শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PNB Fixed Deposit Interest Rate: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের হার, সম্পূর্ণ তালিকা দেখুন

Updated on:

Punjab National Bank Fixed Deposit Interest Rate 2024: বর্তমান সময়ে সবচেয়ে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় ও বিনিয়োগের সবচেয়ে নিরাপদ উপায় হলো ব্যাংকের ফিক্সড ডিপোজিট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দেশের শীর্ষস্থানীয় ব্যাংক গুলির মধ্যে একটি। আজকের এই প্রতিবেদনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার (Punjab National Bank FD Interest Rate) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে আপনি কত সময়ের মেয়াদে কত সুদ পাবেন বিস্তারিত জেনে নিন।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিট সুদের হার (PNB FD Interest Rate)

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। আপনি কত সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করাতে চাইছেন এবং আপনার বয়স কত সেই অনুযায়ী আপনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদ পাবেন।

  • আপনি সর্বনিম্ন ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিট করাতে পারেন।
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের পরিমাণ ভিন্ন।
  • পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের হার গ্রাহকের বয়স অনুপাতে ভিন্ন।
  • গ্রাহকের বয়সকে মূলত ৩ টি স্ল্যাবে ভাগ করা হয়েছে। (১) ১৮ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সাধারণ নাগরিক (২) ৬০ থেকে ৮০ বছর পর্যন্ত সিনিয়র সিটিজেন এবং (৩) ৮০ থেকে ৮০ এর উর্ধ্বে সুপার সিনিয়র সিটিজেন।

অবশ্যই পড়ুন » PNB FD: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে কত টাকা রিটার্ন পাবেন?

PNB Fixed Deposit Interest Rate 2024 List

নিচে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সম্পূর্ণ তালিকাটি দেওয়া হয়েছে।

নংফিক্সড ডিপোজিটের মেয়াদসাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার (বয়স:- ১৮-৬০)সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার (বয়স:- ৬০-৮০)সুপার সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের হার (বয়স:-৮০+..)
১)৭ দিন থেকে ১৪ দিন৩.৫০ শতাংশ ৪.০০ শতাংশ ৪.৩০ শতাংশ 
২)১৫ দিন থেকে ২৯ দিন৩.৫০ শতাংশ৪.০০ শতাংশ৪.৩০ শতাংশ
৩)৩০ দিন থেকে ৪৫ দিন৩.৫০ শতাংশ৪.০০ শতাংশ৪.৩০ শতাংশ
৪)৪৬ দিন থেকে ৬০ দিন৪.৫০ শতাংশ৫.০০ শতাংশ৫.৩০ শতাংশ
৫)৬১ দিন থেকে ৯০ দিন৪.৫০ শতাংশ৫.০০ শতাংশ৫.৩০ শতাংশ
৬)৯১ দিন থেকে ১৭৯ দিন৪.৫০ শতাংশ৫.০০ শতাংশ৫.৩০ শতাংশ
৭)১৮০ দিন থেকে ২৭০ দিন৬.০০ শতাংশ ৬.৫০ শতাংশ ৬.৯০ শতাংশ 
৮)২৭১ দিন থেকে ২৯৯ দিন৬.২৫ শতাংশ ৬.৭৫ শতাংশ ৭.০৫ শতাংশ 
৯)৩০০ দিন৭.০৫ শতাংশ ৭.৫৫ শতাংশ ৭.৮৫ শতাংশ 
১০)৩০১ দিন থেকে ১ বছরের আগে পর্যন্ত৬.২৫ শতাংশ৬.৭৫ শতাংশ ৭.০৫ শতাংশ 
১১)১ বছর৬.৭৫ শতাংশ৭.২৫ শতাংশ ৭.৫৫ শতাংশ 
১২)১ বছরের পর থেকে ৩৯৯ দিন পর্যন্ত৬.৮০ শতাংশ ৭.৩০ শতাংশ ৭.৮০ শতাংশ 
১৩)৪০০ দিন৭.২৫ শতাংশ ৭.৭৫ শতাংশ ৮.০৫ শতাংশ 
১৪)৪০১ দিন থেকে ২ বছর পর্যন্ত৬.৮০ শতাংশ ৭.৩০ শতাংশ ৭.৬০ শতাংশ 
১৫)২ বছরের পর থেকে ৩ বছর পর্যন্ত৭.০০ শতাংশ ৭.৫০ শতাংশ ৭.৮০ শতাংশ 
১৬)৩ বছরের পর থেকে ১,২০৩ দিন পর্যন্ত ৬.৫০ শতাংশ ৭.০০ শতাংশ ৭.৩০ শতাংশ 
১৭)১,২০৪ দিন ৬.৪০ শতাংশ ৬.৯০ শতাংশ ৭.২০ শতাংশ 
১৮)১,২০৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত৬.৫০ শতাংশ৭.০০ শতাংশ ৭.৩০ শতাংশ 
১৯)৫ বছরের পর থেকে ১,৮৯৪ দিন পর্যন্ত৬.৫০ শতাংশ৭.৩০ শতাংশ ৭.৩০ শতাংশ 
২০)১,৮৯৫ দিন৬.৩৫ শতাংশ৭.১৫ শতাংশ ৭.১৫ শতাংশ 
২১)১,৮৯৬ দিন থেকে ১০ বছর৬.৫০ শতাংশ৭.৩০ শতাংশ ৭.৩০ শতাংশ 
Source:- https://www.pnbindia.in/

আশাকরি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ফিক্সড ডিপোজিটে সুদের হার সংক্রান্ত আজকের এই প্রতিবেদনটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করুন। আপনার যদি এখনো এ বিষয়ে কোনোরকম ডাউট থেকে থাকে তাহলে তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ!

অবশ্যই পড়ুন » PNB FD: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ৪০০ দিনের FD-তে ৫ লাখ টাকা জমা করলে কতো রিটার্ন পাবেন দেখুন

এই ধরনের অর্থ ও টাকা-পয়সা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।