TRAI to ban Multiple SIM Cards from September 1: ১ সেপ্টেম্বর থেকে ভারতীয় টেলিকম খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই) নতুন নিয়ম চালু করতে চলেছে। এই পরিবর্তনের মূল উদ্দেশ্য ফেক ও স্প্যাম কলের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। এই নতুন নিয়মের মাধ্যমে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই আশাবাদী যে গ্রাহকরা বিরক্তিকর ও প্রতারণামূলক ফোন কল থেকে অনেকটা রেহাই পাবেন।
কোন সিম কার্ড ব্লক করা হবে
আপনার মোবাইলে যদি অচেনা কোন নাম্বার থেকে ফোন আসে এবং আপনি যদি ওই নাম্বারে টিকে ফেক বা স্প্যাম হিসাবে চিহ্নিত করেন, তাহলে সেই কল যে টেলিকম অপারেটরের নেটওয়ার্কের মাধ্যমে করা হয়েছে, সেই অপারেটরকেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এরপর টেলিকম অপারেটরদের ওই নাম্বারটিকে যাচাই করে দেখতে হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ব্লক করা হবে না এবং যদি ওই নাম্বারের বিরুদ্ধে একাধিক রিপোর্ট পড়ে তাহলে ওই নাম্বার টিকে ব্লক করে দেওয়া হবে।
আরোও পড়ুন » একজন ব্যক্তি একটি আধার কার্ড দিয়ে কতগুলি সিম কার্ড নিতে পারবে? অবশ্যই জেনে রাখুন।
এরফলে টেলিকম অপারেটরদের দায়িত্ব বাড়াবে এবং তাদেরকে তাদের সেবার মান আরো অধিক উন্নত করতে উৎসাহিত করবে। এই নতুন নিয়মের আওতায়, এবার থেকে ট্রাই স্পষ্টভাবে জানিয়েছে যে ফেক বা স্প্যাম কলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কোনো অপারেটর যদি ফেক বা স্প্যাম কলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেয় তাহলে ওই অপারেটরের বিরুদ্ধেও শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, যদি কোনো কোন কোম্পানি মোবাইল নম্বর টেলি মার্কেটিং বা প্রমোশনাল কলের জন্য আপনাকে বারবার কল করে বিরক্ত করে এবং আপনি যদি ওই নাম্বারের বিরুদ্ধে রিপোর্ট করেন তাহলে সেই নম্বরকে ২ বছরের জন্য ব্ল্যাকলিস্টেড করা হবে। এর ফলে কোম্পানির সেই নম্বরের মাধ্যমে আর কোনও প্রমোশনাল কল করা যাবে না।
নতুন নিয়মের ফলে গ্রাহকদের উপর প্রভাব এবং উপকারিতা
নতুন নিয়ম চালু করার পক্ষে সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সিমকার্ডের এই নতুন নিয়ম গ্রাহকদের সুরক্ষা বাড়াবে এবং টেলিকম সেবার মান উন্নত করবে। গ্রাহকদের উচিত, তারা যদি কোনো ফেক কল পান, তবে দ্রুত অভিযোগ জানানো এবং নতুন নিয়ম অনুযায়ী টেলিকম অপারেটরের সাথে যোগাযোগ করা। নতুন নিয়মের ফলে ফেক কলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে, যা গ্রাহকদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন।
অবশ্যই পড়ুন: সাবধান! আপনার নামে কতগুলো সিম রেজিস্টার আছে! আপনার অজান্তেই কেউ সিম ব্যবহার করছে নাতো।
এই ধরনের আর্থিক সংক্রান্ত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇