শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

MSP Price: কৃষকদের জন্য বিরাট সুখবর! খারিফ মরসুমে ১৪ টি ফসলের MSP বৃদ্ধি।

Updated on:

Minimum Support Price hike: ২০২৪ সালে টানা লোকসভা ভোটে জয়ী হয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদি কৃষকদের জন্য বিরাট ঘোষণা করেছেন। বিগত বুধবারে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ১৪ টি ফসলের ন্যূনতম সাপোর্ট মূল্যে বৃদ্ধি করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে খুবই উপকৃত হবে চাষিরা কারণ এবার থেকে তারা নির্দিষ্ট পরিমাণ ফসলে বেশি পরিমাণে টাকা পাবে। কোন ফসলের ক্ষেত্রে কত টাকা বৃদ্ধি করা হলো বিস্তারিত দেখে নিন আজকের এই প্রতিবেদন থেকে।

১৪ টি ফসলের MSP বৃদ্ধি

মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংবাদ মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে কৃষকদের কল্যাণের স্বার্থের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন খারিফ মরসুমের জন্য ১৪ টি ফসলের MSP বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরোও পড়ুন » কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ১ কোটি ৫ লক্ষ কৃষকে ২ হাজার ৯০০ কোটি টাকা দেবে রাজ্য সরকার!

কোন ফসলের ক্ষেত্রে কত টাকা বৃদ্ধি করা হবে

এবার দেখে নাও যাক কোন ফসলের MSP কত টাকা করা হলো এবং গত বছরের তুলনায় কত টাকা বৃদ্ধি করা হয়েছে।

ফসলের নামMSP এর পরিমাণগত বছরের তুলনায় MSP মূল্য বৃদ্ধি
ধান২,৩০০ টাকা১১৭ টাকা
অড়হড়৭,৫৫৫ টাকা৫৫৫ টাকা
মুগ৮,৬৮২ টাকা১২৪ টাকা
তুলো৭,১২১ টাকা৫০১ টাকা
জোয়ার৩,৩৭১ টাকা১৯৯ টাকা
বাজরা২,৬২৫ টাকা১২৫ টাকা
ভুট্টা২,২২৫ টাকা১৩৫ টাকা
চিনাবাদাম৬,৭৮৩ টাকা৪০৬ টাকা
বিউলি৭,৪০০ টাকা৪৫০ টাকা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে কৃষকের জন্য একাধিক সুবিধা আনবেন নরেন্দ্র মোদী।

অবশ্যই পড়ুন » PM Kisan Status Check: অবশেষে কৃষকদের একাউন্টে ঢুকছে PM কিষানের ১৭ তম কিস্তির টাকা! এভাবে স্ট্যাটাস চেক করুন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।