শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

lakshmir Bhandar: লক্ষীর ভান্ডারের টাকা উধাও! আপনি ঠিকমত টাকা পাচ্ছেন কিনা দেখে নিন

Updated on:

অবাক কাণ্ড! লক্ষ্মী ভাণ্ডারের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। গ্রাহকের অ্যাকাউন্টে টাকা না ঢুকে অন্য অ্যাকাউন্টে যাচ্ছে টাকা। আর এর পিছনে রয়েছে সাইবার প্রতারকরা। খবর সামনে আসতেই চিন্তায় পরেছেন বাড়ির মহিলারা। চেক করছেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রতি মাসে আপনার টাকা ঠিক ঠাক ঢুকছে তো? কারা হাতিয়ে নিচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের টাকা? এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছেন সরকার? আসুন জেনে নেওয়া যাক।

লক্ষীর ভান্ডারের টাকা পাচ্ছেন না সাধারণ গ্রাহক

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে অনেকদিন আগেই স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়া হয়েছে। কিন্তু অভিযোগ ওঠে অনেক পড়ুয়া টাকা পায়নি। যদিও সরকার সমস্ত টাকা দিয়ে দিয়েছিল। অভিযোগ সামনে আসতেই শুরু হয় তদন্ত। আর তাতে উঠে আসে বিস্ফোরক তথ্য। তরুণের স্বপ্ন প্রকল্প থেকে শুরু করে বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার সহ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের টাকা গায়েব করছে প্রতারকরা।

আরোও পড়ুন » Lakshmir Bhandar Update: এই ব্যাঙ্ক গুলিতে একাউন্ট থাকলে পাবেন না লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা

কোথায় যাচ্ছে সাধারণ মানুষের টাকা

সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না গিয়ে, টাকা চলে যাচ্ছে প্রতারকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর সুবিধাভোগীরা দিনের পর দিন বঞ্ছিত হচ্ছেন। ঝাড়খণ্ডের জামতাড়া, রাজস্থানের আলওয়ার এবং বিহারের গয়া গ্যাং-র মতো গ্যাং জড়িত আছে বলে মনে করছেন গোয়েন্দারা। হ্যাকাররা সরকারি পোর্টাল এ ঢুকে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলে দিয়ে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকিয়ে দিয়েছে। এমন ২২০টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চিহ্নিত করেছেন লাল বাজার সাইবার ডিপার্টমেন্ট। যার মধ্যে ৮৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে।

এই প্রতারনার পিছনে কারা রয়েছে? এ নিয়ে শুরু হয়েছে জোর কদমে তদন্ত। এই ভুয়ো অ্যাকাউন্টগুলির মালিক কারা? এ নিয়েও উঠেছে প্রশ্ন। সূত্র মারফত খবর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে এই অ্যাকাউন্টগুলির হদিশ মিলেছে। এছাড়া মুর্শিদাবাদ, নদীয়া জেলা, রাজস্থান, বিহার রাজ্যেরও নাম রয়েছে। এর পিছনে কোনো বড় গ্যাং রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

রাজ্য সরকারের বক্তব্য

ইতিমধ্যে বিষয়টি নবান্নের উচ্চ আধিকারিকদের সামনে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সমস্যা সমাধান করার কড়া নির্দেশ দিয়েছেন। দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় যে সমস্ত পড়ুয়া ট্যাবের টাকা পায়নি,তাদের সোমবার থেকে পুনরায় টাকা দেওয়া শুরু করেছেন রাজ্য সরকার। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, সিপিএম।

আপনি ঠিকমতো টাকা পাচ্ছেন কিনা চেক করুন! Lakshmir Bhandar Status Check: লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক অনলাইন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।