শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

PNB FD: পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্কের ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে পাবেন বিপুল সুদ সহ দুর্দান্ত রিটার্ন।

Updated on:

ভারতের অন্যতম জনপ্রিয় একটি সরকারি ব্যাংক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই ব্যাংক ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকদের বিপুল পরিমাণ সুদ সহ দুর্দান্ত রিটার্ন অফার করছে। বর্তমানে মানুষ সচেতন হয়ে পড়েছে এবং প্রত্যেক ব্যাক্তি ভবিষ্যৎ এর জন্য অর্থ সঞ্চয় করতে চায়। অর্থ সঞ্চয়ের জন্য অধিকাংশ ব্যাক্তি পোস্ট অফিস এবং ব্যাংকের ফিক্সড ডিপোজিটে টাকা রাখতে পছন্দ করেন। তাই বিভিন্ন ব্যাংক গ্রাহকদের জন্য দুর্দান্ত সব সুদের অফার করছে।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ৪০০ দিনের ফিক্সড ডিপোজিট

সাম্প্রতিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ৪০০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিম লঞ্চ করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ৪০০ দিনের দুর্দান্ত এই ফিক্সড ডিপোজিটে সাধারণ নাগরিকসহ প্রবীণ নাগরিকরাও টাকা জমা করতে পারবে।

সুদের পরিমাণ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে গ্রাহকদের বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে সুদ প্রদান করছে- (১) সাধারণ নাগরিকদের ক্ষেত্রে সুদের পরিমাণ ৭.২৫ শতাংশ, (২) প্রবীন নাগরিকদের জন্য সুদের পরিমাণ ৫০ বেসিস পয়েন্ট বেশি অর্থাৎ ৭.৭৫ শতাংশ এবং (৩) সুপার সিনিয়র সিটিজেনদের সর্বোচ্চ সুদ দেওয়া হচ্ছে। সুপার সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার ৮.০৫ শতাংশ।

কত টাকা রাখলে কত রিটার্ন পাবেন

নিচে তালিকার মাধ্যমে বর্ণিত করা হয়েছে যে আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 400 দিনের ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন তাহলে সেক্ষেত্রে কত টাকা রাখলে কত টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই ফিক্সড ডিপোজিট স্কিমে ৪০০ দিনের জন্য টাকা রাখেন তাহলে ৪০০ দিন পর কত টাকা রিটার্ন পাবেন তা নিচের তালিকা থেকে দেখে নিন।

অবশ্যই পড়ুন » স্টেট ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট সুদের হার, কত টাকা রাখলে কত টাকা রিটার্ন পাবেন

জমা করা টাকার পরিমানসাধারন নাগরিকপ্রবীন নাগরিকসুপার সিনিয়র সিটিজেন
১০,০০০ টাকা১০,৮১৯ টাকা১০,৮৭৮ টাকা১০,৯১৩ টাকা
২০,০০০ টাকা২১,৬৩৮ টাকা২১,৭৫৫ টাকা২১,৮২৫ টাকা
৫০,০০০ টাকা৫৪,০৯৬ টাকা৫৪,৩৮৮ টাকা৫৪,৫৬৪ টাকা
১,০০,০০০ টাকা১,০৮,১৯২ টাকা১,০৮,৭৭৬ টাকা১,০৯,৩২৭ টাকা
২,০০,০০০ টাকা২,১৬,৩৮৫ টাকা২,১৭,৫৫২ টাকা২,১৮,২৫৪ টাকা
৩,০০,০০০ টাকা৩,২৪,৫৭৭ টাকা৩,২৬,৩২৮ টাকা৩,২৭,৩৮১ টাকা
৫,০০,০০০ টাকা৫,৪০,৯৬২ টাকা৫,৪৩,৮৭৯ টাকা৫,৪৫,৬৩৬ টাকা

অবশ্যই পড়ুন » Post Office Fixed Deposit: পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে কত টাকা রাখলে কত রিটার্ন পাবেন

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।

2 thoughts on “PNB FD: পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্কের ৪০০ দিনের ফিক্সড ডিপোজিটে পাবেন বিপুল সুদ সহ দুর্দান্ত রিটার্ন।”

Comments are closed.