Mutual Fund Vs Share Market in Bengali: মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজার মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় উপায় টাকা বিনিয়োগ করার । টাকা বিনিয়োগের প্রসঙ্গ উঠলে সবার মনে প্রশ্ন জাগে যে মিউচুয়াল ফান্ড নাকি শেয়ার বাজার কোনটিতে বিনিয়োগে বেশি লাভ এবং ঝুঁকি কম । এই আর্টিকেলে শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে নিপুন ভাবে পার্থক্য প্রস্তুত করা হয়েছে যা পাঠকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বোত্তম নির্ভুল তথ্য প্রদান করবে ।
১)মিউচুয়াল ফান্ড (mutual fund):-
আপনি যদি আপনার অর্থ দ্রুত বৃদ্ধি করতে চান তবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা করা একটি সর্বোত্তম উপায়।মিউচুয়াল ফান্ডে আপনি SIPO করতে পারেন যেখানে আপনাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট স্বল্প পরিমাণ অর্থ জমা করতে হবে এবং কয়েক বছর পরে আপনি সেই অর্থের উপর চক্রবৃদ্ধি হার সুদে রিটার্ন পাবেন।
মিউচুয়াল ফান্ড সর্ম্পকে বিস্তারিত জানতে:- click here
২) শেয়ার বাজার (share market)
শেয়ার বাজারে শেয়ার বা স্টক কেনাবেচা করা হয় । যেখানে কোনো কোম্পানি স্টক এক্সচেঞ্জ (Stock exchange) এর মাধ্যমে শেয়ার কেনা বেচা করে থাকেন। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার ক্রয় করেন তবে আপনি ওই কোম্পানির অংশিদার বা shareholder হয়ে যাবেন ।
চলো একটি উদাহরণ এর মাধ্যমে সমস্ত বিষয়টা বুঝে নেওয়া যাক :- ধরুন কোনো ABC কোম্পানির ১০০ টি শেয়ার আছে তবে আপনি যদি ওই কোম্পানির থেকে একটি শেয়ার ক্রয় করেন তবে আপনি ওই কোম্পানির ১০০ ভাগের একভাগ অংশীদার বা ভাগিদার হয়ে যাবেন ।
শেয়ার বাজার সম্পর্কে সম্পূর্ণ জানতে CLICK HERE
মিউচুয়াল ফান্ড V/S শেয়ার বাজার(mutual fund v/s share market in bengali):-
বিষয় | মিউচুয়াল ফান্ড | শেয়ার বাজার |
বিনিয়োগের প্রকার | অপ্রতক্ষ্য বিনিয়োগ | প্রতক্ষ্য বিনিয়োগ |
পরিচালনা | মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ একজন ফান্ড ম্যানেজার দারা পরিচালিত হয় | বিনিয়োগকারী নিজেই পরিচালনা করেন |
SIP বিনিয়োগ | মিউচুয়াল ফান্ডে আপনি একটি নির্দিষ্ট SIP তে বিনিয়োগ করতে পারেন | কিন্তু শেয়ার এ তা পারেন না কারণ শেয়ার এর মুল্য ওঠানামা করতে থাকে ফলে আপনার বিনিয়োগের পরিমাণ পরিবর্তনশীল |
অর্থের পরিমাণ | মিউচুয়াল ফান্ড গুলি আপনাকে কোম্পানির একটি অংশ কেনার সুযোগ দেয় কারণ ফান্ড হাউস সমস্ত বিনিয়োগকারী অর্থকে বিনিয়োগ করার জন্য পুঞ্জীভূত করে। ফলে মিউচুয়াল ফান্ডে প্রচুর অর্থের প্রয়োজন নেই | শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় অনেক সময় আপনার প্রচুর অর্থের প্রয়োজন। কারণ বাজার বৃদ্ধির জন্য শেয়ারের দাম বেড়ে যায়। |
রিটার্ন | গড় রিটার্ন ৮ শতাংশ | লং-টার্ম রিটার্ন ১৪ থেকে ১৬ শতাংশ পর্যন্ত হতে পারে |
ঝুঁকির পরিমাণ | ঝুঁকির পরিমাণ কম | ঝুঁকির পরিমাণ বেশি |
রিটার্ন সময় | দীর্ঘ সময়ে ভালো রিটার্ন দিতে পারে ; সাধারণত ৫ বছর পর | দ্রুত রিটার্ন দিতে পারে |
Fees বা র্চাজ | আপনাকে ফান্ড ম্যনেজম্যন্ট র্চাজ , back and load , early redmpson ইত্যাদির অর্থ প্রদান করতে হবে | আপনাকে ব্রোকারেজ ফি এবং অন্যান্য লেনদেন ফি দিতে হবে |
মালিকানা | মিউচুয়াল ফান্ডে আপনি ফান্ডের সাথে সম্পদেও বিনিয়োগ করতে পারেন | শেয়ার বাজারে আপনি শুধুমাত্র শেয়ারে বিনিয়োগ করতে পারেন এবং আপনি সংশ্লিষ্ট কোম্পানীর অংশীদার মালিক হতে পারেন |
স্বাধিনতা | মিউচুয়াল ফান্ড একটি পেশাদারী মতামত প্রদান করে | শেয়ার বাজারে বিনিয়োগ প্রক্রিয়া স্বধীন |
বিনিয়োগকারীর প্রকার | মিউচুয়াল ফান্ডে যে কোনো ব্যক্তিই বিনিয়োগ করতে পারেন | শেয়ার বাজার বড়ো ব্যবসায়ী ও নেতাদের উপযোগী। |
উপসংহার
প্রতিটি বিনিয়োগকারী ভিন্ন তাঁদের মতামত ভিন্ন এবং তাদের বিনিয়োগের ধরনও ভিন্ন । এটি বিনিয়োগকারী এর উপর নির্ভর করে যে সে কি সুবিধা পেতে চান , তাঁর উদ্দেশ্য , বিনিয়োগের পরিমাণ, বিনিয়োগের সময়, এবং বিনিয়োগকারী কতটা ঝুঁকি নিতে ইচ্ছুক তার উপর।
এই আর্টিকেলের মধ্যে শুধু মাত্র মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারের মধ্যে তুলনা করা হয়েছে। এ প্রসঙ্গে আপনার কোন বক্তব্য বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানান ।
শেয়ার বাজার কী?
শেয়ার বাজারে শেয়ার কেনাবেচা করা হয় আপনি কোন কোম্পানির শেয়ার কিনে সেই কোম্পানির অংশীদার হতে পারেন এবং আপনি ওই কোম্পানি থেকে যত শতাংশ শেয়ার কিনেছেন সেই কোম্পানি যদি লাভ করে কবে আপনি সেই শতাংশ অর্থ ফিরে পাবেন ।
শেয়ার বাজারে বিনিয়োগের সুবিধা
শেয়ার বাজারে বিনিয়োগের সুবিধামাসে ৫০০ টাকা জমিয়ে ১০ কোটি টাকা রিটার্নশেয়ার বাজারে বিনিয়োগ দীর্ঘমেয়াদী বৃদ্ধির মাধ্যমে আয়ের সুযোগ প্রদান করতে পারে। যাইহোক, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেয়ার বাজারে বিনিয়োগের সাথে ঝুঁকিও আসে এবং আপনার গবেষণা করা এবং সাবধানে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ।
বিনিয়োগ করার আগে শেয়ার বাজার সম্পর্কে গবেষণা কীভাবে করবেন ?
শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে শেয়ারবাজার সম্পর্কে গবেষণা করার বিভিন্ন উপায়ে রয়েে প্রথমে আপনি যে কোম্পানি শেয়ার কিনতে চান সেই কোম্পানির সম্পর্কে সংবাদপত্র পড়ুন। ।। দ্বিতীয়ত ওই কোম্পানির প্রতিযোগী গুলির সংবাদ বা খবরা-খবর রাখুন । এবং তৃতীয় তো কোন অভিজ্ঞ ব্যক্তিত্বের কাছে পরামর্শ নিন।
মিউচুয়াল ফান্ড কি?
আপনি যদি আপনার অর্থ দ্রুত বৃদ্ধি করতে চান তবে মিউচুয়াল ফান্ডে বিনিযোগ করা একটি সর্বোত্তমAdd Imageউপায়।
মিউচুয়াল ফান্ড না শেয়ার বাজার কোনটি ভালো
মিউচুয়াল ফান্ডের তুলনায় শেয়ার বাজারে বিনিয়োগে লাভের পরিমাণ বেশি কিন্তু মিউচুয়াল ফাজে ঝুঁকির পরিমাণ শেয়ার বাজারের তুলনায় কম।
Comments are closed.