Post Office Interest Rate 2023: আমরা সকলে আমাদের উপার্জন করা অর্থ ভবিষ্যতের জন্য ব্যাংক বা পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকি। অনেকে ব্যাংকের তুলনাই পোস্ট অফিসে বিনিয়োগ করতে বেশি পছন্দ করেন কারণ পোস্ট অফিস কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত তাই সম্পূর্ণ রিস্ক ফ্রি। এছাড়াও পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে যা গ্রাহকদের খুব ভালো পরিমাণ রিটার্ন দিয়ে থাকে। পোস্ট অফিসের প্রতিটি স্কিমের ইন্টারেস্ট রেট প্রতি কোয়ার্টারে পরিবর্তন করা হয়। সম্প্রতি অক্টোবর মাসে পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট (Post Office Interest Rate) এর পরিবর্তন করা হয়েছে। তাই আপনি যদি পোস্ট অফিসের অর্থ বিনিয়োগ করতে চান তাহলে আপনার অবশ্যই পোস্ট অফিসের কোন স্কিমে কত সুদ দিচ্ছে এসম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরী।
এবার দেখে নেওয়া যাক পোস্ট অফিসের সমস্ত স্কিম সমূহ
নং | স্কিমের নাম |
---|---|
১) | পোস্ট অফিস সেভিংস একাউন্ট (POSB) |
২) | সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) |
৩) | সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) |
৪) | মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC) |
৫) | কিষান বিকাশ পাত্র (KVP) |
৬) | মাসিক ইনকাম স্কিম (MIS) |
৭) | ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) |
৮) | পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) |
৯) | ফিক্সড ডিপোজিট (FD) |
১০) | রেকারিং ডিপোজিট (RD) |
Post Office Interest Rate October to December
পোস্ট অফিসের কোন স্কিমে কত শতাংশ সুদ (Post Office Interest Rate) দিচ্ছে তা নীচের তালিকা থেকে দেখে নেওয়া যাক।
নং | স্কিমের নাম | সুদের পরিমাণ |
---|---|---|
১) | ফিক্সড ডিপোজিট (FD) | ** ১ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৯০ শতাংশ। ** ২ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.০০ শতাংশ। ** ২ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.০০ শতাংশ। ** ৫ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৭.৫০ শতাংশ। |
২) | পোস্ট অফিস সেভিংস একাউন্ট (POSB) | সুদের হার ৪.০০ শতাংশ। |
৩) | রেকারিং ডিপোজিট (RD) | সুদের পরিমাণ ৬.৭০ শতাংশ। |
৪) | সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) | সুদের পরিমাণ ৮.০০ শতাংশ। |
৫) | কিষান বিকাশ পাত্র (KVP) | সুদের হার ৭.৫০ শতাংশ। |
৬) | মাসিক ইনকাম স্কিম (MIS) | সুদের পরিমাণ ৭.৪০ শতাংশ। |
৭) | ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NSC) | সুদের হার ৭.৭০ শতাংশ। |
৮) | পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) | সুদের পরিমাণ ৭.১০ শতাংশ। |
৯) | সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) | সুদের পরিমাণ ৮.২০ শতাংশ। |
১০) | মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC) | সুদের হার ৭.৫০ শতাংশ। |
আপনি যদি পোস্ট অফিসে বিনিয়োগ করতে চান তাহলে অবশ্যই উপরের ইন্টারেস্টে রেটের (Post Office Interest Rate) তালিকাটি ভালো ভাবে দেখেনিন এবং এই প্রতিবেদনটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করুন এবং তাদেরকে অবশ্যই জানার সুযোগ করে দিন।
অবশ্যই পড়ুন » Post Office -এ প্রতি মাসে 1000 টাকা জমা করলে 5 বছর পর কত টাকা রিটার্ন পাবেন
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇
Comments are closed.