Central Govt. MSME Loan Online Application: বহু বেকার যুবক যুবতী বর্তমানে চাকরি ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পেরে ব্যবসা করে জীবিকা নির্বাহের স্বপ্ন দেখেন। তবে এক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ায় অর্থ। কারণ ব্যবসা করার পরিকল্পনা থাকলেও আসলে ব্যবসা শুরু করতে লাগে যথাযথ মূলধন। সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে একসঙ্গে অনেকটা পরিমাণ টাকা ব্যবসার মূলধন হিসাবে কাজে লাগানো সম্ভব হয় না। তবে এবার বেকার যুবক যুবতীদের একদম সহজ শর্তে এবং স্বল্প সুদে দেওয়া হচ্ছে MSME লোন। এই লোন কি এবং কিভাবে এর সুবিধা পাবেন দেখে নিন।
MSME লোন কি?
MSME কথাটির অর্থ Micro Small Medium Enterprises। অর্থাৎ এই লোন দেওয়া হয় ক্ষুদ্র ছোট ও মাঝারি ধরনের শিল্পের উপর ভিত্তি করে। বর্তমানে আমাদের দেশে নথিভুক্ত MSME Unit এর সংখ্যা ৬.৩৪ কোটি। উৎপাদনের ভিত্তিতে GDP-তে এগুলির অবদান ৬.১১%। পরিষেবা ক্ষেত্রে জিডিপি-তে অবদান ২৪.৬৩%। এদেশের রপ্তানি দ্রব্যগুলি ৪৫% নির্ভর করে ছোট মাঝারি সংস্থার উপর। এই সংস্থার উপর ভিত্তি করে প্রায় ১২ কোটি মানুষ নিজের উপার্জনের রাস্তা খুঁজে নেন।
MSME Loan-এর গুরুত্ব ও পরিমাণ
MSME সংস্থা গুলির উন্নতিসাধন ও লোন গ্রহণের মাধ্যমে ব্যবসা ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের অংশগ্রহণের কথা মাথায় রেখে এই লোন চালু করেছে কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে সরকারের তরফ থেকে মূলত ৫০০০০ থেকে ২ কোটি টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয়। তবে মাইক্রো, স্মল এবং মিডিয়াম শিল্প ভেদে টাকার পরিমাণের ভিন্নতা লক্ষ্য করা যায়।
MSME Loan-এর সুবিধা
(১) ঋণ গ্রহীতা দীর্ঘ সময় ধরে নিজের সুবিধা মতো লোন শোধের সুযোগ পান, (২) ঘরে বসে সহজে আবেদন করে এই লোন পাওয়া যায়, (৩) এক্ষেত্রে সিকিউরিটি ছাড়াই MSME Loan পাওয়া যায়। এক্ষেত্রে সম্পত্তি হারানোর ভয় থাকে না, (৪) লোন নেওয়ার জন্য কোনো বিশেষ ডকুমেন্টেশন দরকার হয় না, (৫) বিশেষ প্রতিষ্ঠান ভিত্তিতে লোনের জন্য নানান অফার পাওয়া যায়।
জেনে রাখুন » লোনের কিস্তি সময় মতো পরিশোধ করতে না পারলে কত টাকা জরিমানা লাগবে? লোন নেওয়ার আগে অবশ্যই জেনে রাখুন।
আবেদনের জন্য যোগ্যতা
এবার দেখে নেওয়া যাক কেন্দ্র সরকারের MSME লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন।
- ১৮ থেকে ২২ বছর বয়সসীমার ব্যক্তিরা এই লোনের জন্য আবেদন যোগ্য।
- Trading, Manufacturing, Services যে কোনো বিজনেস এর সঙ্গে যুক্ত থাকতে হবে আবেদনকারীকে।
- আবেদনকারীকে Udyam পোর্টালে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।
- যে কোনো ব্যবসায় ৫ বছর এবং বর্তমান ব্যবসার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অনলাইনে আবেদন পদ্ধতি
অনলাইনে MSME লোনের জন্য আবেদন করার ক্ষেত্রে নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে।
- প্রথমে MSME অফসিয়াল ওয়েবসাইটে গিয়ে টপ রাইট কর্নারে থাকা থ্রি লাইন চিহ্নটিতে ক্লিক করতে হবে।
- MSME Loan অপশন নির্বাচন করলে আবেদন পত্র দেখা যাবে।
- সঠিকভাবে আবেদন পত্র পূরণ করে Next এ ক্লিক করতে হবে।
- নথিপত্র স্ক্যান করে Terms and Conditions ভালোভাবে পড়ে নিয়ে Agree করতে হবে।
- শেষে লোনের চুক্তি স্বাক্ষর করলে আবেদনের প্রক্রিয়া শেষ হবে এবং ৪৮ ঘণ্টার মধ্যে টাকা পেয়ে যাবেন।
অবশ্যই পড়ুন » PMEGP Loan: আধার কার্ড থেকে ৫০ লক্ষ টাকা লোন নিন! কেন্দ্র সরকার দেব ৩৫ শতাংশ ভর্তুকি।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇