শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড পোস্ট অফিস স্কিম ব্যাঙ্ক স্কিম ক্রেডিট কার্ড ডিমেট অ্যাকাউন্ট ইন্সুরেন্স FD ক্যালকুলেটর

Nil ITR: আয় করযোগ্য না হয়েও ITR ফাইল করে পাবেন ৫ টি বিশেষ সুবিধা! বিস্তারিত জেনে নিন।

Updated on:

5 Special Benefits by Filing ITR even if the Income is not Taxable: ভারতীয় আয়কর আইন অনুসারে কোন ব্যক্তির আয় যদি নির্দিষ্ট সীমা অতিক্রম করে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে আয়কর রিটার্ন করতে হয়। নির্দিষ্ট অর্থবর্ষের ভিত্তিতে আয়কর দাতাদের কর প্রদান করার জন্য ITR ফাইল করতে হয়। তবে যাদের আয় করযোগ্য নয়, তারা আয়কর রিটার্ন করেন না। আয়কর জমা করতে হয় না বলেই তাদের ITR ফাইলের বিশেষ কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আর্থিক বিশেষজ্ঞদের মত অনুসারে আয়কর রিটার্ন করতে না হলেও কোন ব্যক্তি যদি নির্দিষ্ট নিয়ম মেনে ITR ফাইল করেন, তবে বেশ কয়েকটি ক্ষেত্রে তারা বিশেষ সুবিধা লাভ করেন। ITR ফাইল করে জিরো রিটার্ন দাখিল করার এই পদ্ধতিকে বলা হয় Nil ITR।

ITR File করার ৫টি বিশেষ সুবিধা

আয়কর দপ্তরের কাছে কোনো ব্যক্তির Nil ITR ফাইল করার অর্থ হলো ওই ব্যক্তির আয় করযোগ্য নয়। এই কারণে আর্থিক বছরে তিনি কোন কর সরকারের কাছে প্রদান করেননি। এই জিরো রিটার্ন ফাইল করার বাধ্যতামূলক কোনো নীতি নিয়ম নেই। তবে যদি এটি ফাইল করেন সে ক্ষেত্রে নিম্নোক্ত পাঁচটি সুবিধা পেতে পারেন। দেখে নিন এর মাধ্যমে গ্রাহকরা ঠিক কি কি সুবিধা লাভ করেন।

লোন পাওয়ার সহজলভ্যতা

বর্তমান সময় তাৎক্ষণিক অর্থের প্রয়োজনে বহু মানুষ লোন নেওয়ার জন্য ব্যাংকের কাছে আবেদন জানান। জমি, ব্যবসা, বাড়ি, গাড়ি ইত্যাদি বিভিন্ন কারণে ব্যাংক থেকে গ্রাহকদের নির্দিষ্ট সুদের হারে লোন দেওয়া হয়। শুধুমাত্র ব্যাংক থেকে নয়, বর্তমানে বহু ঋণ প্রদানকারী বেসরকারি সংস্থা এই সব ঋণ গুলি দিয়ে থাকে। লোনের জন্য আবেদন করার পর সংশ্লিষ্ট সংস্থার তরফ থেকে লোন গ্রহণকারীর আয়ের প্রমাণপত্র চাওয়া হয়। চাকরিজীবী হলে বেতনের স্লিপ জমা দিতে হয়। চাকরিজীবী না হলে জিরো আইটিআর ফাইল এর প্রমাণপত্র দেখালে সহজেই এই লোনের আবেদন গ্রহণযোগ্য হয়। এক্ষেত্রে বিগত তিন বছরের আয়কর রিটার্নের কপি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের কাছে জমা দিতে হয়।

মোটা টাকার বীমা পলিসি লাভ

৫০ লাখ বা ১ কোটি টাকার বীমা পলিসি কিনতে গেলে ITR রসিদ দেখানো অবশ্যই প্রয়োজন। অনেক সময় LIC বা অন্য কোনো বীমা সংস্থা থেকে মোটা টাকার বীমা কিনতে গেলে সেই প্রতিষ্ঠানের তরফ থেকেই ITR সংক্রান্ত প্রশ্ন করা হবে। গ্রাহকের ITR ফাইলের কপি দেখেই সংশ্লিষ্ট সংস্থা স্থির করবে সেই ব্যক্তিকে মোটা টাকার বীমা পলিসি দেওয়া সম্ভব কিনা।

আরও পড়ুন » ITR Filing: কম খরচে আয়কর রিটার্ন দাখিল করবেন কিভাবে? জেনে নিন সমস্ত পক্রিয়ায়

সহজে ভিসা লাভ

দেশের বাইরে যে কোন উন্নত দেশে যাওয়ার জন্য স্বাভাবিক ভাবেই ভিসার প্রয়োজন হয়। ভিসা প্রদানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সময় যে ব্যক্তি অন্য দেশে যেতে চাইছেন তার আর্থিক অবস্থার পরীক্ষা হয়। এক্ষেত্রে সহজে ভিসা পাওয়ার জন্য আইটিআর রিটার্ন এর প্রমাণ পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হিসেবে কাজ করে। এক্ষেত্রে ভিসার জন্য আবেদন করছেন এমন কোন ব্যক্তি যদি উপার্জনশীল না হন, সেক্ষেত্রে তার বাবা, মা বা অন্য কোন অভিভাবকের ITR এর কপি দেওয়া যেতে পারে।

ঠিকানা প্রমাণ

বর্তমান সময়ে অনেকেই আয়কর রিটার্ন প্রক্রিয়া সম্পন্ন করেন অনলাইনের মাধ্যমে। যদি ম্যানুয়ালি এটি ফিলাপ করা হয় সেক্ষেত্রে আয়কর রিটার্নের কপি গ্রাহকের নিবন্ধিত ঠিকানায় পাঠানো হয়। এই কারণে এটি ঠিকানার প্রমাণ হিসেবেও ব্যবহৃত হয়। আইটিআর ফাইল করলে আয়ের প্রমাণ নিশ্চিত হওয়ার পাশাপাশি গ্রাহকের ঠিকানাও প্রমাণ হয়ে যায়।

ব্যবসা শুরু

নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে কোন সরকারি দপ্তর থেকে ডিল পেতে হলে ITR ফাইলের কপি অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি হিসেবে গণ্য হয়। যে কোনো সরকারি প্রকল্পের কন্ট্রাক্ট নেওয়ার জন্য ন্যূনতম ৫ বছরের আইটির ফাইলের কপি জমা দিতে হয়। এই কপি জমা দিলে তবেই সরকার সিদ্ধান্ত নেয় গ্রাহককে সেই ব্যবসার ডিল দেবে কিনা।

অবশ্যই পড়ুন » ITR Filing: ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন ফাইল না করলে কি হবে? জেনেনিন বিস্তারিত

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন 👇

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপJoin Us
আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলFollow Us
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Us
আমাদের ফেসবুক পেজFollow Us
Google নিউজে ফলো করুনFollow Us

নমস্কার আমি Anjan Mahata! অর্থনীতি, শেয়ার মার্কেট, মিচুয়াল ফান্ড এবং টাকা বিনিয়োগ ও সঞ্চয় সম্পর্কে আমার সমস্ত জ্ঞান প্রতিবেদনের মাধ্যমে লিখে সবার কাছে পৌঁছে দেওয়া আমার মূল্য উদ্দেশ্য।