শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PM Kisan 19th Installment: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১৯তম কিস্তির টাকা কবে পাবেন? দেখে নিন তারিখ।

Updated on:

PM Kisan 19th Installment Date: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ২০১৯ সালে দেশের কৃষকদের স্বার্থে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পটি শুরু করেন। এ প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি রাজ্যের কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা তিনটি কিস্তিতে অর্থাৎ ২০০০ টাকা করে দেওয়া হয়। সম্প্রতি অক্টোবর মাসে ১৮ তম কিস্তির টাকা দেওয়া হয়েছে এরপর ১৯তম কিস্তির টাকা কবে দেওয়া হবে জানাবো আজকের এই প্রতিবেদনে।

পিএম কিষানের ১৯তম কিস্তির টাকা কবে পাবেন

সম্প্রতি, ৫ই অক্টোবর দেশের সমস্ত কৃষকদের একাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৮তম কিস্তির টাকা দেওয়া হয়েছে। বর্তমানে কৃষকেরা ১৯তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন। তাদের মনে প্রশ্ন, PM Kisan এর ১৯তম কিস্তির টাকা কবে তাঁদের অ্যাকাউন্টে আসবে।

বর্তমানে ১৯তম কিস্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে পূর্ববর্তী কিস্তির নিরিখে, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনি যদি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনের একজন সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে 19 তম কিস্তির টাকা কবে পাবেন তার জন্য অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করুন।

আরোও পড়ুন » রেশন কার্ড থাকলেই পাবেন কেন্দ্র সরকারের এই ৬টি প্রকল্পের সুবিধা! রেশন কার্ড থাকলে অবশ্যই দেখুন।

পিএম কিষান স্ট্যাটাস চেক পদ্ধতি

যারা PM Kisan ১৯তম কিস্তির টাকা কবে পাবেন চেক করতে চান, তারা নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন:

  • প্রথমে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিতে যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর ওয়েবসাইটের হোম পেজ থেকে “Know Your Status” অপশন এ ক্লিক করুন।
  • এরপর আপনি আপনার প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার রেজিস্ট্রেশন আইডি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।
  • স্ট্যাটাস চেক করার সময় আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি সঠিকভাবে পূরণ করতে হবে।

অবশ্যই পড়ুন » রাজ্যের কৃষকরা পাবে ২ লক্ষ টাকা! দুয়ারে সরকার ক্যাম্প থেকে সরাসরি আবেদন করুন।

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার স্ট্যাটাস চেক করার ডাইরেক্ট লিংক » Check Your Status

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।