ভবিষ্যৎ সুরক্ষিত করতে বেশিরভাগ মানুষ বিনিয়োগ করে থাকেন একাধিক স্কীমে। যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো এফ বা ফিক্সড ডিপোজিট। তবে অনেকেই আছেন যারা ব্যাংকে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্ট খুলে রেখেছেন। যেখানে মাত্র ২ থেকে ৩ শতাংশ হারে সুদ পাওয়া যায়। অন্যদিকে এফডি করলে পাওয়া যাবার ৬ থেকে ৯ শতাংশ হারে সুদ। এবার প্রশ্ন হলো আপনি কীভাবে সেভিংস অ্যাকাউন্ট থেকেই এফডিতে টাকা জমা করতে পারবেন কিংবা সঞ্চয়ের খাতা খুলে এফডির সুবিধা পাবেন? চলুন আজ সে বিষয়েই আজকের প্রতিবেদনে আপনাদের জানাবো।
Auto Sweep Facility in Sevings Account
আপনার যদি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে এবং আপনি এফডির সুবিধা নিতে চান তাহলে আপনি সুইপ-ইন-এফডি (Auto Sweep Facility) করতে পারেন। এর মধ্যে দিয়ে আপনি সেভিংস অ্যাকাউন্ট থেকেই এফডির সুবিধা পাবেন অর্থাৎ আপনি এক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের সমান সুদ পাবেন। এটি একটি অটো সুইপ প্রক্রিয়া (Auto Sweep Facility) যেখানে ব্যাংকের খাতায় থাকা অতিরিক্ত অর্থ এফডিতে স্থানান্তর করা হয়। তবে এর জন্য প্রথমে অ্যাকাউন্টে থ্রেশহোল্ড লিমিট সেট করতে হয়। থ্রেশহোল্ড লিমিট সেট আসলে সেই সীমা, যে সীমা পার করলে অর্থ অটোমেটিক এফডিতে স্থানান্তরিত হবে।
টাকার পরিমান
সুইপ ইন এফডির (Auto Sweep Facility) ক্ষেত্রে ব্যাংক বা গ্রাহক একটি নির্দিষ্ট থ্রেশহোল্ড লিমিট সেট করে দেয়। আর সেই সীমা পার না করলে এফডিতে টাকা স্থানান্তর হয় না। একটি উদাহরণ দিলে স্পষ্ট বোঝা যাবে। ধরুন আপনার ব্যাংকের খাতায় ৪০০০০ টাকা জমা আছে এবং আপনার থ্রেশহোল্ডের সীমা ৩০ হাজার টাকা। অন্যদিকে নুন্যতম এফডির পরিমান ১০ হাজার টাকা। তাহলে ব্যাংক আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা এফডিতে স্থানান্তর করে দেবে।
মেয়াদের সময়সীমা
এবার আসি মেয়াদের কথায়। সেভিংস অ্যাকাউন্ট থেকে যে অর্থ এফডিতে স্থানান্তর করা হবে তা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জমা রাখতে হবে। তার আগে এফডি থেকে টাকা তোলা যাবে না। ব্যাংক এই এফডির নির্দিষ্ট সীমা বেঁধে দেবে। তবে যদি মেয়াদ পূর্ণের আগেই এফডি থেকে টাকা তুলে নেন, তাহলে আপনার জমাকৃত অর্থ থেকে ১ শতাংশ টাকা কেটে নেওয়া হবে।
এক্ষেত্রে এফডি করার সময় LIFO বা FIFO-র মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। LIFO মানে শেষে করা এফডি আগে ভাঙা যাবে। অন্যদিকে FIFO মানে প্রথমে করা এফডি আগে ভাঙা যাবে। এই দুটি বিকল্প তখনই কার্যকর যদি মেয়েদের আগেই আপনি টাকা তুলে নিতে চান। তবে এফডির ক্ষেত্রে LIFO বা FIFO-র মধ্যে কোন বিকল্পটি বেছে নেবেন, তা নির্ভর করবে এফডির মেয়াদের উপর।
অবশ্যই পড়ুন » পোস্ট অফিসের এই স্কিমে স্বামী-স্ত্রী একসাথে অ্যাকাউন্ট খুলে টাকা রাখলে প্রতি মাসে পাবেন 9,000 টাকা
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇
Amazing
Now SB account may survive,
এই ভালো তথ্য সমৃদ্ধ আলোচনার জন্যে ধন্যবাদ জানাই।
Good proposal