশ | ৫.৫০ শতাংশ |
১ বছরের | ৭.০০ শতাংশ | ৭.৫০ শতাংশ |
১ বছর ১ দিন থেকে ২ বছর পর্যন্ত | ৭.০০ শতাংশ | ৭.৫০ শতাংশ |
২ বছর ১ দিন থেকে ৩ বছর পর্যন্ত | ৬.৫০ শতাংশ | ৭.০০ শতাংশ |
৩ বছর ১ দিন থেকে ৫ বছর পর্যন্ত | ৬.৫০ শতাংশ | ৭.০০ শতাংশ |
৫ বছর ১ দিন থেকে ১০ বছর পর্যন্ত | ৬.৫০ শতাংশ | ৭.০০ শতাংশ |
অবশ্যই পড়ুন: SBI FD Interest Rates 2024: FD-তে নতুন সুদের হার জারি করল SBI, জেনেনিন এবার কতদিনে কতো সুদ পাবেন
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇