বিনিয়োগের ক্ষেত্রে মানুষের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit)। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে ফিক্সড ডিপোজিট অফার করে। এফডিতে এককালীন টাকা বিনিয়োগ করে মেয়াদ শেষে ভালো টাকা রিটার্ন পাওয়া যায়। পোস্ট অফিস থেকে শুরু করে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক থেকে এফডি করা যায়। বিভিন্ন সময় এই এফডি-র সুদের হারের পরিবর্তন ঘটে। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়িয়েছে। এবার থেকে এই ব্যাংকে স্থায়ী অমানতের উপর মিলবে ৮ শতাংশের বেশি সুদ।
নতুন বছরে ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি
নতুন বছরের শুরুতে বিভিন্ন ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছিল। বাড়িয়েছে ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হারও। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে শুরু করে ব্যাঙ্ক অফ বরোদা, ফেডারেল ব্যাঙ্ক-সহ একাধিক ব্যাঙ্ক এফডি-র উপর সুদের হার বাড়িয়েছে। এবার এই পথেই হাটলো সরকারি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২ কোটি টাকার কম এফডি-র সুদের হার পরিবর্তন করার হয়েছে। এবার থেকে এই ব্যাংকে এফডি-র উপর সর্বোচ্চ ৮ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
সাধারণ নাগরিকদের সুদের হার
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এফডি-র সুদের হার বাড়িয়েছে। গত ১৯সে জানুয়ারি ‘২৪ থেকে এই নতুন এফডি রেট কার্যকর করা হয়েছে। এই ব্যাংকে এখন থেকে ৭ দিন থেকে ৪৫ দিনের এফডি-তে ৩.৫ শতাংশ সুদ দেবে। ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদের উপর ৬.৫ শতাংশ সুদের হার দেওয়া হবে। ২ কোটি টাকার কম এফডি-র উপর এই সুদের হার প্রযোজ্য।
অবশ্যই দেখুন » স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত সুদ পাবেন? কত টাকা রাখলে কত রিটার্ন পাবেন দেখুন
প্রবীন নাগরিকদের সুদের হার
সরকারি ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সিনিয়র সিটিজেনদের সাধারণ নাগরিকদের তুলনায় ০.০৫ শতাংশ বেশি সুদ প্রদান করে থাকে। এই ব্যাঙ্ক ৬০ বছরের বেশি প্রবীণ নাগরিকদের ৩৯৯ দিনের মেয়াদের উপর ৭.৭৫ শতাংশ হারে সুদ প্রদান করছে। এছাড়া ৮০ বছরের বেশি সুপার সিনিয়র সিটিজেনদের ০.৭৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। যে কোনো মেয়াদের উপর এই সুদ পাওয়া যাবে। সেদিক থেকে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া সুপার সিনিয়র সিটিজেনদের ৩৯৯ দিনের মেয়াদে এফডি-র ক্ষেত্রে ৮ শতাংশ হারে সুদ প্রদান করছে।
আরোও পড়ুন » পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট! সুদের পরিমাণ কত? কত টাকা রাখলে কত রিটার্ন পাবেন? দেখুন
উল্লেখ্য, যে কোনো ভারতীয় নাগরিক এই ব্যাংকে Fixed Deposit করতে পারেন। নূন্যতম ১০০০ টাকা দিয়ে এফডি শুরু করা যায়। সর্বনিম্ন ৬ মাসের মেয়াদে এফডি করতে হবে। ত্রৈমাসিক বা অর্ধ বার্ষিক হিসাবে সুদ প্রদান করা হয়। কম সময়ে ভালো টাকা রিটার্ন পাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম ফিক্সড ডিপোজিট।
অবশ্যই পড়ুন » PNB FD: পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্কের ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে পাবেন বিপুল সুদ সহ দুর্দান্ত রিটার্ন।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇